কাচকি, Corica soborna, Ganges river sprat
কাচকি, Corica soborna, Ganges river sprat

শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position)
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Clupeiformes (Herrings)
উপবর্গ: Clupeoidei
পরিবার: Clupeidae (Herrings; shads, sprats, sardines, pilchards, and menhadens)
গণ: Corica
প্রজাতি: C. soborna Hamilton, 1822

সমনাম (Synonyms)
Corica argentata Swainson, 1839
Corica biharensis Kamal & Ahsan, 1979
Corica pseudopterus (Bleeker, 1852)
Spratella pseudopterus Bleeker, 1852

সাধারণ নাম (Common name)
বাংলা (বাংলাদেশ): কাচকি, গুড়ামাছ, তাকি
বাংলা (ভারত): সুবর্ণ-খড়িকা (পশ্চিমবঙ্গ) (Talwar and Jhingran, 1991).
English: Ganges river sprat, Ganga river-sprat, Hamilton’s corica, Shad

বিস্তৃতি (Distribution)
বাংলাদেশ, ভারত (পশ্চিমবঙ্গ ও উডিষ্যা (Odisha) (পূর্বে উড়িষ্যার) এবং ইন্দোনেশিয়া (Talwar and Jhingran, 1991)।
Fishbase (2014) অনুসারে উষ্ণ জলের সামুদ্রিক, উপকূলীয় ও স্বাদুপানির এই মাছ পাওয়া যায় বাংলাদেশ, ব্রুনাই (Brunei), ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে যার বিস্তৃতি 24°N – 3°S, 81°E – 114°E ।

সংরক্ষণ অবস্থা (Conservation status)
বাংলাদেশে এই প্রজাতিটি হুমকিগ্রস্ত তালিকার অন্তর্ভুক্ত নয় (IUCN Bangladesh, 2000)।
Chaudhry (2010) অনুসারে আইইউসিএন এর হুমকিগ্রস্ত প্রজাতির লাল তালিকায় (The IUCN Red List of Threatened Species) এদের অবস্থান Least Concern অর্থাৎ এই মাছ বিস্তৃত এলাকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়।

দৈহিক গঠন (Morphology)
লম্বা দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। উদরের নিচে ১১+৬/৭টি (সাধারণত ৭টি) ত্রিকোণাকার স্কিউট (scute) থাকে এবং ফুলকা-দণ্ডের (gillraker) নিচের অংশে ১৯-২১টি কাঁটা থাকে (Talwar and Jhingran, 1991)। পায়ুপাখনা শেষ দুটি পাখনা-রশ্মি একত্রে আলাদা একটি ক্ষুদ্রাকার পাখনা গঠন করে।
পার্শ্বরেখায় ৪০-৪৩টি আঁইশ উপস্থিত (Rahman, 1989 and 2005)। পুচ্ছপাখনা দ্বিখণ্ডিত এবং উপরের খণ্ডের চেয়ে নিচের খণ্ড সামান্য লম্বা।
বাদামী বর্ণের দেহের মাঝ বরাবর একটা সরু রেখা লম্বালম্বিভাবে বিস্তৃত। পুচ্ছ পাখনার প্রান্ত হালকা বর্ণের যার মধ্যে হালকা কাল দাগ দেখতে পাওয়া যায়।

পাখনা সূত্র (Fin formula)
D. 15-16; A. 14-15; C. 19 (Bhuiyan, 1964)
D. 14-15; P1. 12-13; P2. 8; A. 13-14+2 (Rahman, 1989 and 2005)
D ii 13-14; A ii 12-13 + ii; P 13; V i 7 (Talwar and Jhingran, 1991)
D. 15-16; P. 13; V. 8; A. 14-15; C. 19 (Shafi and Quddus, 2001)

কাচকি, Corica soborna, Ganges river sprat
কাচকি, Corica soborna, Ganges river sprat

সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length)
Bhuiyan (1964) অনুসারে সর্বোচ্চ মোট দৈর্ঘ্য ৩ সেমি এবং Rahman (1989 and 2005) অনুসারে ৩.৫ সেমি। অন্যদিকে Talwar and Jhingran (1991) অনুসারে আদর্শ দৈর্ঘ্য ৪ সেমি এবং Shafi and Quddus (2001) অনুসারে ৬ সেমি।

আবাস্থল (Habitat)
সাধারণত নদী এবং মোহনাঞ্চলে পাওয়া যায় (Talwar and Jhingran, 1991)। বাংলাদেশের প্রায় সব নদীতেই এদের আধিক্য লক্ষ করার যায় (Rahman, 1989 and 2005)। নদী ছাড়াও পুকুর, জলা এবং ছোট ঝর্ণাতে এদের দেখা মেলে (Bhuiyan, 1964)। বাংলাদেশের নাটোরের চলন বিল (Galib et al., 2009) ও হালতি বিলে (Imteazzaman and Galib, 2013) এদের উপস্থিতি রয়েছে।

মৎস্য তথ্য (Fishery info)
ভারতের মৎস্য খাতে এর গুরুত্ব খুব কম (Talwar and Jhingran, 1991)। সতেজ ও শুঁটকি মাছ হিসেবে এটি বাংলাদেশে খুব জনপ্রিয় খাবারের মাছ। Bhuiyan (1964) অনুসারে মৎস্য খাতে এর কোন গুরুত্ব নেই তবে মাছটির কিছু ঔষধিগুণ আছে এবং অনেকে একে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করে থাকে।

 

তথ্য সূত্র (References)

  • Bhuiyan AL (1964) Fishes of Dacca, Asiat. Soc. Pakistan, Pub. 1, No. 13, Dacca, pp. 11-13.
  • Bleeker P (1852) Bijdrage tot de kennis der ichthyologische fauna van Singapore. Natuurkundig Tijdschrift voor Nederlandsch Indië 3:51-86.
  • Chaudhry, S. 2010. Corica soborna. In: IUCN 2013. IUCN Red List of Threatened Species. Version 2013.2. Downloaded on 01 June 2014.
  • Fishbase. 2014. Species summary: Corica soborna Hamilton, 1822 Ganges river sprat. Downloaded on 01 June 2014.
  • Galib SM, Samad MA, Mohsin ABM, Flowra FA and Alam MT (2009) Present Status of Fishes in the Chalan Beel- the Largest Beel (Wetland) of Bangladesh. International Journal of Animal and Fisheries Science 2(3): 214-218.
  • Imteazzaman AM and Galib SM (2013) Fish Fauna of Halti Beel, Bangladesh. International Journal of Current Research 5(1): 187-190. download this paper
  • IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • Kamal MY and Ahsan SN (1979) Corica biharensis, sp. nov. (Pisces: Clupeidae) from the River Ganga in Bihar (India). Journal of the Inland Fishery Society of India 10(1978): 28-31.
  • Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 252-253.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, p. 276.
  • Shafi M and Quddus MMA (2001) Bangladesher Matsho Shampad (Fisheries of Bangladesh) (in Bengali), Kabir publication. Dhaka, Bangladesh. p. 46.
  • Swainson W (1839) The natural history and classification of fishes, amphibians, & reptiles, or monocardian animals. Spottiswoode & Co., London. Nat. Hist. & Class. i-vi + 1-448.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 1, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, pp. 113-114.

Visited 2,817 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের মাছ: কাচকি, Corica soborna, Ganges river sprat

Visitors' Opinion

কামরুল হাসান লিংকন

Research Student, Bangladesh Agricultural University, Mymensingh-2202, Bangladesh. E-mail- Kamrulhasanak@gmail.com. More...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.