বাংলাদেশ ফিশারীজ ইনফরমেশন শেয়ার হোম, সংক্ষেপে বিডিফিশ (Bangladesh Fisheries Information Share Home, in brief BdFISH) ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ। বিডিফিশ প্রথম বিডিফিশ টিম কর্তৃক যাত্রা শুরু করে পরবর্তীতে বছরভিত্তিক বিডিফিশ টিম কর্তৃক পরিচালিত হয়ে আসছে। ফিশারীজ বিষয়ক তথ্যকে সহজ প্রাপ্য করার লক্ষে ও উদ্দেশ্যে বাংলা (বিডিফিশ বাংলা) ও ইংরেজি (BdFISH) ভাষায় দুটি সাইট পরিচালনার পাশাপাশি বিডিফিশ ডকুমেন্ট, বিডিফিশ ইভেন্ট, বিডিফিশ কুইজ , বিডিফিশ গ্যালারী, বিডিফিশ ডিকশনারি, বিডিফিশ রেফারেন্সবিডিফিশ ইয়েলো পেজ পরিচালনা করে আসছে। এর সকল কার্যক্রম অবাণিজ্যিক এবং স্বেচ্ছাসেবামূলক। অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে বিডিফিশ নিজে তাদের সাইটে কোন বাণিজ্যিক বিজ্ঞাপন প্রকাশ করে না।

বাংলাদেশের রয়েছে অসংখ্য মাছ ও অন্যান্য মৎস্য প্রজাতি, বিশাল এলাকার উন্মুক্ত ও বদ্ধ জলাশয় এবং জনশক্তি ও মাছ সংগ্রহের বিবিধ যন্ত্রপাতির মতো অন্যান্য মৎস্য সম্পদ। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনযাপন ও চাষের জন্য এ দেশের পরিবেশের অবস্থা ও ভৌগোলিক অবস্থান অনুকূল ও উপযুক্ত। এ অবস্থায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য চাষের উন্নয়নে মৎস্য বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা মনে করি মৎস্য তথ্য শেয়ার করা মৎস্য বিজ্ঞান ও এ সেক্টরের উন্নয়নে একটি কার্যকরী কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফিশারীজ বিষয়ক তথ্য একে অন্যের সাথে শেয়ার করতে আগ্রহীরা বিডিফিশ-এ যোগ দিয়ে এই কার্যক্রমকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

বিডিফিশ কি? লক্ষ ও উদ্দেশ্য কি? বিডিফিশ টিম কি? বিডিফিশে অংশগ্রহণের মাত্রা কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? কারা বিডিফিশে অংশ নিতে পারেন? কিভাবে বিডিফিশে অংশ গ্রহণ করবো? বিডিফিশে কিভাবে তথ্য শেয়ার করবো? বিডিফিশে কোন ধরনের তথ্য শেয়ার করবো? বিডিফিশ এর অর্থ সংস্থান হয় কিভাবে? ইত্যাদি প্রশ্নের উত্তর জানতে ঘুরে আসুন এপাতা থেকে

বিডিফিশের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য বিডিফিশ টিমের সকল সদস্য, লেখকবৃন্দ, কন্ট্রিবিউটর, মন্তব্যকারী, পাঠকদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যাদের মূল্যবান সময়, শ্রম আর আর্থিক সহযোগিতায় এ প্রচেষ্টাকে এতদূর নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একে এগিয়ে নেয়ার জন্য আমরা বেশকিছু কার্যক্রম গ্রহণ করেছি, ভবিষ্যতে আরো কার্যক্রম গ্রহণ করার ইচ্ছে রয়েছে।

আমাদের সাইট সম্পর্কে আপনার কোন অভিযোগ থাকলে আমাদেরকে জানান।   আরো তথ্য জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করুন। যে কোন প্রয়োজনে ইমেল করুন বা সরাসরি যোগাযোগ করুন আমাদের সম্পাদকের সাথে।

If you are not able to read this page due to unappropriated display, please get help.

 

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.