বাংলাদেশের চাষকৃত বিদেশী মাছের মধ্যে সবচেয়ে পরিচিত মাছ হচ্ছে সিলভার কার্প যার বৈজ্ঞানিক নাম Hypophthalmichthys molitrix, ইংরেজী নাম Silver carp এবং স্থানীয়ভাবে পুকুরের ইলিশও বলা হয়ে থাকে। অনেকটা ইলিশ মাছের মতো দেখতে এই মাছ পার্শ্বীয়ভাবে ছাপা। মুখ স্পর্শী বিহীন এবং রুপালি বর্ণের শরীর ছোট ছোট আঁইশ দিয়ে ঢাকা। পাখনার বর্ণ কালো।
বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে বিস্তৃত এই মাছের আদিবাস চীন ও পূর্ব সাইবেরিয়া। এই মাছ ১৯৬৯ সালে প্রথম হংকং থেকে চাষের উদ্দেশ্যে আমাদের দেশে আনা হয় এবং পরবর্তিতে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করা সম্ভব হয়।
স্বাদুপানির জলাশয়ের উপরিতলে থাকতে পছন্দ করে আর এদের প্রধান খাবার ছোট অবস্থায় শৈবাল এবং বয়স্ক অবস্থায় জলজ উদ্ভিদকণা (ফাইটোপ্লাঙ্কটন), পচা গলা উদ্ভিদ বা উদ্ভিদাংশ ইত্যাদি খেয়ে থাকে। সাধারণত দুই বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং প্লাবিত নদীতে স্রোত রয়েছে এমন স্থানে প্রজনন করে থাকে।
তথ্যসূত্রঃ
শফি, মো. এবং কুদ্দুস, মি. মু. আ.; ১৯৮২। বাংলাদেশের মাৎস্য সম্পদ। ১ম সংস্করণ। বাংলা একাডেমী, ঢাকা, বাংলাদেশ। মো. পৃ. xii+৪৪৪।
Rahman, A K M; 2005. Freshwater Fishes of Bangladesh, 2nd Edition. Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka, Bangladesh, XVIII+394 pp.
Talwar, P.K. and A.G. Jhingran; 1991. Inland Fishes of India and Adjacent Countries. Oxford and IBH Publishing Co. Pvt. Ltd., New Delhi, India. LIV + 1158 pp.
Visited 5,234 times, 1 visits today | Have any fisheries relevant question?