
এক নজরে “ফলিত মাৎস্যবিজ্ঞান”
| শিরোনাম | ফলিত মাৎস্যবিজ্ঞান |
| উপশিরোনাম | মাছ ও মাৎস্যজ প্রাণীর বিভিন্ন ফলিত বিষয় |
| লেখক | মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর, মাৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিভাগ, বাকৃবি, ময়মনসিংহ। |
| প্রকাশক | গোলাম মঈনউদ্দীন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা-১০০০। |
| প্রথম প্রকাশ | আষাঢ়, ১৪০৫ (জুন, ১৯৯৯৯) |
| প্রচ্ছদ | শচীন্দ্রলাল বড়ুয়া |
| মোট পৃষ্ঠা | ২৪৮ |
| মূল্য | বাংলাদেশী টাকা ১৫৫.০০ (একশত পঞ্চান্ন) |
| ISBN | 984-07-3960-3 |
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী অন্তর্ভূক্ত রয়েছে যা ফিশারীজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের এ বিষয়ে জানার কাংঙ্খিত চাহিদা পুরন করবে তা প্রত্যাশা যায়।
| অধ্যায় | শিরোনাম |
| প্রথম | সমুদ্রতত্ত্ব |
| দ্বিতীয় | মহীসোপান |
| তৃতীয় | সমুদ্র তলানী |
| চতুর্থ | সমুদ্রের তলদেশের বৈশিষ্ট্য |
| পঞ্চম | সমুদ্র স্রোত ও জোয়ার-ভাটা |
| ষষ্ঠ | লিমনোলজি |
| সপ্তম | ভাসমানতার বিষয় |
| অষ্টম | পানির প্রবাহের সাথে জীবের সম্পর্ক |
| নবম | পানিতে দ্রবীভূত গ্যাস ও কঠিন পদার্থ |
| দশম | প্ল্যাংকটন ও তলবাসী জীব |
| একাদশ | মৎস্য পপুলেশন গতিবিদ্যা |
| দ্বাদশ | চিহ্নিত ও টেগিংকরণ |
| ত্রয়োদশ | মাছের বয়স ও বৃদ্ধি |
| চতুর্দশ | মাছের অভিগ্রায়ন |
| পঞ্চদশ | প্রাচুর্যের পরিমাপ |
| ষোড়শ | মজুদ এবং প্রবেশন |
| সপ্তদশ | আহরণ |
| অষ্টাদশ | উৎপাদন |
| ঊনবিংশ | মৎস্য আহরণ |
| বিংশ | মৎস্য আহরণের সরঞ্জাম ও এদের ব্যবহার |
| একবিংশ | ট্রল জাল |
| দ্বাবিংশ | মালা বড়শি, বিদ্যুৎ ও রাসায়নিক দ্রব্যের সাহায্যে মাছ ধরা |
| ত্রয়োবিংশ | জাল সংরক্ষণ |
| চতুর্বিংশ | বাংলাদেশের মাছ ধরার প্রধান যান |
| পঞ্চবিংশ | উপকূলীয় অঞ্চলে ব্যবহৃত মাছ ধরার যন্ত্র |
| ষষ্টবিংশ | ঠাটকা মাছের বাণিজ্যিক পরিচর্যা |
| সপ্তবিংশ | মৎস্য প্রক্রিয়াজাতকরণ |
| অষ্টবিংশ | শুষ্কীকরণ ওবং দিরুদীকরণ |
| ঊনত্রিংশ | লবণজাতকরণ |
| ত্রিংশ | শীতলীকরণ |
| একত্রিংশ | হিমায়িতকরণ |
| দ্বাত্রিংশ | গাঁজানো মৎস্য দ্রব্য |
| ত্রয়োত্রিংশ | ধূমায়িতকরণ |
| চর্তুত্রিংশ | কৌটাজাতকরণ |
| পঞ্চত্রিংশ | ফিশমিল |
| ষষ্টত্রিংশ | মৎস্য ও মৎস্যজাত দ্রব্যের মান নিয়ন্ত্রণ |
Visited 2,004 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতিঃ ফলিত মাৎস্যবিজ্ঞান
