
“মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর” শ্লোগানকে সামনে রেখে ২৭ জুলাই রোজ মঙ্গলবার ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। রা.বি. প্রক্টর প্রফেসর ড. চৌধুরী মো: জাকারিয়া, বিভাগীয় শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে র্যালীটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ ভবন হতে শুরু হয় এবং রা.বি. ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালী শেষে প্রক্টর মহোদয় বিভাগীয় পুকুরে পোনা অবমুক্ত করেন। এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে ফিশারীজ বিভাগের বর্তমান সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ও ভবিষ্যতে যুগপোযোগী গবেষণার মাধ্যমে দেশে আমিষের চাহিদা পূরণের আহবান জানান। বিভাগীয় সভাপতি ড. মোহা. আখতার হোসেন বিভাগের গবেষণা সাফল্য তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে ফিশারীজ সেক্টরের অবদান তুলে ধরেন এবং মৎস্য সপ্তাহ ২০১০ এর সফলতা কামনা করেন।



Visited 221 times, 1 visits today | Have any fisheries relevant question?