এক নজরে “মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব”
শিরোনাম | মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব |
লেখক | অপরেশ বন্দ্যোপাধ্যায় |
প্রকাশক | গোলাম মঈনউদ্দীন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা-১০০০ |
প্রথম প্রকাশ |
অগ্রহায়ণ, ১৩৯৮ (নভেম্বর, ১৯৯১) |
প্রচ্ছদ | শচীন্দ্রলাল বড়ুয়া |
মোট পৃষ্ঠা | ৩১৪ |
মূল্য | |
ISBN | 984-07-2520-3 |
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলি অন্তর্ভুক্ত রয়েছে যা ফিশারীজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পুরণ করবে তা প্রত্যাশা যায়।
অধ্যায় | শিরোনাম |
প্রথম | প্রসঙ্গঃ শ্রেণীবিন্যাস ও মাছ |
দ্বিতীয় | মাছের পরিচয় ও বিবর্তন |
তৃতীয় | শ্রেণীবিভাগ, শ্রেণীবদ্ধতা ও শ্রেণীবিন্যাস |
চতুর্থ | শ্রেণীবিভক্তির ইতিহাস |
পঞ্চম | শ্রেণীব্ধতা নিয়ামক |
ষষ্ঠ | শ্রেণীবিভাগের স্তর বিভাগ |
সপ্তম | প্রজাতি মতবাদ |
অষ্টম | যোজক |
নবম | শ্রেণীবিন্যাসতত্ব |
দশম | মাছের নামকরণ |
একাদশ | মাছের শ্রেণীবিন্যাস |
দ্বাদশ | মোলাস্কার শ্রেণীবিন্যাস |
ত্রয়োদশ | ক্রাস্টেসিয়ার শ্রেণীবিন্যাস |
চতুর্দশ | সংগ্রহ |
পঞ্চদশ | শনাক্তকরণ |
ষোড়শ | প্রতিরূপ পদ্ধতি |
উল্লেখিত অধ্যায়ে সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে আরও যেসব প্রয়োজনীয় বিষয়াবলী এই বই-এ যোগ করা হয়েছে সেগুলো হচ্ছে-
- পরিশিষ্ট ১- শব্দকোষ
- পরিশিষ্ট ২- অস্থিময় মাছ শনাক্তকরণ ছক
- পরিশিষ্ট ৩- তরুণাস্থিময় মাছ শনাক্তকরণ ছক
- পরিশিষ্ট ৪- চিংড়ি শনাক্তকরণ ছক
- পরিশিষ্ট ৫- বাংলাদেশের সহজপ্রাপ্য চিংড়ি প্রজাতি শনাক্তকরণ সংকেত
- পরিশিষ্ট ৬- অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাৎস্য সম্পদ
আরও রয়েছে- তথ্যপঞ্জী, ইংরেজী-বাংলা পরিভাষা, বাংলা ও ইংরেজী নির্ঘণ্ট যা শিক্ষার্থীদের উপকারে আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়।
Visited 630 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতিঃ মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব