মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব বইটির প্রচ্ছদ
“মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব” বইটির প্রচ্ছদ

এক নজরে “মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব”

শিরোনাম মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব
লেখক অপরেশ বন্দ্যোপাধ্যায়
প্রকাশক গোলাম মঈনউদ্দীন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা-১০০০
প্রথম প্রকাশ

অগ্রহায়ণ, ১৩৯৮ (নভেম্বর, ১৯৯১)

প্রচ্ছদ শচীন্দ্রলাল বড়ুয়া
মোট পৃষ্ঠা ৩১৪
মূল্য
ISBN 984-07-2520-3

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলি অন্তর্ভুক্ত রয়েছে যা ফিশারীজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পুরণ করবে তা প্রত্যাশা যায়।

অধ্যায় শিরোনাম
প্রথম প্রসঙ্গঃ শ্রেণীবিন্যাস ও মাছ
দ্বিতীয় মাছের পরিচয় ও বিবর্তন
তৃতীয় শ্রেণীবিভাগ, শ্রেণীবদ্ধতা ও শ্রেণীবিন্যাস
চতুর্থ শ্রেণীবিভক্তির ইতিহাস
পঞ্চম শ্রেণীব্ধতা নিয়ামক
ষষ্ঠ শ্রেণীবিভাগের স্তর বিভাগ
সপ্তম প্রজাতি মতবাদ
অষ্টম যোজক
নবম শ্রেণীবিন্যাসতত্ব
দশম মাছের নামকরণ
একাদশ মাছের শ্রেণীবিন্যাস
দ্বাদশ মোলাস্কার শ্রেণীবিন্যাস
ত্রয়োদশ ক্রাস্টেসিয়ার শ্রেণীবিন্যাস
চতুর্দশ সংগ্রহ
পঞ্চদশ শনাক্তকরণ
ষোড়শ প্রতিরূপ পদ্ধতি

উল্লেখিত অধ্যায়ে সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে আরও যেসব প্রয়োজনীয় বিষয়াবলী এই বই-এ যোগ করা হয়েছে সেগুলো হচ্ছে-

  • পরিশিষ্ট ১- শব্দকোষ
  • পরিশিষ্ট ২- অস্থিময় মাছ শনাক্তকরণ ছক
  • পরিশিষ্ট ৩- তরুণাস্থিময় মাছ শনাক্তকরণ ছক
  • পরিশিষ্ট ৪- চিংড়ি শনাক্তকরণ ছক
  • পরিশিষ্ট ৫- বাংলাদেশের সহজপ্রাপ্য চিংড়ি প্রজাতি শনাক্তকরণ সংকেত
  • পরিশিষ্ট ৬- অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাৎস্য সম্পদ

আরও রয়েছে- তথ্যপঞ্জী, ইংরেজী-বাংলা পরিভাষা, বাংলা ও ইংরেজী নির্ঘণ্ট যা শিক্ষার্থীদের উপকারে আসবে তা নিশ্চিতভাবেই বলা যায়।


Visited 630 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতিঃ মাৎস্য শ্রেণীবিন্যাসতত্ব

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.