উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী
যেসব প্রাণীরা দেহের তাপমাত্রা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত না হয়ে একটি সুনির্দিষ্ট মাত্রায় অবস্থান করে তাদেরকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে। যেমন- মানুষ, বাঘ, পাখি ইত্যাদি।
সাধারণত শীতল পরিবেশে এরা দেহাভ্যন্তরে গৃহীত খাদ্য থেকে বাড়তি তাপ উৎপাদন করতে পারে আবার এদের দেহস্থ সঞ্চিত ফ্যাট অথবা লোম বা পালকের মত অঙ্গ দেহস্থ তাপ হারাতে বাঁধা দেয়। অন্যদিকে উষ্ণ পরিবেশে তাদের দেহ উপরিস্থ জলীয় উপাদান (moisture ) বাষ্পীভবনের (evaporation ) মাধ্যমে শরীরকে শীতল রাখতে সহায়তা করে।
উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এর প্রতিশব্দ Warm-blooded animal, Hot-blooded animal, homeothermic animal
শীতল রক্ত বিশিষ্ট প্রাণী
যেসব প্রাণীরা দেহের তাপমাত্রা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না ফলে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বাড়ে আবার পরিবেশের তাপমাত্রা কমলে এদের দেহের তাপমাত্রা কমে তাদেরকে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী বলে। যেমন- মাছ, ব্যাঙ, সরীসৃপ ইত্যাদি।
শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এর প্রতিশব্দ Cold-blooded animal, Poikilothermic animal
Visited 9,109 times, 1 visits today | Have any fisheries relevant question?