নাইজেরিয়ার কেব্বি প্রদেশের আরগুঙ্গু শহরের মাতান ফাদা নদীতে প্রতিবছর আরগুঙ্গু আন্তর্জাতিক মাছ ধরা উৎসব (The Argungu International Fishing Festival or AIFF) অনুষ্ঠিত হয়।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারী বা মার্চ মাসের যে কোন বুধবারে শুরু হওয়া চারদিন ব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতি অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ শনিবার এই মাছ ধরা উৎসব চলে।

উৎসব উপলক্ষে চলে সবচেয়ে বড় মাছটি ধরার প্রতিযোগিতা। হাজার হাজার এংলার আদিবাসী নদীতে প্রায় খালি হতেই নামে মাছ ধরার জন্য। তাদের সাথে থাকে শুধু একটি ছোট আকারের জাল ও মাছ রাখার পাত্র।

প্রায় নগ্ন শরীরে মাছ ধরতে নামা হাজার হাজার কর্দমাক্ত মানুষের উপস্থিতির ফলে নদীটিতে তিল ধারণের জায়গাও থাকে না। এর সাথে যোগ দেয় আরও হাজার হাজার দর্শক যারা মাছ ধরায় অংশ না নিলেও তাদের আনন্দের কোন ঘাটতি থাকে না।

পুনশ্চঃ একসময় আমাদের দেশেও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে না হলেও মাছ ধরার উৎসব স্থানীয় পর্যায়ে দেখা যেত। বিশেষত হাওড় বা বিল এলাকায় তো দেখা যেতই। আমি নিজে চলনবিল এলাকায় দেখেছি প্রায় ২০-২২ বছর আগে। এখন আর দেখা যায় না বললেই চলে। মাছ-ভাতে বাঙ্গালীর এই দেশে মৎস্য বৈচিত্র হারিয়ে যাওয়ার পাশাপাশি দল বেঁধে মাছ ধরার ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

তথ্যসূত্রঃ


Visited 164 times, 1 visits today | Have any fisheries relevant question?
আরগুঙ্গু আন্তর্জাতিক মাছ ধরা উৎসব

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.