সম্প্রতি বুড়িগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টের পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ পাওয়া গেছে তা এক কথায় ভয়াবহ। সেখানকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হচ্ছে-
মিলব্যারাকে ০.৩৮ মিলিগ্রাম/লিটার, সদরঘাটে ১.৫৬ মিলিগ্রাম/লিটার, সোয়ারিঘাটে ১.২৬ মিলিগ্রাম/লিটার, চাঁদনীঘাটে ১.৮০ মিলিগ্রাম/লিটার ও বরিশুর এলাকায় ১.৯৬ মিলিগ্রাম/লিটার।

অথচ মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনধারণের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা ৪.০০ মিলিগ্রাম/লিটার। আর পানের পানির দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা ৬.০০ মিলিগ্রাম/লিটার। অন্যদিকে রুই জাতীয় মাছের জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেনের গ্রহণযোগ্য মাত্রা ৫-৭ মিলিগ্রাম/লিটার।

ফলশ্রুতিতে বুড়িগঙ্গা নদী মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবনধারনের জন্য কঠিন হয়ে পড়ায় এই নদী মাছ তথা জলজ প্রাণী শুন্য হতে শূরু করেছে। তাই প্রশ্ন জাগে আর কবে আমাদের টনক নড়বে?

তথ্যসূত্রঃ
বুড়িগঙ্গা ও তুরাগে দূষণ পরিদর্শনঃ দ্রবীভূত অক্সিজেন লাগে ৪ মিগ্রা মিল ব্যারাকে তা দশমিক ৩৮, সারা দেশে, পাতা ৩, প্রথম আলো, ৮ মে ২০১০।


Visited 149 times, 1 visits today | Have any fisheries relevant question?
ভয়াবহ নদী দূষণঃ আর কবে আমাদের টনক নড়বে?

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.