বাংলাদেশের মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণী বইটির প্রচ্ছদ
বাংলাদেশের মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণী বইটির প্রচ্ছদ

বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত ড. শাহাদত আলী (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রাক্তন প্রো-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং তপন চক্রবর্তী (প্রাক্তন অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, সিটি কলেজ চট্টগ্রাম এবং প্রাক্তন উপপরিচালক, বাংলা একাডেমী) এর বাংলাদেশের মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণী বইটি একদিকে যেমন প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞানের বিশেষত লিমনোলজির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত ফিশারীজ জীববিজ্ঞান, মৎস্যচাষ ও মৎস্য ব্যবস্থাপনার শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের জন্য অত্যন্ত উপকারীও বটে । বইটিতে বাংলাদেশে প্রাপ্ত জলজ অমেরুদণ্ডী সম্পর্কে প্রয়োজনীয় ছবিসহ বিস্তারিত বর্ণনার পাশাপাশি আলোচনা করা হয়েছে।

যেখানে সমগ্র বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষায় লেখা বই অপ্রতুল সেখানে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় লিমনোলজির তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পূর্ণাঙ্গ একটা বই শুধু সময়ের চাহিদাই মেটায় নি বরং জীবজ লিমনোলজির গুরুত্বপূর্ণ তথ্য একত্রে উপস্থাপন বইটিকে করেছে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত যা জীববিজ্ঞানসহ মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থী তো বটেই গবেষক, শিক্ষক, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপকারে লাগবে তা নিশ্চিতভাবে বলা যায়।

বইটির ভাষা প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী এবং এর শেষে সংযুক্ত তথ্যনির্দেশ বইটিকে করছে আরও পাঠক বান্ধব।

বইটির প্রথম প্রকাশ জ্যৈষ্ঠ ১৩৯৯ (মে ১৯৯২) ও প্রথম পুনর্মুদ্রণ জ্যৈষ্ঠ ১৪০৭ (জুন ২০০০)। বইটির প্রচ্ছদ করেছেন আবদুল রোউফ সরকার এবং প্রকাশক ফজলুল রহিম, উপপরিচালক, বাংলা একাডেমী, ঢাকা। ২৫২ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-4051-2 এবং মূল্য বাংলাদেশী টাকা ১৩০ মাত্র।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে-

  • মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণীর বিভাগ
  • অমেরুদণ্ডী জীবের জীবনধারণ প্রক্রিয়ায় সহায়ক পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ
    • মিঠাপানির পরিবেশের প্রকারভেদ
    • মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণীর বিভাগ
  • প্রাণীর শনাক্তকরণ-যোগ্য বৈশিষ্ট্য ও শ্রেণিবিন্যাস
    • বৈশিষ্ট্যসহ শ্রেণীবিভাজনের ছক
  • পর্ব: প্রোটোজোয়া
  • পর্ব: পরিফেরা
  • পর্ব: সিলেন্টারেটা
  • পর্ব: রটিফেরা
  • পর্ব: গ্যাস্ট্রোট্রিকা
  • পর্ব: পলিজোয়া
  • পর্ব: নেমাটোডা
  • পর্ব: অ্যানিলিডা
  • পর্ব: মোলাস্কা
  • পর্ব: আর্থোপোডা
  • প্রাণী সংগ্রহ, বাছাইকরণ, স্থায়ী সংরক্ষণ, পর্যবেক্ষণ ও কালচার প্রস্তুতকরণ
    • প্রাণী সংগ্রহ: প্লাংকটন, পেরিফাইটন, বেনথোস
    • প্রাণী বাছাইকরণ: প্লাংকটন, পেরিফাইটন, বেনথোস
    • স্থায়ী সংরক্ষণ
    • পর্যবেক্ষণ
    • কালচার প্রস্তুতকরণ
  • তথ্যনির্দেশ

Visited 480 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: বাংলাদেশের মিঠাপানির অমেরুদণ্ডী প্রাণী

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.