প্রাণী শ্রেণিবিন্যাসতত্ত্ব বইটির প্রচ্ছদ
প্রাণী শ্রেণিবিন্যাসতত্ত্ব বইটির প্রচ্ছদ

প্রাণী শ্রেণিবিন্যাসতত্ত্ব এর মত অত্যন্ত জটিল একটি বিষয়ে যথাযথ জ্ঞানার্জন ও চর্চার জন্য বাংলাভাষায় রচিত এবং বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত কেম এম আওরঙ্গজেব (সহযোগী অধ্যাপক, সরকারী বি.এল. কলেজ, খুলনা) এর প্রাণী শ্রেণিবিন্যাস বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যার অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত ফিশারীজ জীববিজ্ঞান ও জেনেটিক্সের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের কাঙ্ক্ষিত জ্ঞান পিপাসা নিবারণে অগ্রণী ভূমিকা পালন করছে।

বইটিতে প্রাণী শ্রেণিবিন্যাসের গুরুত্বপূর্ণ বিষয়াবলী অত্যন্ত গুরুত্বের সাথে প্রয়োজনীয় ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।

বইটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, বাংলা ও ইংরেজি পরিভাষা বইটিকে করছে আরও পাঠক বান্ধব।

বইটির প্রথম প্রকাশ বৈশাখ ১৪০৫ (এপ্রিল ১৯৯৮)। বইটির প্রচ্ছদ করেছেন মোহাম্মদ মহসীন এবং গোলাম মঈনউদ্দিন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা।

৩২৭ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-3731-7 এবং মূল্য বাংলাদেশী টাকা ১৫০ মাত্র।

বইটিতে যেসব বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

  • শ্রেণিবিন্যাস পরিচিতি ও ইতিহাস
    • সংক্ষিপ্ত ইতিহাস
    • শ্রেণিবিন্যাস, শ্রেণিবদ্ধতা ও শ্রেণিবিভাগ
    • বিভিন্ন যুগে শ্রেণিবিন্যাস সংক্রান্ত চিন্তা-ভাবনা
    • শ্রেণিবিন্যাসের পর্যায়
    • শ্রেণিবিন্যাসের কার্যধারা
    • শ্রেণিবিভাগ স্তর
    • শ্রেণিবিন্যাস নিয়ামক
    • শ্রেণিবিন্যাসের প্রকারভেদ
    • শ্রেণিবিভাগ সংক্রান্ত মতবাদ
    • প্রজাতি সম্পর্কিত মতবাদ
      • প্রজাতি সম্পর্কিত বিভিন্ন মতবাদ
      • প্রজাতির প্রকারভেদ
      • উপপ্রজাতি
    • শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্য
      • শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যের রূপরেখা
      • বৈশিষ্ট্যের গুরুত্বারোপ নীতি
      • শ্রেণিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রকারভেদ
    • শ্রেণিবিন্যাসে আন্তঃপ্রজাতিক বিভিন্নতা বিশ্লেষণ
      • বিভিন্নতার প্রকারভেদ
    • শ্রেণিতাত্ত্বিক সংগ্রহ
      • নমুনা সংগ্রহের ক্ষেত্র
      • সংগ্রহের ধরন
      • শ্রেণিতাত্ত্বিক সংগ্রহ কার্যক্রম
      • নমুনা সংগ্রহ পদ্ধতি
      • সংগ্রহ ধার দেয়া নেয়া
      • প্রদর্শনশালার সংগ্রহের প্রকারভেদ
    • সনাক্তকরণ
      • সনাক্তকরণ পদ্ধতি
      • যোজকের ব্যবহার
      • যোজকের গঠন পদ্ধতি
      • যোজকের প্রকারভেদ
    • শ্রেণিতাত্ত্বিক নামকরণ
      • ইতিহাস
      • নামতত্ত্বের বিশেষত্ব
      • প্রাণী নামকরণের নিয়মাবলী
      • নামতত্ত্বে ব্যবহৃত পরিভাষা
    • শ্রেণিতাত্ত্বিক প্রকাশনা
      • প্রকাশনার প্রকারভেদ
      • শ্রেণিতাত্ত্বিক প্রকাশনার বৈশিষ্ট্য
      • প্রকাশনার জন্য পাণ্ডুলিপি প্রস্তুতকরণ
    • প্রাণিকূলের সবিস্তার শ্রেণিবিন্যাস
      • প্রোটোজোয়া
      • পরিফেরা
      • মেসোজোয়া
      • নিডোরিয়া
      • টেনোফোরা
      • প্লাটিহেলমিনথিস
      • রাইকোসিলা
      • রটিফেরা
      • গ্যাস্ট্রোট্রিকা
      • কাইনোরাইকা
      • নিমাটোডা
      • নেমাটোমর্ফা
      • একান্থোসেফালা
      • এন্ডোপ্রোক্টা
      • মোলাস্কা
      • এনিলিডা
      • আর্থোপোডা
      • এক্টোপ্রোক্টা
      • ব্রাকিওপোডা
      • পোগোনোফোরা
      • হেমিকর্ডাটা
      • একাইনোডার্মাটা
      • কর্ডাটা

    Visited 1,393 times, 1 visits today | Have any fisheries relevant question?
    বই পরিচিতি: প্রাণী শ্রেণিবিন্যাসতত্ত্ব

    Visitors' Opinion

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.