সাধারণ প্রাণিবিদ্যা বইটির প্রচ্ছদ
সাধারণ প্রাণিবিদ্যা বইটির প্রচ্ছদ

বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার আগ্রহ যখন বাংলাদেশী বাঙ্গালীরা হারিয়ে ফেলতে শুরু করেছেন ঠিক সেরকম একটি সময়ে বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির (প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এর সাধারণ প্রাণিবিদ্যা বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞানের অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত ফিশারীজ জীববিজ্ঞান ও জেনেটিক্সের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের কাঙ্ক্ষিত জ্ঞান পিপাসা নিবারণে অগ্রণী ভূমিকা পালন করছে। বইটিতে প্রাণিবিদ্যার গুরুত্বপূর্ণ বিষয়াবলী অত্যন্ত গুরুত্বের সাথে ছবিসহ উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়। বইটির শেষে সংযুক্ত বাংলা ও ইংরেজি পরিভাষা এবং নির্ঘণ্ট বইটিকে করছে আরও পাঠক বান্ধব।

বইটির প্রথম প্রকাশ ফাল্গুন ১৩৮৮ (মার্চ ১৯৮২), দ্বিতীয় প্রকাশ মাঘ ১৩৯৩ (জানুয়ারি ১৯৮৭) এবং তৃতীয় প্রকাশ চৈত্র ১৩৯৮ (সেপ্টেম্বর ১৯৯২)। বইটির প্রথম ও দ্বিতীয় পুনর্মুদ্রণ যথাক্রমে মাঘ ১৪০৬ (জানুয়ারি ২০০০) এবং অগ্রহায়ণ ১৪০৭ (নভেম্বর ২০০০)। বইটির প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক এবং প্রকাশক ফজলুল রহিম, উপপরিচালক, বাংলা একাডেমী, ঢাকা। ৪৪৭ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-4075-x এবং মূল্য বাংলাদেশী টাকা ২০০ মাত্র।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে-

  • শ্রেণীবিন্যাস ও নামতত্ত্ব
  • কোষবিদ্যা
  • কোষ ও ইহার গঠন
  • ক্রোমোসোম
  • কোষ বিভাজন
  • নিউক্লিক অ্যাসিড
  • গ্যামিটোজেনিসিস
  • শুক্রাণু ও ডিম্বাণুর অঙ্গসংস্থান
  • নিষেক
  • জীনতত্ত্ব
  • মেন্ডেলিজম
  • জীনের পারস্পারিক ক্রিয়া
  • লিঙ্গ নির্ধারণ
  • টেস্ট ক্রস ও ব্যাক ক্রস
  • লিংকেজ ও ক্রসিং ওভার
  • পরিব্যক্তি
  • অভিব্যক্তি
  • অভিব্যক্তির প্রমাণ
  • প্রত্নজীববিদ্যা
  • হাতি ও ঘোড়ার বিবর্তন
  • ভ্রূণবিদ্যা
  • Nereis এর পরিস্ফুরণ
  • Balanoglossus এর পরিস্ফুরণ
  • Asidia এর প্রতীপ রূপান্তর
  • Branchiestoma এর পরিস্ফুরণ
  • মুরগীর ভ্রূণের পরিস্ফুরণ
  • অমরাবিন্যাস
  • জার্মস্তরের পরিণতি
  • পরিপাকতন্ত্র
  • শ্বসনতন্ত্র
  • রক্তসংবহন তন্ত্র
  • রেচনতন্ত্র
  • শর্করা বা কার্বোহাইড্রেটের বিপাক
  • বাস্তব্যবিদ্যা
  • বাস্তুতন্ত্র
  • বায়োম
  • পরিবেশ দূষণ
  • বন্যজন্তু ও তার সংরক্ষণ
  • বাংলাদেশের বন্যপ্রাণী সম্পদ
  • ধানের অনিষ্টকারী প্রাণী
  • পাটের অনিষ্টকারী কীটপতঙ্গ
  • গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ
  • অনিষ্টকারী কীটপতঙ্গ
  • বাংলাদেশের মাৎস্যসম্পদ
  • চিংড়ি চাষ
  • কার্প বা রুইজাতীয় মাছের চাষ
  • মাৎস্য সম্পদের অবনতির কারণ ও প্রতিকার

Visited 1,453 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: সাধারণ প্রাণিবিদ্যা

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.