বঙ্গোপসাগরের মাৎস্য সম্পদ বইটির প্রচ্ছদ
বঙ্গোপসাগরের মাৎস্য সম্পদ বইটির প্রচ্ছদ

ড. মিয়াঁ মুহাম্মদ আবদুল কুদ্দুস (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ও ড. মোহাম্মদ শফি (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) রচিত বঙ্গোপসাগরের মাৎস্য সম্পদ শিরোনামের বইটিতে বঙ্গোপসাগরে প্রাপ্ত মাছসহ অন্যান্য মাৎস্য প্রাণীর বিবরণ অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির ভূমিকা থেকে জানা যায়- বাংলাদেশের মিঠা পানির মাৎস্য সম্পদ নামক গ্রন্থের পরিপূরক হিসেবে এই গ্রন্থ রচিত হয়েছে যা মাৎস্যবিদ্যার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের চাহিদা অনেকাংশ পূরণ করতে সক্ষম হবে। বঙ্গোপসাগরে প্রাপ্ত মাৎস্য প্রজাতির চিত্রসহ বাংলা নাম, ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, স্থানীয় নাম, সনাক্তকারী বৈশিষ্ট্য, শ্রেণীবিভাজনীয় সূত্র, দেহকাঠামো, পাখনা, পার্শ্বরেখা-অঙ্গ ও বর্ণের বৈশিষ্ট্য, ভৌগোলিক বিস্তার প্রকৃতি ও আবাস, খাদ্য ও খাদ্যাভ্যাস, প্রধান সংগ্রহ উপকরণ, বাজারজাতকরণ, সর্বাধিক দৈর্ঘ্য ইত্যাদি বিষয়াবলী অতি সহজ ভাষায় আলোকপাত করা হয়েছে যা গবেষক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিকল্পনাবিদ, শিক্ষার্থী ও এবিষয়ে আগ্রহীরা উপকৃত হবেন তা নিশ্চিত করেই বলা যায়।

বইটির শেষে সংযুক্ত গ্রন্থ ও প্রবন্ধ নির্দেশ, চিত্র-নম্বর, বাংলা ও বৈজ্ঞানিক নাম ও পৃষ্ঠা-নম্বরসহ সূচিপত্র এবং পরিভাষা বইটিকে করছে আরও সমৃদ্ধ।

বঙ্গোপসাগরের মাৎস্য সম্পদ বইটির প্রথম প্রকাশ বৈশাখ ১৩৯০ (এপ্রিল ১৯৮৩) এবং প্রকাশক পরিচালক, সাবেক প্রকাশন-বিক্রয় বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। প্রথম পুনর্মুদ্রণ শ্রাবণ ১৪০২ (জুলাই ১৯৯৫) এবং মোঃ মাহফুজুর রহমান, উপপরিচালক, বিপণন ও বিক্রয়োন্নয়ন উপবিভাগ (পুনর্মুদ্রণ প্রকল্প), বাংলা একাডেমী, ঢাকা। বইটির প্রচ্ছদ করেছেন গোপেশ মালাকার। ৪২৬ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৪৫ মাত্র। বইটি উৎসর্গ করা হয়েছে মাৎস্যানুরাগী ছাত্রছাত্রীদের জন্য আর এর ISBN নম্বর: 984-07-3243-9

বইটিতে যেসব মাছ ও অন্যান্য মাৎস্য সম্পদের বিবরণ স্থান পেয়েছে তার একটি তালিকা নিচে দেয়া হল-
 
শিরোপদী প্রাণী:

Class (শ্রেণী) প্রাণীর নাম
Cephalopoda

(শিরোপদী প্রাণী)

নল নুইল্ল্যা, রোল নুইল্ল্যা, গুটি নুইল্ল্যা, আইশ্যা নুইল্ল্যা, পাবকী নুইল্ল্যা, ভস নুইল্ল্যা, নোনা নুইল্ল্যা, নোনা চেয়াই, নুনতা চেয়াই

 
তরুণাস্থি মাছ:

বর্গ তরুণাস্থি মাছ
Squaliformes (Shark/হাঙ্গর) হাতুড়ি হাঙ্গর, বাঘা হাঙ্গর, চিতা হাঙ্গর, কানি হাঙ্গর, নাক চোখা হাঙ্গর, থুট্রি হাঙ্গর, নীল হাঙ্গর, ফৌরি হাঙ্গর
Rajiformes (Skates and Rays) করাতি হাঙ্গর, সবুজ করাতি হাঙ্গর, দাগী পিতাম্বরী, পিতাম্বরী, ডোরা লেজা হাউস, হাউস পাতা, শাপলা পাতা, কামোট, গরুলেজা হাউস, শঙ্কচিল
Torpediniformes (Electric rays) কালা বিদ্যুৎ মাছ, বাদামী বিদ্যুৎ মাছ, সাদা বিদ্যুৎ মাছ

 
অস্থিময় মাছ:

বর্গ অস্থিময় মাছ
Anguilliformes বামোশ, কামিলা
Clupeiformes নাইল্যা, টাকিয়া, গুর্তা ইলিশ, পদ্ম ইলিশ, চন্দনা ইলিশ, চাকুন্দা ইলিশ, চৌক্কা, রাম চৌক্কা, পেতি চৌককা, পেতি চৌক্কা,  কুণা ফ্যাঁসা, ফুলক্রা ফ্যাঁসা, পাতি ফ্যাঁসা, রাম ফ্যাঁসা, হলদে ফ্যাঁসা, অলকা আলুয়া, করাতি আলুয়া, করাতী চেলা, কাটারী চেলা
Siluriformes কাঁটা নাসুবুখা, কাঁটা সোনা, কাঁটা গোঙরা, কাঁটা ভেনি, কাঁটা পিনি, কাঁটা বুচানীল, কাঁটা নীল, কাঁটা গ্যাগরা, কাঁটা মোছি, কাঁটা মৌরি, কাঁটা নেলা, কাঁটা মালা, কাঁটা গোগাটা, কাঁটা আপিসেফা, কাঁটা মিনো, সাগর মাগুর, সাগর কাউন, পাঙ্গাশ
Scopeliformes টিকটিকি মাছ, লটিয়া
Lophiiformes হাতল মাছ, ফোঁটা উড়াল, বোচা উড়াল, এক ঠুইট্যা
Sygnathiformes বংশী মাছ, সিন্ধু ঘটক
Perciformes কোড়াল, বোল, বরগুণি, জিরপাই, ডুইডিয়া, গোগলা, সুন্দ্রা, সকেদী, রাম গজারী, চৌকা সালার, সোনালী সাকার, বাংদা মৌরি, ডোরা মৌরি, মালাবার মৌরি, কাউয়া মৌরি, নিলম্বরী, পেখম মৌরি, কালোডোরা মৌরি, ফুঁটকী চাঁপা, মাখন চান্দা, মিনি মাছ, কমলা চান্দা, ডোরা চান্দা, থতনী চান্দা, দেঁতো চান্দা, রাঙ্গা কৈ, রুপবান, সোনাবন, সামুদ্রিক কৈ, জারকি, ডোম মাছ, ফুঁটকি দাতিনা, গুটি দাতিনা, লাল দাতিনা, লম্বু পোয়া, তিল পোয়া, সাদা পোয়া, গুটি পোয়া, কালা পোয়া, রুপালী পোয়া, মেটো পোয়া, সোনালী বাটা, হাতির কাণ, পান মাছ, বিশ তারা, ফোঁটন মাছ, ভুতুম মাছ, ফিতা মাছ, ছুরি মাছ, চাম্পা, মাইট্রা, চাপা, রূপ চান্দা, ফলি চান্দা, মাইশ্যা চান্দা, ঝুঁটি মাছ, ডোরা রঙ্গিলা, ফুঁটকি রঙ্গিলা, ভুতুরে মাছ, কাঁটামুর বাইল্ল্যা, গুটিমুর বাইল্ল্যা, কুমীর বাইল্ল্যা
Echineiformes শোষক মাছ
Mugilliformes খল্ল্যা, কেঁচি খল্ল্যা, পার্শি খল্ল্যা
Polynemiformes তইল্ল্যা, কালা তাইল্ল্যা, সোনা তাইল্ল্যা, লাখুয়া, তাপসী
Pleuronictiformes হ্যালিবাট, মালায়ন সেরবটি, ফানি সেরবটি, বাঁশ পাতা, বট পাতা সোলি, পান পাতা সোলি, জেব্রা সোলি, ডোরা সোলি, শিং সোলি, জিহ্বা সোল, বাদামী সোল, বিলিনী সোল, লম্বা জিহ্বা সোল, আঁশ সোল, মোহনা সোল
Tetraodontiformes বোঁচা শুকুরা, নাঁক শুকুরা, সাদা বেলী, স্পর্শী মাছ, তেশিরা, রূপালী পটকা, ডোরা পটকা, সাদা পোটকা, চিতা পোটকা, বাদামী পোটকা,  সজারু পটকা

 


Visited 1,597 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: বঙ্গোপসাগরের মাৎস্য সম্পদ

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.