গৌতম পাল (লেকচারার, পোস্টগ্রাজুয়েট ডিপার্টমেন্ট অব ফিজিওলজি, হুগলী মহসিন কলেজ) রচিত পরিবেশ ও দূষণ শিরোনামের বইটিতে পরিবেশ, বাস্তুসংস্থান ও বিভিন্ন ধরণের দূষণ সম্পর্কে প্রয়োজনীয় চিত্রসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে যা ফিশারীজের বিশেষত ফিশারীজ ম্যনেজমেন্টের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের জ্ঞান অর্জনে সহায়ক হবে তা বলা যায়। বইটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী ও প্রতিটি অধ্যায়ের শেষে সংযুক্ত প্রশ্নমালা সম্বলিত অনুশীলনী বইটিকে করছে আরও পাঠক ও শিক্ষার্থী বান্ধব।
গ্রন্থটির মুখবন্ধ ও শেষের কাভার-পেজ থেকে জানা যায়- জনসংখ্যা বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও ক্রমবিনাশ, জীববৈচিত্র্যের সরলীকরণ, জীবাশ্ম জ্বালানীর সীমায়ন, শক্তির সংকট, শীর্ষ মৃত্তিকার ক্ষয়, কীটনাশকের অপপ্রয়োগ, খাদ্য ও অন্যান্য ব্যবহারোপযোগী সামগ্রীতে বিষাক্ত রাসায়নিক পদার্থের সংক্রমণ, পানীয় জলের ক্রমসংকোচন, পরিবেশ দূষণ প্রভৃতি কারণে গণ সচেতনতা সৃষ্টির প্রয়াসে সম্প্রতি পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রসারে বইটি সহায়ক হবে বলে আশা প্রত্যাশা করা যায়। আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় সামাজিক আন্দোলনেও বইটি সহায়ক হবে।
পরিবেশ ও দূষণ বইটির প্রথম প্রকাশ জানুয়ারি ১৯৯৯, প্রকাশক দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, কলকাতা। বইটির প্রচ্ছদ করেছেন গৌতম নন্দী আর প্রথম সংস্করণের গ্রন্থস্বত্ব শ্রীমতী শোভাবতী পাল। ৪৪৬ পৃষ্ঠার বইটির মূল্য ভারতীয় রূপী ৪০০।
বইটিতে বিস্তৃতভাবে উপস্থাপনকৃত বিষয়াবলী গুলো হল-
- পরিবেশ প্রসঙ্গে
- ভূমিকা, পরিবেশ সমস্যা ও জনসংখ্যা
- মানবজাতির উদ্দেশ্যে বিজ্ঞানীদের সতর্কতা ও পৃথিবীব্যাপী পরিবেশ সচেতনতা
- মানুষের অসতর্ক উন্নতিমূলক ক্রিয়াকলাপের ফলে পরিবেশগত দুর্ঘটনা
- পরিবেশের সংজ্ঞা, জীবের পারস্পরিক নির্ভরশীলতা ও পরিবেশের উদাহরণ
- প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ ও সামাজিক পরিবেশ
- বাস্তুসংস্থান
- ইকোলজি ও বাস্তুসংস্থানের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক
- জীবমণ্ডল ও বাস্তুসংস্থানের প্রকারভেদ
- বাস্তুসংস্থান অধ্যয়নের সুযোগ-সুবিধা ও উপায়
- বাস্তুতন্ত্র
- বাস্তুতন্ত্র ও এর সর্বাঙ্গীণ গঠন
- বাস্তুতন্ত্রের সহ্য করার বিস্তার
- খাদ্যশৃঙ্খল ও খাদ্য জালিকা
- বাস্তুতন্ত্রে শক্তি ও পদার্থের প্রবাহ
- জীবভর ও বাস্তুসংস্থানগত পিরামিড
- উৎপাদন বাস্তুসংস্থান
- জীবকেন্দ্রীভবন এবং জীববিবর্ধন
- জীব-ভূ-রাসায়নিক চক্র
- বাস্তুতন্ত্রের নিয়ন্ত্রক শর্ত
- বাস্তুতন্ত্রের সুস্থিরতা
- পুনরানয়ন বাস্তুসংস্থান
- মানুষ ও পরিবেশ
- জীব পরিবেশে মানুষের নিয়মানুগ অবস্থান
- মানব জনসংখ্যা
- মানুষ ও জীববৈচিত্র্য
- বাস্তুতন্ত্রের উপর মানুষের প্রভাব
- পরিবেশের উপর মানব ক্রিয়াকলাপের প্রভাব
- পরিবেশের অজীব উপাদান
- বায়ু, বায়ুমণ্ডল, ওজোন স্তর,
- স্থলভাগ, মৃত্তিকা, খনিজ সম্পদ, টপসয়েল
- জল, উৎস্য, ব্যবহার, বণ্টন
- প্রচলিত এবং অপ্রচলিত শক্তির উৎস
- বিদ্যুৎ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস
- প্রবাহিত জলের শক্তি, পারমাণবিক বা নিউক্লিয়ার শক্তি
- সৌর শক্তি, ভূ-তাপীয় শক্তি, জোয়ার-ভাটা নির্ভরশীল শক্তি, সমুদ্রের তাপীয় শক্তি, বায়ু শক্তি, অ্যালকোহল ও উদ্ভিদ তেল, জীবভর, জৈবগ্যাস
- বিষাক্ত রাসায়নিক পদার্থ
- বিষাক্ত পদার্থ, জীব-সম্পর্কীয় প্রভাব, কার্যপদ্ধতি, বিষক্রিয়ার শর্তাবলী
- জীবকেন্দ্রীভবন এবং জীববিবর্ধন
- টক্সিক পদার্থের নিয়ন্ত্রণ
- খাদ্য-সংযোজিত বস্তু
- পেস্টিসাইড
- ডাইঅক্সিন, পিসিবি ও ফিউরান
- পলি-নিউক্লিয়ার অ্যরোমেটিক হাইড্রোকার্বন
- বায়ু দূষণ
- দূষক ও এর শ্রেণিবিভাগ
- দূষণ ও এর প্রভাব
- বায়ুদূষণ, উৎস ও নিয়ন্ত্রণ
- জল দূষণ
- জলের দূষক
- জল দূষণের প্রকারভেদ ও নিয়ন্ত্রণ
- ভূ-গর্ভ জলের দূষণ
- সামুদ্রিক দূষণ
- পানীয় জল
- মৃত্তিকা দূষণ
- দূষক
- দূষণের প্রকারভেদ, কারণ ও নিয়ন্ত্রণ
- বর্জ্য পদার্থের জীববিশ্লেষিতা
- তেজস্ক্রিয় দূষণ
- দূষণের উৎস ও কারণ
- পরিবেশ তথা মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব
- দূষণ নিয়ন্ত্রণ
- শব্দ দূষণ
- দূষণের উৎস্য, কারণ ও প্রভাব
- নিয়ন্ত্রণ ও প্রতিরোধ
- আর্সেনিক ও পরিবেশ দূষণ
- আর্সেনিকের আবিষ্কার, উৎপাদন, ব্যবহার
- মৃত্তিকাস্থ আর্সেনিকের বণ্টন এবং বাস্তুতন্ত্রের উপর আর্সেনিকের প্রভাব
- আর্সেনিক চক্র
- পরিবেশে আর্সেনিকের উৎস
- আর্সেনিক দ্বারা ভূগর্ভ জলের সংক্রমণ
- মানবস্বাস্থ্যের উপর পরিবেশগত আর্সেনিকের প্রভাব
Visited 8,210 times, 4 visits today | Have any fisheries relevant question?