মাৎস্য ব্যবস্থাপনা বইটির প্রচ্ছদ
মাৎস্য ব্যবস্থাপনা বইটির প্রচ্ছদ

প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ) রচিত “মাৎস্য ব্যবস্থাপনা” শিরোনামের বইটিতে বাংলাদেশের মাৎস্য ব্যবস্থাপনার বিশেষত উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনার প্রতিটি বিষয় সাবলীল ভাষায় অত্যন্ত সুন্দরভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আর চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক ও ফিশারীজ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের বাংলাদেশের স্বাদুপানির উন্মুক্ত জলাশয়ের মাৎস্য সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি ও জ্ঞানার্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়। বইটিতে মাছের জীবনেতিহাস, সংরক্ষণ, উৎপাদনশীলতা, জলাশয় ব্যবস্থাপনা, অভিপ্রায়, আচরণ, জলমহাল ইজারা, পোনা অবমুক্তকরণ, নতুন জলাশয় তৈরি, বিনোদনমূলক ফিসারিজ, বিপণন, সমবায় জরিপ, সমবায়ের মত ফিশারীজ সংশ্লিষ্ট বিষয়াবলী অত্যন্ত বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বইটির শেষে সংযুক্ত পরিশিষ্টে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন আইনসমূহের সংক্ষিপ্তসার, ফিশিং ভেসেলের লাইসেন্স ফর্ম ইত্যাদি এবং গ্রন্থপঞ্জী বইটিকে করছে সমৃদ্ধ আর পাঠক বান্ধব।

মাৎস্য ব্যবস্থাপনা বইটির প্রথম প্রকাশ বৈশাখ ১৪০৮ (মে ২০০১), প্রকাশক সুব্রত বিকাশ বড়ুয়া, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। আর বইটির প্রচ্ছদ করেছেন- আনওয়ার ফারুক। ২৬৯ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৭৫ মাত্র।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –

  • মাৎস্য ব্যবস্থাপনা
    • মাৎস্য ব্যবস্থাপনা এবং গবেষণা উপাত্তের গুরুত্ব
    • মাৎস্য ব্যবস্থাপনার জন্য গবেষণা পরিচালনা
    • ইকোলজিবিষয়ক গবেষণা
    • জীববিদ্যাবিষয়ক গবেষণা
    • প্রয়োগিকবিষয়ক গবেষণা
  • মাছের জীবনেতিহাস ও ব্যবস্থাপনা
    • মাছের জীবনেতিহাসের বিভিন্ন পর্যায়: প্রজননকারী মাছ, ডিম, শূক, ছোট পোনা, তরুণ ও বয়স্ক মাছ
    • মাছের জীবনেতিহাসের বিভিন্ন অবস্থায় মাছের আচরণ
  • মাছকে বিপদ থেকে রক্ষাকরণ
    • মাছের চলাচলের জন্য ফিশপাস
    • মাছের বাসস্থানের উন্নয়ন
  • মাৎস্য ব্যবস্থাপনার প্রয়োজনীয় তথ্য
    • পপুলেশনের পরিমাণ
    • মৎস্য পপুলেশনের উপর কার্যকর প্রভাবক
    • মাছের অতিআহরণ ও অবআহরণ
  • প্রাকৃতিক মৎস্য পপুলেশনের ব্যবস্থাপনা
    • মৎস্য পপুলেশন ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা
    • মৎস্য আহরণের প্রচেষ্টার উপর নিয়ন্ত্রণ আরোপ
  • ধারণক্ষমতা, উৎপাদনশীলতা এবং বৃদ্ধি
    • ধারণক্ষমতার কারণসমূহ
    • খাদ্যের পরিবর্তন হার ও উৎপাদন
    • উৎপাদনের পরিমাণ
    • মাছের দৈহিক বৃদ্ধি
    • প্রজনন প্রতিযোগিতা
    • মাছের প্রজনন সাফল্য
    • বাসস্থান ও প্রজননস্থলের জন্য প্রতিযোগিতা
    • রাক্ষুসেপনা
    • অবাঞ্ছিত মাছের নিয়ন্ত্রণ
  • উন্মুক্ত জলাশয়সমূহের ব্যবস্থাপনা
    • জৈবিক বিষয়াবলী
    • প্রশাসনিক বিষয়াবলী
    • উন্মুক্ত জলাশয়ের পরিবেশতত্ত্ব
    • নদী
    • প্লাবনভূমি, বিল, হাওর
    • মোহনাঞ্চল
    • কাপ্তাই হ্রদ
  • মাছের ঋতুভিত্তিক বাসস্থান পরিবর্তন
    • বাসস্থান পরিবর্তন ও এর সুবিধা-অসুবিধাসমূহ
    • মাছের বাসস্থান পরিবর্তনের নির্দিষ্ট উদাহরণ
    • মাছের উৎপাদন হ্রাস পাওয়ার কারণ
  • মাছের আচরণ
    • প্রজাতি ও বয়সভিত্তিক বিভিন্ন মাছের আচরণ
  • উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ
    • বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পোনা অবমুক্তির অভিজ্ঞতা
    • বাংলাদেশে পোনা অবমুক্তির ব্যর্থতার কারণ
  • জলমহাল ইজারা পদ্ধতি
    • ইজারা পদ্ধতি
    • ইজারা প্রতিক্রিয়া
    • প্রশাসনিক জটিলতা
    • নতুন মৎস্য ব্যবস্থাপনা নীতিমালা
    • জেলে সম্প্রদায় কর্তৃক জলমহালের ব্যবস্থাপনা
    • মৎস্য অভয়ারণ্য
    • পারিবারিক ব্যবহারের জন্য মাছ আহরণ
    • বেআইনি পদ্ধতিতে মাছ ধরা
    • জলমহালে মাছ ধরা নিয়ে সমস্যা ও সমাধান
  • মাছের জন্য নতুন জলাশয় তৈরিকরণ
    • স্থান নির্বাচন
    • মৌসুমি ও স্থায়ী জলাশয়
  • বিনোদনমূলক ফিসারিজ
    • জলাশয়ের প্রকৃতি
    • স্থান নির্বাচন
    • ব্যবস্থাপনা
  • মৎস্য বিপণন
    • মৎস্য বিপণনের চ্যানেল
    • মাছের বাজার
    • মৎস্য বিপণনের সমস্যা
  • মাৎস্য সমবায়
    • সমবায়ের মূলনীতি
    • মৎস্য সমবায় সমিতির কার্যাবলী
    • জাতীয় উন্নয়নে মৎস্য সমবায় সমিতির সম্ভাব্য ভূমিকা
    • সমবায় সমিতির সমস্যা ও সমাধান
  • পানি দূষণ
    • দূষণের প্রকারভেদ
    • পানি দূষণের উৎস
    • বাংলাদেশে পানি দূষণ
  • মৎস্য আইন
    • মৎস্য আইনের উদ্দেশ্য
    • আন্তর্জাতিক মৎস্য আইনের প্রধান ধারাসমূহ
    • বাংলাদেশের মৎস্য আইন
    • আন্তর্জাতিক সমুদ্র আইন বা সমুদ্র সনদ
    • উপকূলীয় রাষ্ট্রসমূহের আইনগত অধিকারের সীমারেখা
    • সমুদ্র আইনের সমস্যা
    • বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল
  • মৎস্য জরিপ
    • মৎস্য জরিপের পদক্ষেপসমূহ
    • মৎস্য জরিপের অন্তর্ভুক্ত বিষয়াবলী
    • উপদেশমালা প্রণয়ন
  • বাংলাদেশে মৎস্য ব্যবস্থাপনার সমস্যা

Visited 1,733 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: মাৎস্য ব্যবস্থাপনা

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.