ফ্যান্টম টেট্রা মাছটি ব্ল্যাক ফ্যান্টম টেট্রা নামেও পরিচিত। মাছটির বৈজ্ঞানীক নাম Hyphessobrycon megalopterus । ফ্যান্টম টেট্রা মাছটি থাইল্যাণ্ড ও সিঙ্গাপুর হতে একুরিয়াম মাছ আমদানীকারকদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে (Galib and Mohsin, 2010 and 2011)। এদের আদি নিবাস দক্ষিণ আমেরিকা (Wikipedia, 2010; Galib and Mohsin, 2011)।
শ্রেণীবিন্যাসগত অবস্থান
Phylum: Chordata
Class: Actinopterygii (Ray-finned fishes)
Order: Characiformes (Characins)
Family: Characidae (Characins)
Genus: Hyphessobrycon
Species: H. megalopterus
সিনোনেম
Megalamphodus megalopterus Eigenmann, 1915
Megalamphodus rogoaguae Pearson, 1924.
দেহবর্ণনা: প্রায় চারকোনাকৃতি দেহবিশিষ্ট এই মাছটি উজ্জ্বল ধূসর বর্ণের। এদের কানকোর পেছনে বেশ লম্বাটে কালো বর্ণের দাগ বিদ্যমান। সর্বোচ্চ দৈর্ঘ্য ৩.৫ সেন্টিমিটার (Galib and Mohsin, 2011) ।
খাদ্য ও খাদ্যাভাস: এদের প্রাকৃতিক খাবারের মধ্যে ক্রাস্টেসিয়ান, পোকা-মাকড় এবং কৃমি জাতীয় প্রাণী অন্যতম (Mills and Vevers, 1989)।
প্রজনন: বাংলাদেশে এদের প্রজননের কোন রেকর্ড নেই (Galib and Mohsin, 2011) । পুরুষ মাছের পাখনাসমূহ কালো, স্ত্রী মাছের শুধুমাত্র পৃষ্ঠপাখনা কালো। এছাড়া স্ত্রী মাছের শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং এডিপোস পাখনা লালচে বর্ণের (Wikipedia, 2010; Galib and Mohsin, 2011)।
রোগবালাই: বাংলাদেশে এই মাছের তেমন কোন রোগের রেকর্ড নেই। তবে পানির তাপমাত্রা পরিবর্তনের প্রতি সংবেদনশীল (Galib and Mohsin, 2011)।
অর্থনৈতিক গুরুত্ব: বাংলাদেশে বাহারী/একুরিয়াম মাছ হিসেবে ব্যবহৃত হয়। বাজারমূল্য ৮০ হতে ১২০ টাকা প্রতি জোড়া (Galib and Mohsin, 2011)।
__________________________________________________
তথ্যসূত্র:
Eigenmann CH. 1915. The Cheirodontinae, a subfamily of minute characid fishes of South America. Memoirs of the Carnegie Museum, 7(1):1-99.
Galib SM and Mohsin ABM. 2010. Exotic Ornamental Fishes of Bangladesh, Bangladesh Journal of Progressive Science and Technology, 8(2): 255-258.
Mills D and Vevers G. 1989. The Tetra encyclopedia of freshwater tropical aquarium fishes. Tetra Press, New Jersey, 208 pp.
Wikipedia. 2010. Black phantom tetra. Wikipedia, the free encyclopedia, retrieved on January 01, 2010; http://en.wikipedia.org/wiki/Black_phantom_tetra.
Visited 1,166 times, 1 visits today | Have any fisheries relevant question?