যখন অনেকই মনে করেন যে বাংলা ভাষায় আর যাই হোক বিজ্ঞান চর্চা সম্ভব নয় ঠিক তেমনই একটি সময়ে প্রফেসর রকীব আহমদ রচিত “এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন ও ফটোগ্রামেট্রি” বইটি যেন সেই নিরাসবাদীদের অক্ষমতাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বারবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. রকীব এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন ও ফটোগ্রামেট্রির মত একটি জটিল বিষয় অত্যন্ত নিখুঁতভাবে তার মাতৃভাষা বাংলায় প্রকাশ করেছেন। ফলে বইটি ভূগোল, ভূতত্ত্ব, জিওফিজিক্স, পরিবেশ বিজ্ঞান, মৎস্যবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ের স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও গবেষক শিক্ষার্থীসহ সকল পাঠকের কাজে আসবে তা নিশ্চিত করে বলা যায়। বইটিতে অনেক বৈজ্ঞানিক শব্দ হুবহু ইংরেজি রেখে বাংলা হরফে প্রকাশ করা হয়েছে যেমনটি করেছিলেন গ্রীক অথবা ল্যাটিন ভাষায় জ্ঞান আহরণকারী ইংরেজ বিজ্ঞানীরা তাদের নিজেদের মাতৃভাষায় গ্রন্থ রচনার সময়। এতে করে অনেক ভুল অর্থবোধক বাংলা শব্দ পরিহার করা সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ এ বইটিতে এরিয়াল ফটোগ্রাফি ও ফটোগ্রামেট্রি; ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন ও এরিয়াল ফটোগ্রাফি; বিমানধৃত ভূচিত্র পর্যবেক্ষণ ও ব্যাখ্যা; ফটোগ্রামেট্রির মূলনীতিমালা; বিমান উড্ডয়ন পরিকল্পনা ও বিমানধৃত ভূচিত্রের ব্যবহারের উপর বিস্তারিত আলোচনা স্থান পেয়েছে।
বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় বিজয় দিবস ২০০৪ সালে। বইটির প্রকাশক তাহাসিনা রহমান, ঢাকা। বইটির প্রচ্ছদ করেছেন সাইফউদ্দীন আকন্দ। একশত পঞ্চাশ পৃষ্ঠার এ বইটির মূল্য বাংলাদেশী টাকায় একশত ত্রিশ মাত্র এবং এর আইএসবিএন ৯৮৪-৩২-১৮৮৫-২।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে-
- এরিয়াল ফটোগ্রাফি ও ফটোগ্রামেট্রি
- এরিয়াল ফটো ও ফটোগ্রামেট্রির বিবর্তন
- বিভিন্ন ধরণের ক্যামেরা
- এপারচার, শাটার, ফিল্ম স্পিড ও ভিউইং এঙ্গেল
- ফিল্ম, মাল্টি ব্যান্ড ইমেজিং ও ফিল্টার
- এরিয়াল ফটো ব্যাখ্যা ও ফটোগ্রামেট্রির উপর প্রশিক্ষণ
- ইলেক্ট্রো ম্যাগনেটিক রেডিয়েশন ও এরিয়াল ফটোগ্রাফি
- ইলেক্ট্রোম্যাগনেটিক শক্তি, স্পেকট্রাম
- স্পেকট্রাল রেসপন্স প্যাটার্ন
- বায়ুমণ্ডলের সাথে আলোর মিথস্ক্রিয়া
- গাছপালা, মাটি ও পানির স্পেকট্রাল রিফ্লেক্টেন্স
- বিমানধৃত ভূচিত্র পর্যবেক্ষণ ও ব্যাখ্যা
- বিমানধৃত ভূচিত্রের ব্যাখ্যা ও বিশ্লেষকের দায়িত্ব
- ছবির ব্যাখ্যা ও বিশ্লেষণের পদ্ধতি
- ভূপৃষ্ঠের বৈশিষ্ট্য সনাক্তকরণের মূল নীতিমালা
- এরিয়াল ফটোতে প্রাপ্ত সম্ভাব্য বৈশিষ্ট্যের তালিকা
- বিমানধৃত ভূচিত্র বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতি
- বিভিন্ন ধরনের স্টেরিওস্কোপ ও এর সঠিক ব্যবহার
- ত্রিমাত্রিক ছবি
- বিমানধৃত ফটোর যত্ন
- ফটোগ্রামেট্রির মূলনীতিমালা
- এরিয়াল ফটোর ধরন
- উলম্ব এরিয়াল ফটো গ্রহণ, এর জ্যামিতিক উপাদান
- ফটো কো-অর্ডিনেট নির্ণয়
- ফটোগ্রাফিক স্কেল
- এরিয়াল ফটোতে ভূমির বৈশিষ্ট্যের বিচ্যুতি
- রিলিফ ডিসপ্লেসমেন্টের প্রভাব
- ছবিতে বিচ্যুতি থেকে বস্তুর উচ্চতা নির্ণয়
- ইমেজ প্যারালাক্স ও এর নির্ণয় পদ্ধতি
- এরিয়াল ফটো থেকে ম্যাপ তৈরি
- প্রজেকশন বা অভিক্ষেপ
- স্টেরিওপ্লটিং যন্ত্র ও নানা ধরনের স্টেরিওপ্লটার
- অর্থফটো
- ফটোমেট্রিক ওয়ার্কস্টেশন
- কার্টোগ্রাফিক উপস্থাপনা
- এরিয়াল ফটোর এলাকা কভারেজ ও এলাকা পরিমাপ
- বিমান উড্ডয়ন পরিকল্পনা
- ফ্লাইট অল্টিচুড এবং ফোকাল দৈর্ঘ্য
- এলাকা কভারেজ ও খরচ
- এরিয়াল ফটো গ্রহণের সময়
- এরিয়াল ফটোর টেকনিক্যাল স্পেসিফিকেশন
- একটি নমুনা ফ্লাইট প্লান
- স্বল্প উচ্চতার হেলিকপ্টার ফটোগ্রাফি
- বাংলাদেশে এরিয়াল ফটোগ্রাফি
- বিমানধৃত ভূচিত্রের ব্যবহার
- ভূমি ব্যবহার ও ভূমি কভার ম্যাপিং
- এরিয়াল ফটোর ভূতাত্ত্বিক ও মৃত্তিকা ম্যাপিং
- কৃষিক্ষেত্র, পশুচারণ, বন্যা পর্যবেক্ষণ, নগর ব্যবস্থাপনা, উপকূল ও অভ্যন্তরীণ জলাশয় ব্যবস্থাপনায় এরিয়াল ফটোর ব্যবহার
- এরিয়াল ফটোর ভবিষ্যৎ
Visited 867 times, 1 visits today | Have any fisheries relevant question?