বাংলাভাষায় বিজ্ঞান গ্রন্থের হাহাকার যখন তুঙ্গে তখন শ্রেণীবিন্যাসের মত কঠিন একটি বিষয় সংশ্লিষ্ট “মাৎস্য শ্রেণীবিন্যাস: তত্ত্ব ও প্রয়োগ” বইটি এক কথায় অনন্য। ভাষার নামে নাম যে দেশের সেই বাংলাদেশে বাংলাভাষায় বিজ্ঞান চর্চা যখন অবহেলিত ঠিক তেমনই একটি সময়ে লেখক অপরেশ বন্দ্যোপাধ্যায় সৃজিত বই “মাৎস্য শ্রেণীবিন্যাস: তত্ত্ব ও প্রয়োগ” এক কথায় অসাধারণ। বইটিতে মাৎস্য শ্রেণীবিন্যাসের তত্ত্ব ও প্রয়োগ সংক্রান্ত বিষয়াদি আলোচিত হলেও মাৎস্য শ্রেণীবিন্যাসের প্রায়োগিক দিকই বেশী গুরুত্ব পেয়েছে। মাছ কি, এর বৈশিষ্ট্য কি, কি ভাবেই বা মাছ প্রাণিজগতে নিজস্ব স্বাতন্ত্র্য ধারা বজায় রেখে বিবর্তিত হয়ে বর্তমানের রূপ পেয়েছে তার তাত্ত্বিক দিক বিস্তৃতভাবে আলোচিত হয়েছে বইটিতে। এর পাশাপাশি শ্রেণীবিন্যাস বিষয়ক জ্ঞানকে কাজে লাগিয়ে মাছ সনাক্তকরণের মত গুরুত্বপূর্ণ বিষয়াবলী অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়েছে যা মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থী ও গবেষকদের কাজে লাগবে তা নিশ্চিত করেই বলা যায়। বইটির শেষে সংযুক্ত পরিভাষা বইটিকে করছে আরও সমৃদ্ধ।
গুরুত্বপূর্ণ এ বইটির প্রথম প্রকাশ ফাল্গুন ১৪১০ (মার্চ ২০০৪) এবং প্রকাশক মাহমুদ হাসান (বিপ্লব), কবির পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। বইটির প্রচ্ছদ পরিকল্পনা ও প্রণয়ন করেছেন স্বয়ং লেখক। চারশত বার পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকায় দুইশত মাত্র এবং এর আইএসবিএন ৯৮৪-৮৪০২-২০-৯।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে-
- মাছ ও শ্রেণীবিন্যাস
- মাছের পরিচয় ও বৈশিষ্ট্য
- মাছের বাসস্থান
- মাছের বিভিন্ন অঙ্গতন্ত্র
- মাৎস্য শ্রেণীবিন্যাসে ব্যবহৃত শ্রেণীবিন্যাসীয় শব্দ
- শ্রেণীবদ্ধতা, শ্রেণীবিভাগ ও শ্রেণীবিন্যাস
- শ্রেণীবদ্ধতা ও এর উদ্দেশ্য ও নিয়ামক
- শ্রেণীবিভাগ ও এর উদ্দেশ্য, ধাপ, স্তরবিভাগ, ইতিহাস,
- শ্রেণীবিন্যাস ও এর মতবাদ, ধরণ, ইতিহাস, গুরুত্ব, নীতিমালা, পদ্ধতি
- প্রজাতি মতবাদ
- শ্রেণীবিভাগীয় পদ্ধতি
- সংগ্রহ পদ্ধতি
- সনাক্তকরণ পদ্ধতি
- যোজক পদ্ধতি
- প্রতিরূপ পদ্ধতি
- মাছের নামকরণ
- ইতিহাস
- নামতত্ত্বের বিশেষত্ব
- নামতত্ত্বের প্রয়োগ পদ্ধতি
- নামকরণের নীতিমালা
- মাছের শ্রেণীবিন্যাস
- মোলাস্কার শ্রেণীবিন্যাস
- ক্রাস্টেসিয়ার শ্রেণীবিন্যাস
- মাছের বিবর্তন ও জ্ঞাতিত্ব
- বাংলাদেশে প্রাপ্ত তরুণাস্থিময় মাছের শ্রেণীবিন্যাস ও তালিকা
- বাংলাদেশের স্বাদুজল ও লোনাজলে প্রাপ্ত অস্থিময় মাছের শ্রেণীবিন্যাস ও তালিকা
- চিংড়ি সনাক্তকরণ ছক
- তরুণাস্থিময় মাছ সনাক্তকরণ ছক
- অস্থিময় মাছ সনাক্তকরণ ছক
- আন্তর্জাতিক নামতত্ত্ব সংহিতা
- বাংলাদেশে সহজপ্রাপ্য চিংড়ি প্রজাতির সনাক্তকরণ সংকেত
- তথ্যপঞ্জি
- পরিভাষা
Visited 1,442 times, 1 visits today | Have any fisheries relevant question?