ট তে টেংরা (Striped dwarf catfish)
ঠ তে কাঠাঁলপাতা (Large-tooth flounder)
ড তে ড্যানডেনি বা তিনচোখা (Top-minnow)
ঢ তে ঢেলা বা মৌমাছ (Cotio)
ণ তে সুবর্ণা বা কাচকি (Ganges river sprat)
ত তে তারা বাইম (One-stripe spinyeel)
থ তে পাথরচাটা (Tileo baril)
দ তে দাড়কিনা (Flying barb)
ধ তে মধুমালা বা নাপতে খলিসা (Frail gourami)
ন তে নাপতে বা নাপিত কই (Dwarf chameleon fish)
কৃতজ্ঞতা স্বীকার:
- এ লেখার বেশিরভাগ ছবি নেয়া হয়েছে BdFISH -এ প্রকাশিত Balaram Mahalder এর বিভিন্ন লেখা থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
- এ লেখার অন্যান্য ছবি নেয়া হয়েছে শামস মুহাঃ গালিব এর বিভিন্ন ফিচার থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
Visited 1,855 times, 1 visits today | Have any fisheries relevant question?
শিশুদের জন্য মৎস্য বর্ণমালা: ব্যঞ্জনবর্ণ (ট-ন)