Fishes of BD এর হোমপেজ
Fishes of BD এর হোমপেজ

বাংলাদেশের জীবতাত্ত্বিক মৎস্য সম্পদকে চোখের পলকে হাতের মুঠোয় আনতে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ২৫১টি মৎস্য প্রজাতির প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ “Fishes of BD” শিরোনামে এটি মোবাইল অ্যাপ্লিকেশন (সংক্ষেপে অ্যাপস) যা চলবে ইন্টারনেট ছাড়াই।

কেন এটি দরকার:
আমাদের এ দেশের সকল জলায় মাছের চাষ হলেও মাছ সম্পর্কিত সকল তথ্য জানতে এখনও আমাদের নির্ভর করতে হয় ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটের। কিন্তু আমাদের দেশে এখনও ইন্টারনেট-এর গতি অনেক কম এবং ব্যয়বহুল। সকলের সাধ্যের মধ্যে ইন্টারনেট সংযোগ এখনও সুদূর পরাহিত। এরকম অবস্থায় শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মাঠ পর্যায়ের বিভিন্ন কাজে মাছের কোন তথ্য প্রয়োজন হলে তা সহজলভ্য না হওয়ায় কাজ ব্যাহত হয়। বাংলাদেশের মাছ সম্পর্কে আগ্রহী মানুষের কাছে এসব তথ্য ইন্টারনেট ছাড়াই কম জায়গায় সহজলভ্য করে দেবার জন্য এ আ্যাপসটির প্রয়োজন ছিল সময়ের দাবী।

উদ্যোক্তা ও ডেভলপার:
Fishes of BD শিরোনামের অ্যাপসটির পথচলা শুরু হয়েছিল আজ হতে সাত বছর আগে এর উদ্যোক্তা এম শাহানুল ইসলামের ফিসারীজে অনার্স পড়রার সময় থেকেই। পরবর্তীতে তিনি এ সম্পর্কিত সকল তথ্য বিভিন্ন বই ও ওয়েবসাইট হতে লিপিবদ্ধ করে ডেটাবেস তৈরি করেন এবং অ্যাপস হিসেবে সহজবোধ্যভাবে ব্যবহারের জন্য একটি নকশা পরিকল্পনা করেন যা পরবর্তিতে প্রোগ্রামিং এর মাধ্যমে আ্যাপস-এ রূপান্তর করেন কিবিবাইটস-এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান।

Fishes of BD এর সার্চ অপশন
Fishes of BD এর সার্চ অপশন

কী কী আছে এতে:
মাছের পরিবার ও প্রজাতির নাম, কে প্রথম গবেষণা করেছেন, কোথায় পাওয়া যায়, আকার কেমন, রকম কেমন ইত্যাদি তথ্য সংক্ষেপে তুলে ধরা হয়েছে। প্রতিটি তথ্যের সাথে ফিসবেস এর রেফারেন্স নম্বর দেয়া হয়েছে যাতে অতি আগ্রহীরা আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন সহজেই। এছাড়াও প্রদত্ত ছবি সহজেই ডাউনলোড করতে পারবেন ছবির ওপর চাপ দিয়ে। রেফারেন্সসহ ব্যবহার করতে পারবেন নিজের গবেষণা কাজে।

অপ্রতুলতা ও ভবিষ্যত সম্ভাবনা:
এ অ্যাপসটির বেশ তথ্য ঘাটতি রয়েছে এখনও। ছোট ছবি, সকল মাছের সব ধরনের তথ্য সন্নিবেশ করা এখনও হয়নি। ভবিষ্যতে আর নতুনভাবে এটাকে ঢেলে সাজিয়ে আরও উন্নত করার কাজ চলছে। আপনাদের যে কোন মতামত সাদরে গ্রহণযোগ্য। এতে আরও ৩১৪টি সামুদ্রিক মাছের তথ্য পরবর্তিতে সংযোজন করার পরিকল্পনা রয়েছে।

শেষকথা:
সহজে ইন্টারনেট সংযোগ ছাড়াই সকল মাছের তথ্য প্রাপ্তির উদ্দেশ্যে অ্যাপসটি তৈরি ও প্রকাশ করা হয়েছে। তাই সকলের কাছে প্রত্যাশা তারা যেন নকল (পরীক্ষায়) করার কাজে আ্যাপসটি না করেন। আ্যাপটি সকলের মাঝে ছড়িয়ে দিন ডাউনলোড ও শেয়ার করে। আমাদের সাথেই থাকুন। দেশকে নিয়ে চলুন আরও সামনে। ধন্যবাদ।

অ্যাপসটির ডাউনলোড লিংক:
http://play.google.com/store/apps/details?id=com.kibibytes.fishbd

Fishes of BD এর Species Page
Fishes of BD এর Species Page
Fishes of BD এর Editor এবং Developer এর পরিচিতি
Fishes of BD এর Editor এবং Developer এর পরিচিতি

Visited 983 times, 1 visits today | Have any fisheries relevant question?
অ্যাপস পরিচিতি: Fishes of BD

Visitors' Opinion

এম শাহানুল ইসলাম

গবেষক শিক্ষার্থী, সমুদ্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইমেইল: shahanul65@gmail.com, মোবাইল: +88 01749-166661

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.