লাল পাকু, Red Pacu, Piaractus brachypomus
লাল পাকু, Red Pacu, Red belly Pacu, Red bellied Pacu, Piaractus brachypomus

অনেক সময় অসাবধানতাবসত লাল পাকুকে (Red Pacu, Red belly Pacu, Red Belled Pacu) লাল পিরানহা (Red Piranha, Red belly Piranha, Red Belled Piranha) হিসেবে বর্ণনা করা হয়ে থাকে অথবা লাল পিরানহার বর্ণনায় লাল পাকু মাছের ছবি ব্যবহার করা হয়ে থাকে যার ফলে পাকু ও পিরানহা মাছের প্রজাতি দুটি শনাক্তকরণে সঠিক সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে যায়। এর কারণ মূলত লাল পাকু ও লাল পিরানহা এর মধ্যে বাহ্যিক পার্থক্য অতি সামান্যই যদিও খাদ্যাভ্যাস ও স্বভাবে রয়েছে বড় ধরণের পার্থক্য। যার ফলে মাছের এই প্রজাতি দুটি শনাক্তকরণে ভুল করার অবকাশ থেকে যায়। এজন্য লাল পাকু ও লাল পিরানহার মধ্যে পার্থক্য জানা থাকা জরুরী। নিচে লাল পাকু ও লাল পিরানহার মধ্যে পার্থক্য ছকে উপস্থাপন করা হল-

ক্রম লাল পাকু
লাল পিরানহা
১। পাকুর দাঁত অনেকটা মানুষের দাঁতে মত চতুর্ভূজাকার, ভোঁতা ও সোজা পিরানহার দাঁত ত্রিভূজাকার, তীর্যক, বাহিরের প্রান্ত সুতীক্ষ্ণ ও রেজরের মত ধারালো।
২। পাকুর দাঁত দুই বা ততোধিক সারিতে থাকে পিরানহার দাঁত এক সারিতে থাকে
৩। পাকু নিচের চোয়াল তুলনামূলক কম স্থূল ও কম মাংসল পিরানহার নিচের চোয়াল তুলনামূলকভাবে অনেক বেশী স্থূল ও মাংসল
৪। পাকু সর্বভুক (Omnivorous) অর্থাৎ এরা উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকারের খাবারই খেয়ে থাকে, তবে প্রধানত উদ্ভিদভোজী (Herbivorous)। শান্ত প্রকৃতির। পিরানহা সম্পূর্ণভাবে মাংসাশী (Carnivorous) অর্থাৎ এরা কেবলমাত্র প্রাণীজাতীয় খাবার খেয়ে থাকে। হিংস্র ও শিকারি প্রকৃতির।
৫। পাকুর পরিপাকনালীর দৈর্ঘ্য তার মোট দৈর্ঘ্যের প্রায় তিন গুণ। পিরানহার পরিপাকনালীর দের্ঘ্য তার মোট দৈর্ঘ্যের প্রায় সমান।

লাল পাকু ও লাল পিরানহার মধ্যে পার্থক্য বিস্তৃতভাবে চিত্রসহ নিচে দেয়া হল –

দাঁতের গঠন:
দাঁতের গঠন দেখে খুব সহজেই পাকু ও পিরানহা পার্থক্য করা যায়। পাকু মাছের দাঁত অনেকটা মানুষের দাঁতে মত চতুর্ভূজাকার, ভোঁতা ও সোজা অন্যদিকে পিরানহার দাঁত ত্রিভূজাকার, তীর্যক, বাহিরের প্রান্ত সুতীক্ষ্ণ ও রেজরের মত ধারালো। পাকুর দাঁত দুই বা ততোধিক সারিতে থাকে অন্যদিকে পিরানহার দাঁত এক সারিতে থাকে।

লাল পাকুর উপরের চোয়ালের দাঁতের বিন্যাস
লাল পাকুর উপরের চোয়ালের দাঁতের বিন্যাস
লাল পাকুর নিচের চোয়ালের দাঁতের বিন্যাস
লাল পাকুর নিচের চোয়ালের দাঁতের বিন্যাস
লাল পাকুর উভয় চোয়ালে দাঁতের বিন্যাস
লাল পাকুর উভয় চোয়ালে দাঁতের বিন্যাস
লাল পিরানহার উভয় চোয়ালে দাঁতের বিন্যাস
পিরানহার উভয় চোয়ালে দাঁতের বিন্যাস
লাল পিরানহার দাঁতের সারির একাংশ
পিরানহার দাঁতের সারির একাংশ

চোয়ালের গঠন:
পাকু মাছের নিচের চোয়াল তুলনামূলক কম স্থূল ও কম মাংসল অন্যদিকে পিরানহার নিচের চোয়াল তুলনামূলকভাবে অনেক বেশী স্থূল ও মাংসল।

 

পিরানহা ও পাকুর চোয়ালের গঠনগত পার্থক্য
লাল পিরানহা ও লাল পাকুর চোয়ালের গঠনগত পার্থক্য
পিরানহা
লাল পিরানহা (Red piranha, Red belly Piranha, Red bellied Piranha, Pygocentrus nattereri Kner, 1858)
লাল পাকু, Red Pacu, Piaractus brachypomus
লাল পাকু, Red Pacu, Piaractus brachypomus

পরিপাকতন্ত্র, খাদ্যাভ্যাস ও স্বভাব:
পাকুর পরিপাকনালীর দৈর্ঘ্য তার মোট দৈর্ঘ্যের প্রায় তিন গুণ । এরা সর্বভুক (Omnivorous) অর্থাৎ এরা উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকারের খাবারই খেয়ে থাকে, তবে প্রধানত উদ্ভিদভোজী (Herbivorous) ও শান্ত প্রকৃতির। অন্যদিকে পিরানহার পরিপাকনালীর দের্ঘ্য তার মোট দৈর্ঘ্যের প্রায় সমান। এরা সম্পূর্ণভাবে মাংসাশী (Carnivorous) অর্থাৎ কেবলমাত্র প্রাণীজাতীয় খাবারই খেয়ে থাকে। হিংস্র শিকারি মাছ হিসেবে পিরানহার পরিচিতি পৃথিবীব্যাপী।

পাকুর পরিপাকতন্ত্রের অঙ্গসংস্থান
পাকুর পরিপাকতন্ত্রের অঙ্গসংস্থান

 

কৃতজ্ঞতা স্বীকার:
পাকু মাছ ও এর পরিপাকতন্ত্র, চোয়াল ও দাঁতের ছবি তুলে দিয়েছেন বিডিফিশের লেখক SM Galib (শামস মুহাম্মদ গালিব), N Chaki (নিপা চাকী) এবং FH Fahad (ফয়জুল হাসান ফাহাদ) যাদের মেধা, সময় আর পরিশ্রম ছাড়া এই ছবিগুলো এখানে প্রকাশ করা সম্ভব হতো না। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।

 

তথ্যসূত্র:

  • Froese R and Pauly D (Editors) (2017) Species Summery: Piaractus brachypomus (Cuvier, 1818), Pirapitinga . World Wide Web electronic publication. Retrieved on 01 February 2017 and from http://www.fishbase.org/summary/5808.
  • IUCN (2017) IUCN Red List of Threatened Species. http://www.iucnredlist.org/
  • John R. Quinn (1992) Piranhas: Fact and Fiction. TFH Publications. 128pp.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh. The Zoological Society of Bangladesh, Dhaka. p. 116.
  • Sabrina Hossain (2015) Piranha??? Or something else!!!. Scientificbangladesh.com. Retrieved on 01 February 2017 and from http://www.scientificbangladesh.com/en/news/piranha—-or-something-else!!!#.WHonNcncgX0
  • Seriouslyfish (2017) Species Profile: Piaractus brachypomus, seriouslyfish.com. Retrieved on 01 February 2017 and from http://www.seriouslyfish.com/species/piaractus-brachypomus/
  • Mike FishLore (2017) Species Profile: Red Pacu, fishlore.com. Retrieved on 01 February 2017 and from http://www.fishlore.com/profiles_red_pacu.htm
  • Wikipedia (2017) Pacu. Retrieved on 01 February 2017 and from https://en.wikipedia.org/wiki/Pacu

আরও পড়তে পারেন:

  • Chattarje N. and Mazumdar B. 2009. Induced breeding of pacu (Piaractus brachypomus) in captivity with pituitary extract. Aquaculture Asia Magazine, 14(2): 23.
  • Innes, W. 1966. Exotic Aquarium Fishes. Neptune, NJ: T.F.H. Publications, Inc.
  • Nelson, J. 2006. Fishes of the World, Fourth Edition. Hoboken, NJ: John Wiley & Sons, Inc..
  • Smith, R. 1992. Alarm signals in fishes. Reviews in Fish Biology and Fisheries, 2: 33-63.

Visited 5,701 times, 2 visits today | Have any fisheries relevant question?
লাল পাকু ও লাল পিরানহা মাছের মধ্যে পার্থক্য

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.