Ompok pabda, বাংলাদেশের বিপন্ন স্বাদুপানির মাছের একটি
Ompok pabda, বাংলাদেশের বিপন্ন স্বাদুপানির মাছের একটি

বিপন্ন (Endangered) প্রাণী হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) কর্তৃক শ্রেণীবদ্ধকৃত একদল প্রাণী যারা বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি বন্য প্রজাতির লাল তালিকায় থাকা দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণী। প্রথম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণী হল অতি বিপন্ন (Critically Endangered (CR)) ।

IUCN Bangladesh (2015a, b) অনুসারে বাংলাদেশের স্বাদুপানির নথিবদ্ধ দু’শত তিপ্পান্নটি (২৫৩) মাছের মধ্যে প্রায় এক চতুর্থাংশ (৬৪টি) প্রজাতি হুমকিগ্রস্ত যার মধ্যে ৯টি (৩%) অতি বিপন্ন, ৩০টি (১২%) বিপন্ন (Endangered), ২৫টি (১০%), শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়াও প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened), শংকামুক্ত (Least Concern) ও তথ্য স্বল্পতা (Data Deficient) শ্রেণীতে রয়েছে যথাক্রমে ২৭টি (১১%), ১২২টি (৪৮%) ও ৪০টি (১৬%) প্রজাতির মাছ।

নিচের সারণীতে IUCN Bangladesh (2015a, b) অনুসারে লাল তালিকার শ্রেণী অনুযায়ী বাংলাদেশের স্বাদুপানির মাছের সংরক্ষণ অবস্থা দেয়া হল-

শ্রেণীসমূহ (Categories) সংখ্যা (Number) শতকরা হার (%)
হুমকিগ্রস্ত (Threatened) ৬৪ ২৫
অতি বিপন্ন (Critically Endangered (CR))   ০৯   ০৩
বিপন্ন (Endangered (EN)) ৩০ ১২
শংকাগ্রস্ত (Vulnerable (VU)) ২৫ ১০
প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) ২৭ ১১
শংকামুক্ত (Least Concern (LC))  ১২২ ৪৮
তথ্য স্বল্পতা (Data Deficient (DD)) ৪০ ১৬
মোট ২৫৩ ১০০

 

বাংলাদেশের বিপন্ন (Endangered) স্বাদুপানির মাছের তালিকা (IUCN Bangladesh (2015a, b) অনুসারে) নিচে দেয়া হল –

 

1 Barilius barna
2 Barilius bendelisis
3 Barilius tileo
4 Barilius vagra
5 Batasio tengana
6 Botia dario
7 Botia dayi
8 Botia lohachata
9 Chaca chaca
10 Channa marulius
11 Chitala chitala
12 Clupisoma garua
13 Crossocheilus latius
14 Devario anomalus
15 Garra annandalei
16 Garra gotyla
17 Labeo pangusia
18 Mastacembelus armatus
19 Megarasbora elanga
20 Neolissochilus hexagonolepis
21 Olyra longicaudata
22 Ompok bimaculatus
23 Ompok pabda
24 Oreichthys cosuatis
25 Pangasius pangasius
26 Raiamas bola
27 Rita rita
28 Schistura scaturigina
29 Schistura sikmaiensis
30 Tor putitora

 

পুনশ্চ:

কোন প্রজাতির জনতার হ্রাসের হার, আকার, ভৌগলিক বিস্তারের ক্ষেত্রফল, মাত্রা ও বিস্তারের বিচ্ছিন্নতার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সকল প্রজাতিকে নয়টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছে (যা নিচে দেয়া হল)। অন্যদিকে অতি বিপন্ন (Critically endangered), বিপন্ন (Endangered) ও শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীগুলো নিয়ে একটি একটি প্রাণী-দল গঠন করা হয়েছে যাকে হুকমিগ্রস্ত (Threatened) আখ্যা দেয়া হয়েছে।

শ্রেণী (Categories) মানদণ্ড (Criteria)
বিলুপ্ত Extinct (EX) প্রকৃতিতে কোন সদস্য বেঁচে নেই।
বন্য পরিবেশে বিলুপ্ত Extinct in the wild (EW) বন্য পরিবেশে কোন সদস্য বেঁচে নেই, তবে সংরক্ষিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় (যেমন সাফারি পার্ক, জুওলজিকাল গার্ডেন, চিড়িয়াখানা  ইত্যাদি) অথবা যে বাস্তুতন্ত্রের প্রজাতি সে বাস্তুতন্ত্রের পরিবর্তে অন্যত্র বেঁচে রয়েছে।
হুমকিগ্রস্ত Threatened
অতি বিপন্ন Critically endangered (CR) বন্য পরিবেশে বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
বিপন্ন Endangered (EN) বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে
শংকাগ্রস্ত Vulnerable (VU) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে
প্রায় হুমকিগ্রস্ত Near threatened (NT) বন্য পরিবেশে নিকট ভবিষ্যতে বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
শংকামুক্ত Least concern (LC) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার ঝুঁকিতে নেই। বিস্তৃত পরিসরে ও পর্যাপ্ত পরিমাণে উপস্থিত রয়েছে এমন প্রজাতি।
তথ্য স্বল্পতা Data deficient (DD) বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন তথা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য নেই এমন প্রজাতি।
Not evaluated (NE) যে সকল প্রজাতি উপরোক্ত মানদণ্ড অনুসারে এখনও মূল্যায়ন করা সম্ভব হয়নি সেগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত।

 

Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b)
Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b)

Reference:

  • Froese R and Pauly D (Editors) (2016) FishBase. World Wide Web electronic publication. www.fishbase.org, (10/2016 )
  • IUCN Bangladesh (2015a) Red List of Bangladesh: A Brief on Assessment Result 2015. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp. 24.
  • IUCN Bangladesh (2015b) Red List of Bangladesh Volume 5: Freshwater Fishes. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp xvi+360
  • Rahman AKA (1989) Freshwater fishes of Bangladesh. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 364 pp.
  • Rahman AKA (2005) Freshwater fishes of Bangladesh, second edition. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 394 pp.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland fishes of India and adjacent countries. vol 1 and 2. Oxford IBH Publishing Co Pvt Ltd, New Delhi-Calcutta. pp. 1-542 and 543-1158.

Visited 750 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের বিপন্ন (Endangered) স্বাদুপানির মাছ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.