Rita rita
Rita rita

বাংলাদেশের রক্ষিত মাছ বলতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলে তালিকাভুক্ত মৎস্য প্রজাতিকে বোঝায়।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর তফসিলে রক্ষিত বন্যপ্রাণীর তালিকায় মোট ৫২ প্রজাতির মাছের উল্লেখ রয়েছে।  এরমধ্যে ২৫ প্রজাতি তফসিল ১-এ (পৃষ্ঠা ১১৮৪৯৯-১১৮৫০২) এবং ২৭ তফসিল ২-এ (পৃষ্ঠা ১১৮৫১৩-১১৮৫১৫) অন্তর্ভুক্ত।

উক্ত আইনের ধারা-৬ অনুযায়ী উক্ত আইনের অধীন লাইসেন্স বা পারমিট গ্রহণ ব্যতীত কোন ব্যক্তি কোন বন্যপ্রাণী শিকার বা তফসিল ৪ এ উল্লিখিত কোন উদ্ভিদ ইচ্ছাকৃতভাবে উঠানো, উপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করিতে পারিবেন না । ধারা-১০ অনুসারে শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজনে বন্যপ্রাণী ব্যবহার করতে চাইলে সরকারী বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে এবং ফি প্রদান সাপেক্ষে পারমিট গ্রহণ করতে হবে। অন্যদিকে নিবন্ধন সনদ ব্যতীত কোন ব্যক্তি কোন বন্যপ্রাণী, মাংস, ট্রফি, অসম্পূর্ণ ট্রফি, বন্যপ্রাণীর অংশবিশেষ (ভারমিন ছাড়া) অথবা তফসিলে উল্লিখিত উদ্ভিদ বা উহার অংশ বা উহা হইতে উৎপন্ন দ্রব্য দান, বিক্রয় বা অন্য কোন প্রকারে অন্য কোন ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন না। এসব বিধান লঙ্ঘন করিলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্তরূপ অপরাধের জন্য তিনি এই আইনানুযায়ী প্রযোজ্য দণ্ডে দণ্ডিত হইবেন। এছাড়াও ধারা-৪১ অনুযায়ী যে কোনও ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করলে বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা প্রদান করে থাকলে এবং উক্ত সহায়তা বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হলে, উক্ত সহায়তাকারী বা প্ররোচনাকারী তাহার সহায়তা বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হইবেন। তাই বন্যপ্রাণী বিশেষত রক্ষিত মাছের ক্ষেত্রে ফিশারীজের সাথে সংশ্লিষ্ট সকলের বিশেষ সতর্কতা অবলম্বন করা একান্তই প্রয়োজন।

নিচে উক্ত আইনের তফসিল-১ এবং তফসিল-২ এ তালিকাভুক্ত মাছের নাম দেয়া হল:

তফসীল-১:

হাতুড়ী হাঙ্গর, Winghead/Hamerheaded Shark, Eusphyra blochii (Cuvier, 1861)

জুলিয়া মংগর, Scalloped Hamerhead, Sphyrna lewini (Griffith and Smith, 1834)

হাতুড়ী হাঙ্গর.জুলিয়া মংগর, Smoth Hamer-head Shark, Sphyrna zygaena (Linnaeus, 1758)

বাঘা হাঙ্গর/জেব্রা হাঙ্গর, Leopard Shark/Zebra Shark, Stegostoma faciatum (Hermann, 1783)

বিলাই হাঙ্গর, Spotted Cat Shark, Chiloscyllium Punctatum (Muller and Henle, 1841)

মুইচিয়া হাঙ্গর, Gray Baboo Shark, Chiloscyllium griseum (Muller and Henle, 1837)

কানি হাঙ্গর, Kani Shark, Mustelus kanekonis (Tanake, 1961)

তিমি হাঙ্গর, Whale Shark, Rincodon typus (Smith, 1828)

চোথা হাঙ্গর/কমোট, Milk Shark Rhizopriondon acutus (Ruppell, 1837)

থুট্টি হাঙ্গর/ছুড়ি কমোট, Dog Shark/Yellow Dogfish, Scoliodon laticaudus (Muller and Henle, 1838)

কালা হাঙ্গর,  Balcktip Shark, Carcharhinus limbatus (Valen ciennes, 1839)

নীল হাঙ্গর, Silky Shark, Carcharhinus falcifornis (Muller and Henle, 1839)

হাঙ্গর/কমট, White-cheek Shark, Carcharhinus dussumieri (Muller and Henle, 1839)

থুটা হাঙ্গর, Hardnose Shark, Carcharhinus maclofi (Muller and Henle, 1830)

হাঙ্গর/কোমট, Spottail Shark, Carcharhinus sorrah

বাঘা হাঙ্গর, Tiger Shark/Leopard Shark, Galeocerdo cuvier (Peron and Lesueur, 1822)

কমোট/হাঙ্গর, Ganges Shark, Glyphis gangeticus (Muller and Henle, 1839)

ফৌরি হাঙ্গর, Fairi Shark, Negogalaus balfouri (Day, 1878)

পীতম্বরী/তিতা মারমারী, Sherpnose Guitarfish, Rhinobatos granulates (Cuvier, 1829)

দাগী পীতম্বরী/তিতা মারমারী, White Spotted Guitarfish, Rhynchobatus djiddensis (Forshal, 1775)

সবুজ করাতি হাঙ্গর/খান্দা মাগর, Longe Comb, Pristis zijsron (Bleeker, 1856)

করাতি হাঙ্গর/খান্দা মাগর, Laretooth Sawfish, Pristis microdon (Latham, 1794)

করাতি হাঙ্গর/খান্দা মাগর, Pointed sawfish, Anoxypristis cuspidate (Latham, 1794)

বড় বাইন/বামুশ Indian Longfin Eel, Anguilla bengalinsis (Gary, 1831)

সমুদ্র ঘোড়া, Sea Horse Hoppocunnpus kuda (Baleeker, 1852)

তফসীল-২:

তিলা শোল/পিপলা শোল, Barca Snake head, Channa barca (Himilton-Buchanan, 1822)

মহাশোল, Tor Mahseer, Tor tor

পুটিটোর মহাশীর, Putitor Mahseer, Tor Putitora

ভাঙ্গর/ভাঙ্গন বাটা, Boga Labeo, Labeo boga (Himilton-Buchanan, 1822)

নানদিনা/নানদি, Nandi, Labeo nandina (Himilton-Buchanan, 1822)

ঘোড়া মাছ/ঘোড়ামুইখা, Pangusia Labeo, Labeo Pangusia (Himilton-Buchanan, 1822)

বাঘাইর, Gangetic Goonch, Banarius yarrellii (Sykes, 1841)

সিসর/চেনুয়া, Sisor Catfish, Sisor rhabdophorus (Himilton-Buchanan, 1822)

কোঠা কুমিরের খিল, Deocata Pipefish, Microphis deocata (Himilton-Buchanan, 1822)

তেলোটাকি/রাগা, Asiatic Snakedead, Channa orientalis (Bloch and Scheider, 1801)

তারা বাইম, One Stripe Spiny Eel, Macrognathus aral (Bloch and Scheider, 1801)

নাপিত কৈ/কৈবান্দী, Dwarf Chameleon, Badis badis (Himilton-Buchanan, 1822)

নেফটানি, Indian Paradise Fish, Ctenops nobilis (Meclelland, 1844)

কুইচা, Gangetic Mudeel, Monopterus cuchia (Himilton-Buchanan, 1822)

রিঠা, Rita, Rita rita (Himilton-Buchanan, 1822)

বোল/ভোল, Indian Trout, Raianmus bola (Himilton-Buchanan, 1822)

জয়া হিরালু, Hamilton’s Barila, Barilius bendelisis (Himilton-Buchanan, 1822)

রানী/বেতী, Necktie Loach, Botia dario (Himilton-Buchanan, 1822)

বিষতারা, Spotted seat, Seatophagus argus (Linnacus, 1766)

গাঙ মাগুর/কান মাগুর, Canine Catfish, Plotosus canius (Himilton-Buchanan, 1822)

শিলং মাছ, Silondia Vacha, Silonia silondia (Buchanan, 1822)

পদ্মামামনি/প্রজাপতি, Longtail Butterfly Ray, Gymunura Paecilura (Shaw, 1804)

হাউশপাতা/শংকুশ, Bennetts Stingray, Dasyatis bennetti (Muller and Henle, 1841)

হাউশপাতা/চিত্রা হাউশ, Bluespotted Stingray, Dasyatis kuhlii (Muller and Henle, 1841)

শঙ্খচিল, Spotted Eagle Ray, Actobatus narinari (Euphrasen, 1790)

শঙ্খচিল, Banded Eagle Ray, Actobatus nichofii (Bloch and Scheider, 1801)

দেও মাছ, Spinetail Devil Ray, Mobula japanica (Muller and Henle, 1841)

উল্লেখ্য যে, তফসিল ১ -এ  ১৪টি ব্যাঙ, ৯৬টি কচ্ছপ এবং সরীসৃপ, ৫৭৮টি পাখি, ১১০টি স্তন্যপায়ী, ২৫টি মাছের প্রজাতিকে; তফসিল ২ -এ ৭২টি ব্যাঙ, কচ্ছপ, সরীসৃপ এবং উভচর, ৪৪টি পাখি, ৩টি স্তন্যপায়ী, ২৭টি মাছ, ৩২টি প্রবাল, ১৩৭টি শামুক ঝিনুক, ২২টি কাঁকড়া এবং লবস্টার, ৫৯টি প্রজাপতি ও মথ এবং ২৪টি কীটপতঙ্গের প্রজাতিকে; তফসিল ৩-এ মোট ৬টি ভারমিন প্রজাতিকে (গেছো ছুঁচো, কালো ইঁদুর, নেংটি ইঁদুর, ধাড়ি ইঁদুর, বড় ইঁদুর এবং মেঠো ইঁদুর) এবং তফসিল ৪-এ ৫৪টি উদ্ভিদ প্রজাতিকে রক্ষিত ঘোষণা করা হয়েছে।

পুনশ্চ:

তফসিলে বর্ণিত মাছের নাম ও বানান অক্ষুন্ন রাখা হয়েছে।

তথ্যসূত্র:

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২। ১০ জুলাই ২০১২। বাংলাদেশ আইন মন্ত্রণালয়। ঢাকা। ওয়েব: http://bdlaws.minlaw.gov.bd/। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২১।


Visited 1,220 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের রক্ষিত মাছ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.