বিগত প্রায় কয়েক দশক ধরে পরিবেশ বিপর্যয় ও মানুষ সৃষ্ট বিভিন্ন কারণে সর্বোপরি সুষ্ঠ মৎস্যব্যবস্থাপনার অভাবে আমাদের মৎস্যসম্পদ দিনে দিনে হ্রাস পাচ্ছে। সুচিহ্নিত কারণসমূহ হচ্ছে-
- কৃষি জমি ও আবাসন সম্প্রসারণ
- অবৈধ দখল, পলি জমা ও অন্যান্য কারণে জলাভূমি ভরাট
- শুষ্ক মৌসুমে মাছের আবাসস্থল সংকোচন
- মাত্রাতিরিক্ত ও ক্ষতিকারক বিভিন্ন উপায়ে মৎস্য আহরণ
- কৃষি জমিতে ব্যাপক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার
- আন্তঃনদী সংযোগ ক্রমান্বয়ে হ্রাস
- প্রচলিত মৎস্য আইনের যথাযথ প্রয়োগের অভাব
এই পরিস্থিতি থেকে উত্তরনের লক্ষ্যে সমাজ ভিত্তিক মৎস্যব্যবস্থাপনা প্রকল্প মৎস্য ব্যবস্থাপনায় দরিদ্র মৎস্যজীবী ও স্থানীয় জনগণকে সরাসরি সম্পৃক্ত করে মৎস্যসম্পদ ও মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। মৎস্য অধিদপ্তর ও ওয়াল্ড ফিশ সেন্টার এগারটি বেসরকারী উন্নয়ন সংস্থার (ব্রাক, প্রশিকা, কারিতাস, সিএনআরএস,বাঁচতে শেখা, ক্রেড,ঘরণী, শিসউক,এসডিসি, বেলা ও ফেমকম বাংলাদেশ) সহযোগিতায় ডিএফআইডির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ১১৬টি জলাশয়ে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছে। দেশের ২২টি জেলার ৪৮ টি উপজেলার ২৩ হাজার উপকারভোগীদের সম্পৃক্ত করে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্প এলাকায় যে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা হল-
- সিবিও বা জন-সংগঠন এবং জলাশয় ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি
- মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টি
- মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভয়াশ্রম স্থাপন
- প্রজনন মৌসুম অর্থাৎ এপ্রিল-জুন মাসে মাছ না ধরা
- ক্ষুদ্র ঋণ ও বিকল্প কর্মসংস্থানের মধ্যমে মাছ ধরার উপর চাপ কমানো
- সচেতনতা ও আইন প্রয়োগের মাধ্যমে মাছ ধ্বংসকারী ক্ষতিকর পন্থা ও জালের ব্যবহার নিষিদ্ধকরণ
- মাছের আবাসভূমি পুনরুদ্ধার ও মাছের প্রজাতি সংরক্ষণ
এই তথ্যসমূহ জানা যায় সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা প্রকল্পের চমৎকার একটি ভিডিওচিত্র থেকে যার-
শিরোনামঃ পালাবদলের পথে
উপশিরোনামঃ সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা প্রকল্প
রচনা ও সাবটাইটেলঃ হিল্লোল সোবহান ও জ. ম্যালকম ডিকসন
সম্পদনাঃ আনিসুর রহমান টিপু ও হিল্লোল সোবাহান
নির্দেশনাঃ দেওয়ান সিরাজ
প্রযোজনাঃ কমিউনিটি বেইসড ফিসারিজ ম্যানেজমেন্ট প্রজেক্ট (সিবিএফএম-২)
ব্যাপ্তিঃ ১৫ মিনিট ১৫ সেকেন্ড
ভাষাঃ বাংলা
এতে যা আছেঃ মৎস্য পরিসংখ্যান, মৎস্যসম্পদ হ্রাসের করণসমূহ, প্রকল্প এলাকায় পরিচালিত কর্মকাণ্ডসমূহ এবং প্রকল্প বাস্তবায়নের পর এর সফলতা মূলক কেসস্টাডি
ওয়েব ঠিকানাঃ http://vimeo.com/8554742
আপনাদের দেখার সুবিধার জন্য ভিডিওটি এখানে এমবেডেড করা হল-
Community Based Fisheries Management (CBFM-2) Bangladesh from Hillol Sobhan on Vimeo.
.
Visited 964 times, 1 visits today | Have any fisheries relevant question?