
গত ২০ এপ্রিল ২০১০ তারিখে মেক্সিকো উপসাগরের তেলক্ষেত্রে বিস্ফোরণে পর সমুদ্রের পানিতে তেল ছড়িয়ে পড়ার ফলে সে এলাকার ৬৫০-এর বেশি প্রজাতির প্রাণীর অস্তিত্ব বর্তমানে হুমকির সম্মুখীন। এর মধ্যে সিংহভাগই (৪৪৫ প্রজাতির) মাছ। মাছ ছাড়া অন্যান্য প্রজাতির মধ্যে রয়েছে ১৩৪ প্রজাতির পাখি, ৪৫ প্রজাতির স্তন্যপায়ী এবং ৩২ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণী।
পাখির মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে বাদামি রঙের বড় আকৃতির পাখি পেলিকান। কারণ এরা ছড়িয়ে পড়া তেলে আক্রান্ত হওয়া মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। এছাড়াও একই হুমকিতে আছে সমুদ্রের নিকটবর্তী জলাভূমির দীর্ঘ পদের পাখি প্লোভার, শঙ্খচিলজাতীয় পাখি রয়াল টার্ন ও গাঙশালিক।
অন্যদিকে সরীসৃপ ও উভচর প্রাণীর মধ্যে সবচেয়ে হুমকিতে রয়েছে বিপন্নপ্রায় কেমপস রিডলি প্রজাতির কচ্ছপ। কারণ হিসেবে বলা হচ্ছে এ কচ্ছপের ডিম পাড়ার মৌসুম শুরু হয়েছে। তেল ছড়িয়ে পড়ায় তাদের ডিম পাড়ার স্থান ও আশ্রয় খুঁজে নেওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে।
এ ছাড়া কুমির, ব্যাঙ ও সামুদ্রিক সাপ ও কাঁকড়াজাতীয় প্রাণীরাও একই রকম বিপদে আছে।
তথ্যসূত্রঃ
- তেলক্ষেতে বিস্ফোরণঃ হুমকির মুখে ৬০০ প্রজাতির প্রাণী, সারা বিশ্ব, পাতা ৮, প্রথম আলো, ০৫ মে ২০১০।
Visited 206 times, 1 visits today | Have any fisheries relevant question?