ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় প্রকাশিত ড. মনিরুজ্জামান খন্দকার (অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এর ব্যবহারিক লিমনোলজি ও মিঠাপানির জলজ উদ্ভিদের পরিচিতি বইটি একদিকে যেমন জীববিজ্ঞানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে তেমনই সময় উপযোগীও বটে । প্রায় চার দশক হতে লিমনোলজি বিষয়টি এদেশে জীববিজ্ঞান তথা ফিশারীজের পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত হয়েছে। শুরু থেকেই উপাত্ত সংগ্রহ লিমনোলজির একটি গুরুত্বপূর্ণ দিক। লিমনোলজি সংক্রান্ত বৈজ্ঞানিক উপাত্ত কি এবং কিভাবে তা পরিমাপ বা সংগ্রহ করা যায় এ সম্পর্কে বিশদ ধারণা দেয়া হয়েছে বইটিতে।
যেখানে সমগ্র বিজ্ঞান শিক্ষায় বাংলা ভাষায় লেখা বই অপ্রতুল সেখানে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় লিমনোলজির ব্যবহারিক জ্ঞান চর্চার উপর পূর্ণাঙ্গ একটা বই শুধু সময়ের চাহিদাই মেটায় নি বরং এক মলাটের ভিতর ভৌত-রাসায়নিক ও জীবজ লিমনোলজির গুরুত্বপূর্ণ ব্যবহারিক শিক্ষা সংশ্লিষ্ট তথ্য একত্রে উপস্থাপন বইটিকে করেছে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থী তো বটেই গবেষক, শিক্ষক, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপকারে লাগবে তা নিশ্চিতভাবে বলা যায়।
বইটির ভাষা প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী এবং এর শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, জলজ উদ্ভিদ গণের তালিকা ও ইংরেজি সংক্ষিপ্ত শব্দের তালিকা বইটিকে করছে আরও পাঠক বান্ধব।
বইটির প্রথম প্রকাশ জুলাই ১৯৯৭ এবং বইটির প্রচ্ছদ করেছেন সৈয়দ আবদুল করিম। ২৫৪ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-510-202-7 এবং মূল্য বাংলাদেশী টাকা ১৯২ মাত্র।
বইটিতে নিম্নলিখিত প্রভাবকসমূহ পরিমাপের বিভিন্ন পদ্ধতি প্রয়োজনীয় উপকরণসহ বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে-
- ভৌত প্রভাবক
- আলো
- তাপমাত্রা
- স্রোত
- বর্ণ
- রাসায়নিক প্রভাবক
- পি-এইচ (pH)
- কন্ডাক্টিভিটি
- ক্ষারত্ব
- মুক্ত কার্বন ডাই অক্সাইড
- দ্রবীভূত অক্সিজেন
- বিওডি ও সিওডি
- NO3-N
- NO2-N
- অ্যামোনিয়াম নাইট্রোজেন
- দ্রবীভূত ফসফরাস
- মোট ফসফরাস
- দ্রবীভূত সিলিকা
- ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
- ক্লোরাইড
- জীব জনিত প্রভাবক
- ক্লোরোফিল
- ফাইটোপ্লাংকটন
- জুপ্লাংকটন
- জলজ উদ্ভিদ
- তলদেশে বসবাসকারী
- প্রাথমিক উৎপাদন
- জলজ উদ্ভিদের পরিচিতি
- জলজ ব্যাক্টেরিয়া
- জলজ ছত্রাক
- জলজ উদ্ভিদ গোত্র
- শৈবাল
- ব্রায়োফাইটা
- টেরিডোফাইটা
- সপুষ্পক উদ্ভিদ
Visited 1,639 times, 1 visits today | Have any fisheries relevant question?