জীবমিতি বইটির প্রচ্ছদ
জীবমিতি বইটির প্রচ্ছদ

ড. কে. এন. শাহজাহান করিম (সহযোগী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী) রচিত “জীবমিতি” শিরোনামের বইটিতে জীবমিতির গুরুত্বপূর্ণ বিষয়াবলী সহজ ভাষায় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ, কৃষি, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিদ্যাসহ জীববিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের জীবমিতি বিষয়ে প্রাথমিক ধারণা ও জ্ঞানার্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়। বইটির কৈফিয়ত-এ লেখক জানিয়েছেন “বাংলাদেশে পরিসংখ্যানের বহু বই আছে, কিন্তু জীববিদ্যার ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে নেই”। যারা ফিশারীজের শিক্ষার্থী তারাও একই অভাব বোধ করেন তা নিশ্চিন্তভাবে বলা যায়। সেই দিক থেকে বইটি ফিশারীজের বিশেষত ফিশারীজ বায়োলজির শিক্ষার্থীদের জীব-পরিসংখ্যান অধ্যয়নে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা প্রত্যাশা করা যায়।

বইটিতে সংযুক্ত বিভিন্ন প্রতীক, শব্দ সংক্ষেপের পূর্ণরূপ, গ্রন্থপঞ্জী, পরিসংখ্যানিক সারণী ও বাংলা শব্দাবলীর পাশাপাশি ইংরেজি টার্মের সংযোজন বইটিকে করছে সমৃদ্ধ আর পাঠক বান্ধব যা এ বিষয়ে জ্ঞানার্জনে আগ্রহীদের সূচনায় সহায়ক হবে তা বলা যায়।

জীবমিতি পরিচিতি বইটির প্রথম প্রকাশ মে ১৯৯৬, প্রথম সংস্করণ ১ জানুয়ারি ২০০০। প্রকাশক মোহাম্মদ হোসেন, ইউরেকা বুক এজেন্সী, নিউমার্কেট, রাজশাহী। ২৪৩ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৫০ (সাদা কাগজ) অথবা ৭৫ (নিউজপ্রিন্ট কাগজ) মাত্র।

বইটিতে আলোচিত বিষয়াবলী নিচে দেয়া হল-

  • তথ্য সংগ্রহ এবং উপস্থাপন
  • মধ্যমা, মোড ও গড়
  • কাইবর্গ পরীক্ষা
  • টি-পরীক্ষা
  • ভেদাঙ্ক বিশ্লেষণ
  • সহ-সম্বন্ধ ও নির্ভরণ
  • জেড পরীক্ষা
  • স্লিপেজ পরীক্ষা
  • আংশিক ও বহুধা সহ-সম্বন্ধ ও নির্ভরণ
  • প্রবিট বিশ্লেষণ
  • উপাত্তের রূপান্তর
  • লাইফ টেবিল

Visited 428 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: জীবমিতি

Visitors' Opinion

Tagged on:                     

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.