তুলনামূলক শারীরস্থান বইটির প্রচ্ছদ
তুলনামূলক শারীরস্থান বইটির প্রচ্ছদ

ড. স্বপন কুমার দত্ত, ড. মোঃ আলতাফ হোসেন, ড. মোঃ আব্দুল মজিদ, ড. মোঃ নাছিরউদ্দিন প্রামাণিক এবং মোঃ আব্দুল মজিদ প্রাং রচিত “তুলনামূলক শারীরস্থান” শিরোনামের বইটিতে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের শারীরস্থানের তুলনামূলক বিবরণ অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে প্রয়োজনীয় চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক এবং ফিশারীজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিষয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করবে তা নিশ্চিতভাবে বলা যায়। গ্রন্থটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, নমুনা প্রশ্ন ও পার্থক্যমূলক সংজ্ঞা বইটিকে করছে আরও সমৃদ্ধ।

তুলনামূলক শারীরস্থান বইটির প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০০৩ এবং পুনর্মুদ্রণ মার্চ ২০০৫। প্রকাশক সহিদুল হাসান মল্লিক, মল্লিক ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা। বইটির ISBN 984-8272-07-0। ৪০৮ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ২০০.০০ মাত্র।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –

প্রথম অংশ: অমেরুদণ্ডী প্রাণী

  • তুলনামূলক শারীরস্থান: প্রোটোজোয়া বা অকোষীয় প্রাণী
    • দেহাবরণ ও কঙ্কাল
    • নিউক্লিয় বস্তু
    • চলন অঙ্গাণু ও চলন
    • পুষ্টি
    • প্রজনন
    • উপনিবেশ গঠন
    • পরজীবী ও পরজীবিতা
  • তুলনামূলক শারীরস্থান: পরিফেরা বা স্পঞ্জ
    • দেহপ্রাচীর ও কোষের ধরণ
    • কঙ্কাল
    • নালীতন্ত্র
    • প্রজনন ও পরিস্ফুটন
    • জাতিজনি এবং অভিযোজনিক বিচ্ছুরণ
  • তুলনামূলক শারীরস্থান: নিডেরিয়ান প্রাণী
    • বহুরূপতা এবং মেটাজেনেসিস
    • নেমাটোসিস্ট
    • প্রবাল ও প্রবাল প্রাচীর/দ্বীপ
  • তুলনামূলক শারীরস্থান: প্লাটিহেলমিন্থ বা চ্যাপ্টা কৃমি
    • আসঞ্জন অঙ্গ
    • গলবিল
    • রেচনতন্ত্র
    • জীবনচক্রের ধরন
    • পরজীবীয় অভিযোজন
  • তুলনামূলক শারীরস্থান: নেমাটোড বা গোলকৃমি
    • পরজীবী নেমাটোড
  • তুলনামূলক শারীরস্থান: অ্যানিলিড ব খণ্ডায়িত প্রাণী
    • চলন অঙ্গ ও চলন
    • খণ্ডকীয় অঙ্গ
    • বাসস্থান এবং খাদ্য গ্রহণ স্বভাবের ভিত্তিতে পলিকিটার অভিযোজনিক বিচ্ছুরণ
    • পলিকিটার অযৌন জনন
    • পরিস্ফুটন ও লার্ভা
  • তুলনামূলক শারীরস্থান: আর্থ্রোপড বা সন্ধিপদী
    • উপাঙ্গ
    • শ্বসনতন্ত্র
    • রেচনতন্ত্র
    • ক্রাস্টাশিয়ান লার্ভা
    • ক্রাস্টাশিয়ান পরজীবী
    • পতঙ্গের মুখোপাঙ্গ
    • পতঙ্গের রূপান্তর
  • তুলনামূলক শারীরস্থান: মলাস্ক বা কম্বোজ
    • খোলক
    • মুক্তা ও মুক্তাগঠন
    • পদ ও পদের রূপান্তর
    • শ্বসন অঙ্গ ও শ্বসনকৌশল
    • অডোন্টোফোর ও রেডুলা
    • টরশন ও ডিটরশন
    • স্নায়ুতন্ত্র
  • তুলনামূলক শারীরস্থান: ইকাইনোডার্ম বা কন্টকত্বকী প্রাণী
    • প্রতিসমতা
    • কঙ্কাল
    • পানি সংবহনতন্ত্র
    • চলন অঙ্গ ও শ্বসনকৌশল
    • লার্ভা
    • অমেরুদণ্ডীদের হরমোন

দ্বিতীয় অংশ: মেরুদণ্ডী প্রাণী

  • তুলনামূলক শারীরস্থান: ত্বক ও তকোদ্ভূত অঙ্গাদি
    • ত্বক
    • তকোদ্ভূত অঙ্গাদি
    • তুলনামূলক শারীরস্থান: কঙ্কালতন্ত্র
    • অক্ষীয় কঙ্কাল
    • উপাঙ্গিক কঙ্কাল
  • তুলনামূলক শারীরস্থান: পেশীতন্ত্র
    • বিভিন্ন পেশীর তুলনামূলক সজ্জাবিন্যাস
  • তুলনামূলক শারীরস্থান: পরিপাকতন্ত্র
    • ভ্রূণীয় পরিপাকতন্ত্র
    • পরিপাক নালী
    • সহায়ক অঙ্গাদি
  • তুলনামূলক শারীরস্থান: শ্বসনতন্ত্র
    • শ্বসন অঙ্গ
  • তুলনামূলক শারীরস্থান: সংবহনতন্ত্র
    • সংবহনের প্রকৃতি
    • রক্ত
    • হৃদপিণ্ড
    • ধমনীতন্ত্র
    • শিরাতন্ত্র
    • লসিকাতন্ত্র
  • তুলনামূলক শারীরস্থান: সমন্বয়কারী তন্ত্র
    • স্নায়ুতন্ত্র
    • সংবেদী অঙ্গ
    • অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র
    • ফেরোমোন
  • তুলনামূলক শারীরস্থান: রেচন-জননতন্ত্র
    • রেচনতন্ত্র
    • প্রজননতন্ত্র
  • পার্থক্যমূলক সংজ্ঞা
  • নমুনা প্রশ্নাবলী
  • গ্রন্থপঞ্জী

Visited 1,784 times, 2 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: তুলনামূলক শারীরস্থান

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.