২০০৭ সালের তিনজন সদস্য নিয়ে প্রথম বিডিফিশের যাত্রা শুরু হয়। ফিশারীজ সংশ্লিষ্ট তথ্য সবার কাছে সহজ প্রাপ্য করার লক্ষে ফ্রি ডোমেইন ও হোস্টিং এর উপর নির্ভর করে এইচটিএমএল ভিত্তিক একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়। কিন্তু অল্প দিনেই প্রকাশনার পরিধি বাড়তে থাকায় নিজস্ব ডোমেইন ও হোস্টিং নিয়ে সিএমএস ভিত্তিক ওয়েবসাইট নির্মাণের পরিকল্পনা করা হয় এবং সে আনুযায়ী বর্তমানের এই ওয়েবসাইটটি যাত্রা শুরু করে ২০০৯ সালে। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। বাড়তে থাকে এর কর্মপরিধি। ফিশারীজে আগ্রহীদের মাঝে নিজেদের একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয় বিডিফিশ। এখানে প্রথম বিডিফিশ বাংলা টিমের (২০০৭-২০০৮) পরিচিতি দেয়া হল-
টিম লিডার
সদস্য
Visited 418 times, 1 visits today | Have any fisheries relevant question?
প্রথম বিডিফিশ বাংলা টিম (২০০৭-২০০৮)