বিপন্ন পদ্মার বিপন্ন শুশুক নিধন চলছে এভাবেই

গত ২১ আগষ্ট ২০১০ তারিখে পদ্মার গোদাগাড়ী পয়েন্ট থেকে জেলেরা একটি শুশুক ধরার পর এভাবে ঠোট ও লেজ বেঁধে বিক্রির জন্য আড়তে নিয়ে আসে। পরবর্তীতে জীবন্ত এই শুশুকটি ১৬৫০.০০ টাকায় বিক্রি হয়। অনুসন্ধানে জানা যায় পদ্মায় জেলেদের মাছ ধরার উদ্দেশ্যে

মাছ বলতে কি বোঝায়?

“মাছ” শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা পাখনার সাহয্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্য শ্বাস-প্রশ্বাস চালায়। যেমন- রুই, কাতলা, মৃগেল, ইলিশ ইত্যাদি। এখানে- শীতল-রক্ত বিশিষ্ট প্রাণীঃ শীতল-রক্ত বিশিষ্ট (Poikilothermy বা Cold-blooded) প্রাণী বলতে সেসব প্রাণীদের বোঝায় যাদের দেহের তাপমাত্রা

প্রাণী বর্ণমালা

লক্ষ লক্ষ প্রাণীর মাঝে বসত করি ভাই কটা প্রাণী তেমন ভাবে চিনতে বল পাই। ছোট্ট জীবন-স্বল্প সময় তবুও সাধ মনে হতো যদি জানা শোনা সকল প্রাণীর মনে। তাইতো এলেন যুগে যুগে প্রাণীবিদ কত পথ দেখালেন চিনে নেবার প্রাণী আছে যত।