দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার স্থানীয় মাছ সিলভার সার্ক থাইল্যান্ড থেকে সর্বপ্রথম আমাদের দেশে নিয়ে আসা হয়। হাঙ্গরের পৃষ্ঠপাখনার গঠনের সাথে এদের পৃষ্ঠপাখনার গঠনের মিল থাকায় এদের সার্ক নামে ডাকা হয় (Fishlore, 2009b)। শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position) পর্ব: