মাৎস্য বিষয়ক তথ্য শেয়ারের এই অনলাইন মঞ্চের (বিডিফিশের) পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার অভিপ্রায়ে বিডিফিশ নিম্নলিখিত নীতিমালা ও শর্তাবলি অনুসরণ করে আসছে।

লেখকের জন্য:

  • বিডিফিশে প্রকাশের জন্য প্রেরিত লেখা লেখকের নিজস্ব/মৌলিক লেখা বলে বিবেচিত হবে। লেখায় ব্যবহৃত অন্য উৎস্য হতে সংগৃহিত তথ্য (সেকেন্ডারি ডাটা) ব্যবহারের সময় অবশ্যই যথাযথভাবে তথ্যসূত্র (অনলাইনের ক্ষেত্রে সংযুক্তিসহ) উল্লেখ করতে হবে। সেকেন্ডারি ডাটা প্রকাশের জন্য অনুমতির বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট লেখককে তা নিজ দ্বায়িত্বে সংগ্রহ করতে হবে।
  • বিডিফিশে প্রকাশিত লেখার স্বত্ব সংশ্লিষ্ট লেখকের যা Creative Commons License এর আওতায় সংরক্ষিত।
  • বিডিফিশে প্রকাশিত সকল লেখার  ও মন্তব্যের দায়-দায়িত্ব যথাক্রমে সংশ্লিষ্ট লেখক ও মন্তব্যকারীর। কোন ভাবেই কোন লেখা বা মন্তব্যের জন্য বিডিফিশকে দায়ী করা যাবে না।
  • কারিগরি ত্রুটি বা অন্য কোন কারণে প্রকাশিত লেখা বা মন্তব্য আংশিক বা সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে এমনকি অপব্যবহারও (যেমন কপি-পেষ্ট তথা নকল, সম্মতি না নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার ইত্যাদি) হতে পারে। সকল তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহারে বদ্ধ পরিকর হওয়া সত্ত্বেও বিডিফিশ আপনার লেখা বা মন্তব্য যথাযথ সংরক্ষণ ও ব্যবহারের নিশ্চয়তা দিতে পারে না। তাই সকল লেখা/মন্তব্য সংশ্লিষ্ট লেখক/মন্তব্যকারী পরবর্তিতে ব্যবহারের জন্য নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন।

 

পাঠক তথা ব্যবহারকারীর জন্য:

  • বিডিফিশে প্রকাশিত লেখা যথাযথভাবে তথ্যসূত্র উল্লেখপূর্বক (অনলাইনের ক্ষেত্রে সংযুক্তিসহ) সেকেন্ডারি ডেটা হিসেবে কেবলমাত্র অবাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কোনভাবেই লেখক/মন্তব্যকারীর লিখিত অনুমতি ছাড়া কোন লেখা/মন্তব্য ইত্যাদি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
  • বিডিফিশ নির্ভুল তথ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ। তারপর দূর্ঘটনাবশত কোন তথ্য ভুলভাবে প্রদশিত হতে পারে। এমনতাবস্থায় এর ব্যবহার ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। তাই বিডিফিশের তথ্য নিজ দায়িত্বে ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের উপস্থাপনকৃত তথ্য পাঠক নিজ দায়িত্বে ব্যবহার করছেন বলে বিবেচিত হবে এবং এর তথ্য ব্যবহারে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলে বিডিফিশকে তার জন্য কোনভাবেই দায়ী করা যাবে না।

 

Visitors' Opinion