ফলি

অত্যন্ত চাপা দেহের এ মাছটির বৈজ্ঞানিক নাম Notopterus notopterus, ইংরেজী নাম Bronze featherback এবং স্থানীয় নাম ফলুই। এর পৃষ্ট ও পুচছ পাখনা ছোট এবং পায়ু পাখনা লম্বাটে। এর দৈর্ঘ্যে প্রায় ৬০ সে.মি. পর্যন্ত হয়ে থাকলেও আমাদের দেশে রেকর্ডকৃত ফলি মাছের সর্ব্বোচ্চ দৈর্ঘ্য ৩৬ সে.মি.। বাংলাদেশের বিলুপ্তপ্রায় মাছগুলোর মধ্যে এটি অন্যতম।

এ মাছ শৈবাল, পোকামাকড়, কাদা, বালি ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া কখনও কখনও এরা ছোট মাছও খেয়ে থাকে। ফলি বর্ষাকালে প্রজনন করে থাকে এবং ২৫ সে.মি. দৈর্ঘের প্রাপ্তবয়স্ক একটি মা মাছ এক প্রজনন ঋতুতে প্রায় ৩০০০ ডিম দিয়ে থাকে। প্রজনন ঋতুতে এ মাছ আগাছাযুক্ত স্থানে বাসা তৈরী করে ডিম ছাড়ে এবং এদের ডিম আঠালো ও হলুদ রংয়ের। ডিম পাড়ার পর মা ও বাবা উভয় মাছই তা পাহারা দেয়।

এ মাছ খেতে সুস্বাদু এবং বাজারে বেশ চাহিদা রয়েছে। এছাড়া বাহারি মাছ হিসেবে একুয়ারিয়ামেও ফলি মাছ পালন করা যায়।

ফলি মাছ নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড়, পুকুরসহ সকল ধরনের স্বাদুপানির জলাশয়ে বিশেষত প্লাবিত ধান বা পাট ক্ষেতেবাস করে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালেশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ভারত, নেপাল, পাকিস্তান ও চীনে দেখতে পাওয়া যায়।

তথ্যসূত্রঃ
শফি, মো. এবং কুদ্দুস, মি. মু. আ.; ১৯৮২। বাংলাদেশের মাৎস্য সম্পদ। ১ম সংস্করণ। বাংলা একাডেমী, ঢাকা, বাংলাদেশ। মো. পৃ. xii+৪৪৪।

Rahman, A K M; 2005. Freshwater Fishes of Bangladesh, 2nd Edition. Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka, Bangladesh, XVIII+394 pp.

Talwar, P.K. and A.G. Jhingran; 1991. Inland Fishes of India and Adjacent Countries. Oxford and IBH Publishing Co. Pvt. Ltd., New Delhi, India. LIV + 1158 pp.

www.fishbase.org


Visited 5,022 times, 1 visits today | Have any fisheries relevant question?
ফলি

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.