বাংলা ভাষায় মৎস্য বিষয়ক ওয়েবসাইটের উপর এই লেখাটি তৈরি করার জন্য গুগলে (বাংলা ভার্সন) অনুসন্ধান করে হতাশ হতে হলো। কারণ বিডিফিশের বাংলা সাইট (BdFISH Bangla) ছাড়া বাংলায় শুধুমাত্র মৎস্য বিষয়ক কোন সাইটের অস্তিত্ব পাওয়া গেল না। যা পাওয়া গেল তা হচ্ছে বাংলাদেশ ফিশারীজ রিসার্চ ইনসটিটিউটের ইংরেজী ভাষায় প্রকাশিত মূল সাইটের বাংলা ভার্সন। আর পাওয়া গেল কৃষি বিষয়ক কয়েকটি সাইট যেখানে রয়েছে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর চাষ সম্পর্কিত প্রবন্ধ। সেই সাইটগুলোই এখানে তুলে ধরা হলো। প্রত্যাশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন।
বাংলাদেশ ফিশারীজ রিসার্চ ইনসটিটিউট
URL: www.fri.gov.bd/index.php?module=content&action=default&cntid=1607&mid=-1&lan=2
“মৎস্য উন্নয়ন বিষয়ক সকল প্রকার গবেশনা পরিচালনা ও জাতীয় পর্যায়ে সকল প্রতিষ্ঠানের গবেষণার সমন্বয় সাধন, মৎস্য উৎপাদন, ব্যবসহাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন ব্যবস্থার অধিকতর কার্যক্ষম ও স্বল্পব্যয়ী পদ্ধতি উদ্ভাবন, অধ্যাদেশ ও আইনের লক্ষ্য অর্জনে অন্যান্য কার্যাদি সম্পাদন এবং মৎস্য ক্ষেত্রে উন্নয়ন নীতিমালা প্রণয়নে সরকারকে সহয়তা প্রদান” এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ ফিশারীজ রিসার্চ ইনসটিটিউট কাজ করে যাচ্ছে। এই সাইট থেকে আপনি জানতে পারবেন বি. এফ. আর. আই. এর সকল কার্যক্রমের তথ্য ছাড়াও এর সকল কেন্দ্র ও উপকেন্দ্রের নানা তথ্য। এছাড়াও রয়েছে প্রকাশনার তালিকা, চলমান গবেষণা, চলমান প্রশিক্ষণ, গ্রন্থাগার, নিউজলেটার, জার্নাল, রিপোর্ট, আপকামিং ইভেন্টস, ফটো গ্যালারী ও প্রশ্নত্তর এর মতো গুরুত্বপূর্ণ বিষয়াদি। তবে অনেক লিঙ্ক এখনও অসম্পূর্ণ রয়েছে। প্রত্যাশা করা যায় তা দ্রুত পূর্ণতা পাবে।
এগ্রোবাংলা ডট কম
URL: www.agrobangla.com
“কৃষি তথ্যের অবাধ প্রবাহে অগ্রগামী আমরা… “এই স্লোগান নিয়ে প্রকাশিত হচ্ছে এগ্রোবাংলা ডট কম সাইটটি। এর শিরোনামে আরও বলা হয়েছে- বিশ্বের সকল বাংলা ভাষীর জন্য বাংলা ভাষায় সর্ববৃহত কৃষি তথ্য ভাণ্ডার। এর মৎস্যচাষ বিভাগে মাছ চাষের নানাবিধ পদ্ধতি নিয়ে অনেক লেখা রয়েছে যেমন- মৎস্য পোনা, খাদ্য ও পুকুর ব্যবস্থাপনা; মাছ চাষের র্পূনাঙ্গ ব্যবস্থাপত্র; মাছের খাদ্য ব্যবস্থাপনা; হ্যাচারী, পোনা ও প্রজনন তথ্য; মাছের রোগব্যাধি ও প্রতিকার; মিশ্র মাছ চাষ; একক মাছ চাষ পদ্ধতি; দেশীয় মাছ চাষ; ঘেরে গলদা চিংড়ি চাষ; সমন্বিত চিংড়ি চাষ; কুমির চাষ; একুরিয়ামে মাছ পালনের পদ্ধতি; একুরিয়ামে মাছ পালনের মাধ্যমে আয়; নদীর উপর ভাসমান খাচায় মৎস্য চাষ; সামুদ্রিক শৈবাল চাষ; চীনের মাছ চাষ পদ্ধতি উপর প্রতিবেদন; মাছের আঁশ থেকে মুক্তা; মাছ চাষে বায়োটেকনোলজি ইত্যাদি। এসব বিষয়ে আপনার আগ্রহ থাকলে তা পুরণ করতে ঘুরে আসতে এই সাইট থেকে পারেন।
জীয়ন
URL: www.jeeon.com.bd
“জীবনের জন্য তথ্য” এই স্লোগানকে সামনে রেখে প্রকাশিত হয়েছে জীয়ন। এখানে আরও বলা হয়েছে- সাধারণ মানুষের জীবন ও জীবিকার সর্ব বৃহৎ বাংলা তথ্য ও জ্ঞান ভান্ডার। এর কৃষি বিভাগে মাছ ও জলজ প্রাণীর চাষ উপবিভাগে মাছ চাষ বিষয়ক যেসব তথ্য রয়েছে তাহচ্ছে- মাছচাষে সাফল্য; পত্রপত্রিকার খবরাখবর; মাছ নিয়ে প্রশ্নোত্তর; জাত অনুযায়ী চাষ পদ্ধতি; মাছচাষের নানা বিষয়; মাছ বিষয়ে নানা তথ্য; মাছ নিয়ে প্রশ্নোত্তর ও প্রতিবেদন; কাঁকড়া চাষ; কাছিম চাষ; মুক্তা চাষ ইত্যাদি। এর মধ্যে মাছ/চিংড়ি চাষ বিষয়ক প্রশ্ন-উত্তর পর্বটি আপনার ভাল লাগবে তা নিশ্চিত করে বলা যায়।
মাটির কথা
URL: www.banglarkrishi.gov.in
“গ্রামীন বিকাশের স্বার্থে নাগরিক কেন্দ্রিক তথ্য ভাণ্ডার” এই স্লোগানকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হচ্ছে মাটির কথা। এর মৎস্য বিভাগে রয়েছে রুই, কাতলা, মৃগেল চিংড়ি, সিঙ্গি, কই, মাগুর, গ্রাসকার্প, সিলভার কার্প, সাইপ্রিনাস কার্পিও ও সামুদ্রিক মাছ চাষের নানা তথ্য যেমন- পোনার প্রাপ্তিস্থান, চাষের উপদেশাবলী, খাদ্য, খাদ্য গ্রহণ রীতি ও মাছের বাজার মূল্য।
IGD এর কৃষি বিভাগ
URL: www.indg.in
India Gateway Development শিরোনামের এই সাইটের বাংলা ভার্শন এর কৃষি বিভাগের মৎস্য ব্যবসায় উপবিভাগে রযেছে মাড ক্র্যাব; রঙিন মাছের চাষ; মূল্য সযোজিত উত্পন্ন; মিষ্টি জলের মুক্তোর চাষ; জলজ কৃষিকাজের মাধ্যমে বর্জ্য জল পরিশুদ্ধিকরণ; গ্রো-আউট কার্প চাষ(জলাশয়ে চাষ); মিষ্টি জলে বাগদা চিংড়ির চাষ(ভারতীয় নদীর বাগদা চিংড়ি); পোনা মাছের বাচ্চা এবং চারা পোনার বাণিজ্যিক উপাদন; পরিপোষণযোগ্য বাগদা চিংড়ি চাষ: কিছু উত্তম পরিচালন অভ্যাস; প্রতিপোষণযোগ্য বাগদা চিংড়ি চাষ-কিছু সতর্কতা প্রভূতি।
ব্যবসার তথ্য ও পরামর্শ
URL: www.byabsharkhobor.com
ব্যবসার তথ্য ও পরামর্শ শিরোনামের সাইটে জেলা ভিত্তিক নানাবিধ ব্যবসা সংক্রান্ত তথ্য পাবেন আপনি। যেমন আপনার জেলায় মাছ চাষ করতে চাইলে ব্যাংক ঋণের মাধ্যমে প্রয়োজনীয় টাকার জোগার করার জন্য সেই জেলার গুরুত্বপূর্ণ ব্যাংকের যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর রয়েছে এখানে। তবে এখানে কেবল মাত্র ৬টি জেলার তথ্য রযেছে।
কৃষি খবর
URL: http://krishikhabor.blogspot.com
প্রতিদিন বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে কত না কৃষি বিষয়ক খবর। এমনই সব খবরের সম্ভার নিয়ে প্রকাশিত হচ্ছে কৃষি খবর। কৃষি বিষয়ক সাইট হলেও এখানে মৎস্য বিষয়ক খবর কমই রয়েছে। তবুও দেখে আসতে পারেন একবার।
মাটি ও মানুষ
URL: http://matiomanus.blogspot.com
মাটি ও মানুষ সাইটে মূলত কৃষি বিষয়ক তথ্যের প্রাধ্যান্য থাকলেও মাছ চাষ নিয়েও বেশ কিছু পাতা রয়েছে। ঘুরে আসতে পারেন সেই পাতাগুলো দেখতে।
.
Visited 8,546 times, 1 visits today | Have any fisheries relevant question?