বিডিফিশের ফিশারীজ সংশ্লিষ্ট ওয়েবসাইট পরিচিতিতে এবার সাইট- Halda River: a natural fish spawning heritage of Bangladesh যার ওয়েব ঠিকানা www.haldariver.org। বলা হয়ে থাকে এটিই হালদা নদীর উপর প্রকাশিত একমাত্র ওয়েবসাইট। অন্যভাবে বলা যায় এটিই একমাত্র ওয়েবসাইট যেখানে শুধুমাত্র হালদা নদী বিষয়ক তথ্যাদি প্রকাশ করা হয়ে থাকে। সাইটটি ২০১১ সালে জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার-২০১১ প্রতিযোগিতায় সংস্কৃতি ও ঐতিহ্য ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। সাইটটির হোমপেজ থেকে জানা যায় গত ০৭ জুলাই ২০১১ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভো থিয়েটারে বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এর কাছে থেকে ট্রফিটি গ্রহণ করেন সাইট এর স্বত্বাধিকারী মোঃ মনজুরুল কিবরীয়া, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সাইটটির সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হচ্ছে ভিডিও। তথ্যবহুল এসব ভিডিও মূলত বিভিন্ন টেলিভিশনে প্রচারিত খবর বা প্রামাণ্যচিত্রের ইউটিউব ভার্শন। এছাড়াও রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের উপর একটি ভিডিও রয়েছে এখানে। ইমেজ বিভাগটিও কম লোভনীয় নয়। যাদের পক্ষে হালদা নদীটি স্বচক্ষে দেখা সুযোগ হয় নি তাদের তো বটেই যারা দেখেছেন তাদেরও দেখার চাহিদা পূরণ করবে তা নিশ্চিত করে বলা যায়। হালদা পুনরুদ্ধার প্রকল্প নিয়ে বিস্তারিত রয়েছে পাবলিকেশন বিভাগে। এখানে “হালদা পুনরুদ্ধার প্রকল্প: জনপ্রত্যাশা ও বাস্তবতা” শিরোনামের বইটির বিভিন্ন অধ্যায় পিডিএফ ফরমেটে রক্ষিত রয়েছে যা হালদা নদী বিষয়ে জ্ঞানপিপাসুদের আগ্রহ মেটাতে সক্ষম হবে তা বলা যায়। এছাড়াও নিউজ আর্কাইভে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদপত্রে হালদা বিষয়ক প্রকাশিত খবরের শিরোনাম ও সংযুক্তি। ম্যাপ বিভাগে রয়েছে হালদায় মাছের প্রজননক্ষেত্রের অবস্থানগত মানচিত্র। মানচিত্রগুলোর আকার আরও বড় হওয়া প্রয়োজন যাতে করে দর্শকরা তা ভালভাবে বুঝতে পারে। হালদা প্রকল্প বিভাগে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প” সম্পর্কে নানাবিধ তথ্যাদি উপস্থাপন করা হয়েছে। ওয়েবসাইটের উদ্দেশ্য বিভাগে হালদাকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য, বাংলাদেশের জাতীয় নদী, নদী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, তথ্যভাণ্ডার তৈরি ইত্যাদি তুলে ধরা হয়েছে। সাইটটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন এই পাতা থেকে। সাইট এর ব্যবস্থাপনা দল সম্পর্কে জানতে যেতে পারেন এই পাতায়। বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করে সাইটটি তৈরি করা হলেও এর বেশিরভাগ তথ্যই বাংলায় প্রকাশ করা হয়েছে যা বাংলাভাষীদের জন্য বাড়তি পাওনা তা নিশ্চিত করে বলা যায়।
এতকিছুর মাঝে যে পাতাটি সম্পর্কে আলাদা করে না বললেই নয় তার শিরোনাম হল- “হালদা নদী কেন বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য?”। পাতাটিতে হালদা নদীর গুরুত্ব বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাবলীল ভাষায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিটি তথ্য এতটাই গুরুত্বপূর্ণ যে তা এখানে হুবহু তুলে ধরার লোভ সংবরণ করতে পারলাম না।
হালদা নদী কেন বাংলাদেশের জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য?”
অদ্বিতীয় নদী: ঐতিহ্যবাহী: আর্থিক অবদান: পরিবেশ: জিন ব্যাংক: পানি সম্পদ: |
এ লেখাটি তৈরি করতে এবং হালদা বিষয়ক অধ্যয়নে আমাকে অনেকের লেখা পড়তে হয়েছে। তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার অনেক লেখা আমাকে কয়েকটি বিষয়ে বিভ্রান্তও করেছে। কিন্তু আমার সকল বিভ্রান্তি দূর করেছে এই সাইটে প্রকাশিত তথ্যাদি। তাই বলা যায় এই সাইটের তথ্যাদির উপর আস্থা রাখা যায় নিশ্চিতভাবেই।
Visited 675 times, 1 visits today | Have any fisheries relevant question?