ব্যবহারিক মাৎস্যবিজ্ঞান বইটির প্রচ্ছদ
ব্যবহারিক মাৎস্যবিজ্ঞান বইটির প্রচ্ছদ

ড. মোহাম্মদ শফি ও ড. মিঁয়া মুহম্মদ আবদুল রচিত “বই পরিচিতি: ব্যবহারিক মাৎস্যবিজ্ঞান” শিরোনামের বইটিতে মাছের শ্রেণীবিন্যাসবিদ্যা; মাছের কঙ্কালতন্ত্র, কলাবিদ্যা, ভ্রূণবিদ্যা, ব্যবচ্ছেদবিদ্যা, পরজীবীবিদ্যা; মৎস্য প্রজাতির সংখ্যাঘনত্বের গতি নিরূপণ; জীবপরিসংখ্যান ইত্যাদি বিষয়াবলী অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আর চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক এবং ফিশারীজ বায়োলজি এন্ড জেনেটিক্স, এ্যাকুয়াকালচার, মাৎস্য ব্যবস্থাপনা ও মাৎস্য প্রযুক্তি বিষয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করবে তা নিশ্চিতভাবেই বলা যায়। গ্রন্থটির শেষে সংযুক্ত পরিভাষা ও গ্রন্থপঞ্জি বইটিকে করছে সমৃদ্ধ।

ব্যবহারিক মাৎস্যবিজ্ঞান বইটির প্রথম প্রকাশ জ্যৈষ্ঠ ১৩৯২ বা জুন ১৯৮৫ (প্রকাশক: বাংলা একাডেমী) এবং দ্বিতীয় সংস্করণ নভেম্বর ২০০২ (প্রথম কবির পাবলিকেশন্স সংস্করণ)। প্রকাশক প্রকাশক মাহমুদ হাসান (বিপ্লব), কবির পাবলিকেশন, ঢাকা। ৩২৯ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৪০.০০ মাত্র। বইটির পরিবেশক: কবির বুক কর্ণার, ঢাকা।

  • বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –
    • মাছের শ্রেণীবিন্যাসবিদ্যা
    • মাছের শ্রেণিবিন্যাস সম্পর্কীয় প্রাথমিক কাজের নিয়মাবলী
    • মাঠকর্মীদের জন্য কতিপয় গুরুত্বপূর্ণ নির্দেশ
    • শ্রেণীবিভাজনীয় সনাক্তকরণের জন্য অজ্ঞাত মৎস্য নমুনা পর্যবেক্ষণ
    • শ্রেণীবিভাজনীয় সূত্র উপস্থাপনের বৈশিষ্ট্যসমূহ
  • মাছের কঙ্কালতন্ত্র
    • হাঙর মাছে কঙ্কালতন্ত্র
    • রুই মাছের কঙ্কালতন্ত্র
  • মাছের কলাবিদ্যা
    • হাঙর মাছের কলা
    • ইলিশ মাছের কলা
  • মাছের ভ্রুণবিদ্যা
    • রুই মাছের ভ্রূণতত্ত্ব: জনন কোষ, ভ্রূণের পরিস্ফুট, রেণুর পরিস্ফুটন,
    • ইলিশ মাছের ভ্রুণতত্ত্ব: পরিপক্বতা, জনন কোষ, ডিম ছাড়ার সময় ও স্থান, নিষেক, ভ্রূণের পরিস্ফুট, রেণুর পরিস্ফুটন
  • মৎস্য প্রজাতির সংখ্যাঘনত্বের গতি নিরূপণ
    • মৎস্য প্রজাতির পরিপক্বতা নিরীক্ষণ
    • মাছে ট্যাগের ব্যবহার
    • মাছের বৃদ্ধি ও বয়স নির্ণয়
    • মাছের খাদ্যাভ্যাস বিশ্লেষণ
  • মাছের ব্যবচ্ছেদ
    • হাঙর মাছ: গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যবচ্ছেদ প্রণালী ও বৈশিষ্ট্য
    • টাকি মাছ: গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যবচ্ছেদ প্রণালী ও বৈশিষ্ট্য
    • রুই মাছ: গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যবচ্ছেদ প্রণালী ও বৈশিষ্ট্য
  • মাৎস্যজ প্রাণীর ব্যবচ্ছেদবিদ্যা
    • গলদা ইচা: গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যবচ্ছেদ প্রণালী ও বৈশিষ্ট্য
    • ঝিনুক: গুরুত্বপূর্ণ অঙ্গের ব্যবচ্ছেদ প্রণালী ও বৈশিষ্ট্য
  • জীব পরিসংখ্যান
    • গণসমষ্টি
    • গড়, মোড ও মধ্যক
    • বিন্যাস
    • রেখাচিত্র
    • ভিন্নতা বিশ্লেষণ (analysis of variance)
    • পরিমিত বিচ্যুতি
    • এফ-পরীক্ষা
    • টি-পরীক্ষা
    • কাই-বর্গ পরীক্ষা
  • মাছের পরজীবীবিদ্যা
    • পরজীবীর প্রকারভেদ ও পর্যবেক্ষণ পদ্ধতি
    • অস্থায়ী স্লাইড প্রস্তুত
    • হেলমিনথ, অ্যানিলিড ও আর্থোপোড পরজীবী।
  • পরিভাষা
  • গ্রন্থপঞ্জি

Visited 1,714 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: ব্যবহারিক মাৎস্যবিজ্ঞান

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.