প তে পটকা (Puffer fish)
ফ তে ফলি বা ফলুই (Bronze featherback)
ব তে বোয়াল (Freshwater shark)
ভ তে ভেদা (Mud perch)
ম তে মাগুর (Walking catfish)
য তে ফ্যাসা (Gangetic hairfin anchovy)
র তে রুই (Rohu carp)
ল তে লাল চান্দা (Highfin Glassy Perchlet)
শ তে শিং (Stinging catfish)
কৃতজ্ঞতা স্বীকার:
- এ লেখার বেশ কয়েকটি ছবি নেয়া হয়েছে BdFISH -এ প্রকাশিত Balaram Mahalder এর বিভিন্ন লেখা থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
- এ লেখার কিছু ছবি নেয়া হয়েছে শামস মুহাঃ গালিব এর বিভিন্ন ফিচার থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
- এ লেখার দুটি ছবি নেয়া হয়েছে Md. Abul Bashar এর বিভিন্ন ফিচার থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
- এ লেখার একটি ছবি নেয়া হয়েছে Sk. Md. Mohaimenul Haque এর বিভিন্ন ফিচার থেকে। তার প্রতি লেখক বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। তিনি ছবিগুলো প্রদান না করলে এ লেখাটি কোন ভাবেই প্রকাশ করা সম্ভব হত না।
Visited 2,208 times, 1 visits today | Have any fisheries relevant question?
শিশুদের জন্য মৎস্য বর্ণমালা: ব্যঞ্জনবর্ণ (প-শ)