পাটল খোকসা, Shacra baril, Barilius shacra
পাটল খোকসা, Shacra baril, Barilius shacra

শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position)
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Cypriniformes (Carps)
পরিবার: Cyprinidae (Minnows and carps)
উপপরিবার: Rasborinae (Danioninae)
গণ: Barilius
প্রজাতি: B. shacra

সমনাম (Synonyms)
Barbus shacra (Hamilton, 1822)
Cyprinus shacra Hamilton, 1822
Opsarius shacra (Hamilton, 1822)
Opsarius cirratus McClelland, 1839

সাধারণনাম (Common name)
বাংলা: বাংলাদেশ- খোকসা, পাটল খোকসা, সাকু খোকসা
English: Shacra baril
India: খোকসা (পশ্চিমবঙ্গ) এবং ঘুরা (পাঞ্জাব) (Talwar and Jhingran, 1991)

ভৌগলিক বিস্তৃতি (Geographical Distribution)
বাংলাদেশ, ভারত (গঙ্গা, যমুনা এবং ব্রহ্মপুত্র অববাহিকা) এবং নেপালে এদের দেখা মেলে (Talwar and Jhingran, 1991)।
বাংলাদেশের উত্তুরের নদীগুলাতে এদের পাওয়া যায় (IUCN Bangladesh, 2000)। দিনাজপুরের নদী, খাল ও বিলে দেখা যায় (Shafi and Quddus, 2001)। দিনাজপুরের নদী ও জলপ্রবাহগুলোতে এরা বাস করে (Rahman, 1989 and 2005)।

সংরক্ষণ অবস্থা (Conservation status)
IUCN Bangladesh (2000) অনুসারে বাংলাদেশে এই মাছের সংরক্ষণ অবস্থা তথ্য ঘাটতি রয়েছে (Data deficient)।
এই প্রজাতির বৈশ্বিক সংরক্ষণ অবস্থা Least Concern (LC) অর্থাৎ এই মাছ বিস্তৃত পরিসরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় (Vishwanath, 2010)।

বাহ্যিক দৈহিক গঠন(External Morphology)
দেহ লম্বা। অঙ্কীয়প্রান্ত পৃষ্ঠীয়প্রান্তের চেয়ে অধিক উত্তল। মুখের হা মধ্যম প্রকৃতির। দুই জোড়া সুগঠিত স্পর্শী উপস্থিত যার মধ্যে উপরের চোয়ালে (maxilla) অবস্থিত স্পর্শী জোড়া চোখের ব্যাসের সমান অন্যদিকে চঞ্চুতে অবস্থিত স্পর্শী জোড়া তুলনামূলক দীর্ঘ। গলবিলীয় দাঁত দুই সারিতে বিন্যস্ত। (Latifa, 2009) ।
পার্শ্বরেখা বরাবর Talwar and Jhingran (1991) এবং Shafi and Quddus (2001) অনুসারে যথাক্রমে ৫৯-৭০ টি এবং ৬০-৭০ টি আঁইশ বর্তমান। পৃষ্ঠপাখনা তুণ্ড ও পুচ্ছপাখনার মধ্যবর্তী স্থানে পৃষ্ঠদেশ বরাবর উৎপন্ন হয়। বক্ষপাখনা ও শ্রোণীপাখনা পরস্পরে নিকটে অবস্থিত। বক্ষপাখনার প্রথম ৪ টি পাখনা-রশ্মি দীর্ঘ হয়ে থাকে (Rahman, 1989 and 2005)। এর আদর্শ দৈর্ঘ্য দেহের গভীরতার তুলনায় ৪.৩-৪.৫ গুণ বড় (Talwar and Jhingran, 1991)।
দেহের পৃষ্ঠদেশ জলপাই রঙের এবং উদর ও নিকটবর্তী অঞ্চল গোলাপী- রূপালি বর্ণের হয়ে থাকে। বারটি কালো দাগ উলম্বভাবে পার্শ্বরেখার উপর থেকে পৃষ্ঠপ্রান্ত পর্যন্ত বিস্তৃত (Talwar and Jhingran, 1991)। পৃষ্ঠপাখনা উপরের অংশের উপরে একটি কালো ব্যান্ড (band) উপস্থিত। এই প্রজাতির ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা (2n) ৫২ (Latifa, 2009)।

পাখনা সূত্র (Fin formula)
D. 9 (2/7); P1. 14; P2. 9; A. 10 (2/8) (Rahman, 1989 and 2005)
D ii 7; A ii-iii 8; P i 14; V i 8 (Talwar and Jhingran, 1991)
D. 9 (2/7); P. 15; V. 8; A. 10 (2/8) (Shafi and Quddus, 2001)

সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length)
বাংলাদেশে এই মাছের নথিভুক্ত সর্বোচ্চ দৈর্ঘ্য ৮.২ সেমি (Rahman, 1989 and 2005; Shafi and Quddus, 2001) এবং ১২.৫ সেমি (Talwar and Jhingran, 1991)।

আবাস্থল (Habitat)
নদী এবং প্রবহমান জলের তলদেশে যেমন এদের দেখা মেলে তেমনই পাওয়া যায় উপরিতলেও। এরা নদী ও ঝর্ণায় বাস করে। নদীর তলদেশে অবস্থিত বালি, কাঁদা, নুড়ি, পাথর, খোয়া রয়েছে এমন স্থানে এদের অধিক পরিমাণে পাওয়া যায়। (Talwar and Jhingran, 1991), (Fishbase, 2015)।

খাদ্য এবং খাদ্যাভ্যাস (Food and feeding habit)
প্রকৃতিতে এরা মূলত পানির উপরিস্থের খাবার শিকার করে খেয়ে থাকে যেমন উড়ুক্কু পতঙ্গ, ছোট মাছ। এছাড়াও এরা জলাশয়ের তলদেশে বসবাসকারী অমেরুদণ্ডীও প্রাণীও খেয়ে থাকে।

প্রজনন (Breeding)
ডিমধারী স্ত্রীদের দেহ একই বয়সের পুরুষদের চেয়ে স্থূল হয়ে থাকে।
এ্যাকুয়ারিয়ামে প্রজনন করার কোন তথ্য পাওয়া যায়না (Seriouslyfish, 2015)

এ্যাকুয়ারিয়াম ব্যবস্থাপনা (Aquarium Management)
এদের জন্য আদর্শ এ্যাকুয়ারিয়ামের আকার ন্যূনতম ১৫০ x ৬০ সেমি। পানির তাপমাত্রা ১৮-২৬ ডি.সে., পিএইচ ৬-৭.৫ এবং হার্ডনেস ৩৬-২১৫ পিপিএম। এ্যাকুয়ারিয়ামে এরা সব ধরণের খাবারই খেয়ে থাকে। যেমন জীবন্ত বা হিমায়িত ব্লাডওয়ার্ম (Bloodworm), আর্টেমিয়া (Artemia), কেঁচো (Earthworms) সহ ফলের মাছি ড্রসোফিলা (Drosophila) ও ছোট আকারের ঝিঝি পোকা (Cricket) ইত্যাদি খেয়ে থাকে (Seriouslyfish, 2015) ।

মৎস্য গুরুত্ব (Fishery information)
ভারতের মৎস্য খাতে এদের কোন গুরুত্ব পাওয়া যায় না (Talwar and Jhingran, 1991)। বাংলাদেশে একক প্রজাতি হিসেবে এদের উৎপাদন তথ্য পাওয়া যায়না। বাংলাদেশের শুষ্ক মৌসুমে মাঝে মধ্যে পাওয়া যায় (Latifa, 2009)।

এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে বিদেশে এর কদর আছে। বাংলাদেশেও এর সম্ভাবনা কম নয়।

 

তথ্য সূত্র(References)

  • Fishbase (2015) Species summary: Barilius shacra (Hamilton, 1822). Retrieve on 1 February 2015 and from http://www.fishbase.org/summary/24333
  • Latifa GA (2009) Barilius shacra. In: Ahmed, Z.U., Ahmed, A.T.A., Kabir, S.M.H., Ahmed, M., Begum, Z.N.T., Hasan, M.A., and Khondker, M. (eds.) Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol. 23. Freshwater Fishes (In Bengali). Asiatic Society of Bangladesh, Dhaka. pp. 53-54.
  • Hamilton F (1822) An account of the fishes found in the river Ganges and its branches. Edinburgh & London. An account of the fishes found in the river Ganges and its branches.: i-vii + 1-405, Pls. 1-39.
  • IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • McClelland J (1839) Indian Cyprinidae. Asiatic Researches 19(2): 217-471, Pls. 37-61.
  • Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 93-94.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 110-111.
  • Seriouslyfish (2015) Species profile: Barilius shacra (HAMILTON, 1822). Retrieved on 1 February 2015 and from http://www.seriouslyfish.com/species/barilius-shacra/
  • Shafi M and Quddus MMA (2001) Bangladesher Matsho Shampad (Fisheries of Bangladesh) (in Bengali), Kabir publication. Dhaka, Bangladesh. pp. 135-136.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 1, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, p. 351.
  • Vishwanath, W. 2010. Barilius shacra. The IUCN Red List of Threatened Species. Version 2014.3. <www.iucnredlist.org>. Downloaded on 01 February 2015 and from http://www.iucnredlist.org/details/166561/0

 

Acknowledgement:

 

English Feature:

 


Visited 1,015 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের মাছ: পাটল খোকসা, Shacra baril, Barilius shacra

Visitors' Opinion

মোঃ নূর-ই-ইসরাক হোসেন

Student; BSc Fisheries (Honours), Department of Fisheries, University of Rajshahi, Rajshahi-6205, Bangladesh.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.