শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position)
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Cypriniformes (Carps)
পরিবার: Cyprinidae (Minnows and carps)
গণ: Garra
প্রজাতি: G. annandalei
নামের শব্দতত্ত্ব (Etymology)
মায়ানমারে এই মাছটির স্থানীয় নাম garra অর্থাৎ বড় নাক (big nose) থেকে Garra শব্দটি এসেছে (Froese and Pauly, 2015)।
সমনাম (Synonyms)
Garra chaudhurii Hora, 1921
Garra satyendranathis Ganguly and Datta, 1973
সাধারণনাম (Common name)
বাংলা: ঘর পুইয়া, ঘর পোয়া
English: Annadale Garra, Annandale long sucker, Stone roller
ভৌগলিক বিস্তৃতি (Geographical Distribution)
বাংলাদেশ, ভারত (আসাম, বিহার, নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ), মায়ানমার ও নেপালের স্থানীয় মাছ (Rayamajhi and Jha, 2010)।
এছাড়াও ভুটানেও এই মাছ প্রাপ্তির তথ্য রয়েছে (Froese and Pauly, 2015)।
সংরক্ষণ অবস্থা (Conservation status)
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা মানদণ্ড 3.1 অনুসারে Least Concern (LC) অর্থাৎ প্রকৃতিতে এই প্রজাতি বিস্তৃত পরিসরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যদিও এর জনতার ধারা (Population Trend) বিষয়টি অজানা (Rayamajhi and Jha, 2010)।
বাংলাদেশে এই মাছ হুমকিগ্রস্ত (Threatened) নয় (IUCN Bangladesh, 2000)।
বাহ্যিক দৈহিক গঠন (External Morphology)
নলাকার দেহ লম্বা পার্শ্বীয়ভাবে সামান্য চাপা তবে মাথা উপর-নিচে সামান্য চাপা। মুখের হা ছোট, অর্ধবৃত্তাকার এবং উন্নতভাবে বিকশিত ও অবনত। দুই জোড়া স্পর্শী উপস্থিত যার মধ্যে এক জোড়া চঞ্চুতে (rostrum) এবং অন্য জোড়া উপরের চোয়ালে (maxilla) অবস্থিত। স্পর্শীগুলো মাংসল ও খাটো। অন্তঃঅক্ষিকোটরীয় অংশ উত্তল। উপরের ঠোটে ক্ষুদ্রাকার স্পর্শী (cilia) উপস্থিত। চিবুকে চোষক চাকতি উপস্থিত। পৃষ্ঠপাখনা তুণ্ডশীর্ষ ও পুচ্ছপাখনার ভিত্তির মধ্যবর্তী স্থানে পৃষ্ঠ প্রান্তে অবস্থিত। বক্ষপাখনা মাথা তুলনায় খাটো। শ্রোণীপাখনা পৃষ্ঠপাখনার বিপরীত পাশে অঙ্কীয় প্রান্তে অবস্থিত। পুচ্ছ পাখনা গভীরভাবে দ্বিবিভক্ত।
পার্শ্বরেখা বরাবর Rahman (1989 and 2005) অনুসারে ৩৪টি অন্যদিকে Talwar and Jhingran (1991) অনুসারে ৩৩-৩৪টি আঁইশ উপস্থিত। মোট দৈর্ঘ্য ও আদর্শ দৈর্ঘ্য মাথার দৈর্ঘ্যের যথাক্রমে ৫.৫ ও ৪.৫ গুণ হয়ে থাকে। মোট দৈর্ঘ্য ও আদর্শ দৈর্ঘ্য দেহ উচ্চতার যথাক্রমে ৬.৪ ও ৫.৫ গুণ হয়ে থাকে (Rahman, 1989)।
এদের দেহ ধূসর বর্ণের। আঁইশে ক্ষুদ্রাকার অসংখ্য বিন্দুর মত দাগ দেখতে পাওয়া যায়। পুচ্ছপাখনার নিচের খণ্ডটি কালো বর্ণের তবে অন্যান্য পাখনাসমূহ কালচে বর্ণের হয়ে থাকে । (Rahman, 1989 and 2005; Mohsin, 2009; Talwar and Jhingran, 1991)
পাখনা সূত্র (Fin formula)
D. 9 (2/7); P1. 15; P2. 9; A. 7 (2/5) (Rahman, 1989 and 2005)
D iii 7-8; A ii 5; P i 12-14; V i 7 (Talwar and Jhingran, 1991)
সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length)
Rahman (1989 এবং 2005) অনুসারে বাংলাদেশে নথিভুক্ত সর্বোচ্চ দৈর্ঘ্য ৬.৫ সেমি। অন্যদিকে Talwar and Jhingran (1991) অনুসারে ভারতে নথিভুক্ত সর্বোচ্চ দৈর্ঘ্য ২৩ সেমি।
স্বভাব ও আবাস্থল (Habit and Habitat)
এই মাছ পাহাড়ি জলপ্রবাহে পাওয়া যায় (Rahman, 2005)। তীব্র স্রোত ও পরিস্কার জল বিশিষ্ট পাহাড়ি ঝর্ণা ও নদীর পাথর সমৃদ্ধ তলদেশে এদের দেখতে পাওয়া যায় (Froese and Pauly, 2015)। চিবুকে উপস্থিত চোষক চাকতির সাহায্যে এরা পাথরের সাথে আটকে থাকতে পারে। এরা জলাশয়ের উপরিভাগ ও তলদেশ উভয় স্থানেই বাস করে। জলাশয়ের তলদেশে অবস্থিত পাথরের তলদেশে লুকিয়ে থাকতে পছন্দ করে।
খাদ্য এবং খাদ্যাভ্যাস (Food and feeding habit)
জলাশয়ে অবস্থিত পাথরে জন্মানো শৈবাল এদের প্রধান খাবার।
বাস্তুতাত্ত্বিক ভূমিকা (Ecological Role)
প্রাথমিক খাদক হিসেবে জলজ খাদ্য-জালে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
প্রজনন (Breeding)
এদের জনতার দ্বিগুণ হওয়ার সময়কাল কমপক্ষে ১.৪ থেকে ৪.৪ বছর (Froese and Pauly, 2015)।
অর্থনৈতিক গুরুত্ব (Economic importance)
একক প্রজাতি হিসেবে এই মাছের উৎপাদন তথ্য পাওয়া যায় না। বাংলাদেশে বিরল প্রজাতির মাছের মধ্যে এই মাছ অন্যতম। খাবারের মাছ বা চাষের মাছ হিসেবে এর গুরুত্ব নেই তবে এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর প্রচলন করা সম্ভব হলে এটি একটি সম্ভাবনাময় প্রজাতি হিসেবে বিবেচিত হবে তা নিশ্চিত করেই বলা যায়।
তথ্য সূত্র (References)
- Froese R and Pauly D (Eds.) (2015) Species Summery: Garra annandalei, Hora, 1921. FishBase. World Wide Web electronic publication. Downloaded on 21 April 2015 and from http://www.fishbase.org/summary/24465
- EOL (2015) Garra annandalei, Stone Roller. Downloaded on 21 April 2015 and from http://eol.org/pages/227503/details
- Ganguly DN and Datta NC (1974) A new cyprinid fish of the genus Garra Hamilton (Family: Cyprinidae) from the river Subarnarekha, Bihar, India. India Biologist v. 5 (no. 1-2) (1973): 91-94.
- Hora SL (1921) Indian cyprinoid fishes belonging to the genus Garra, with notes on related species from other countries. Records of the Indian Museum (Calcutta) v. 22 (pt 5, no. 29): 633-687, Pls. 24-26.
- IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
- Mohsin ABM (2009) Garra annandalei. In: Ahmed ZU, Ahmed ATA, Kabir SMH, Ahmed M, Begum ZNT, Hasan MA and Khondker M (eds.) Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol. 23. Freshwater Fishes (In Bengali). Asiatic Society of Bangladesh, Dhaka. p. 74.
- Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 142-143.
- Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 161-162.
- Rayamajhi A and Jha BR (2010) Garra annandalei. The IUCN Red List of Threatened Species. Version 2014.3. . Downloaded on 26 April 2015 and from http://www.iucnredlist.org/details/165542/0
- Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 1, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, pp. 419-420.
English Feature:
Acknowledgement:
- Special thanks go to Mr. A. Rana for providing a photograph (previously published on Fishbase.org) of this fish under the copyright license CC-BY-NC.
Visited 913 times, 1 visits today | Have any fisheries relevant question?