বাংলাভাষায় রচিত এবং বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত গাজী এস.এম আসমত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এর কর্ডেট ভ্রুণবিদ্যা (১ম খণ্ড) বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যার অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত ফিশারীজ জীববিজ্ঞান ও জেনেটিক্সের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের ভ্রূণের পরিস্ফুটন বিষয়ক কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। বইটিতে ভ্রুণবিদ্যার ইতিহাস, পরিস্ফুটনের সকল ধাপ সমূহ অত্যন্ত গুরুত্বের সাথে প্রয়োজনীয় ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।
বইটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, বাংলা ও ইংরেজি পরিভাষা বইটিকে করছে আরও পাঠক বান্ধব।
কর্ডেট ভ্রুণবিদ্যা (প্রথম খণ্ড) বইটির প্রথম প্রকাশ ফাল্গুন ১৪০০ (ফেব্রুয়ারি ১৯৯৪)। বইটির প্রচ্ছদ করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রকাশক গোলাম মঈনউদ্দিন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। ১৪০ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-2979-1 এবং মূল্য বাংলাদেশী টাকা ৬০ মাত্র।
বইটিতে যেসব বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলি নিচে দেয়া হল-
- ভ্রুণবিদ্যার ইতিহাস
- প্রাকসৃজন মতবাদ
- প্রাগজনি মতবাদ
- ভ্রুণবিদ্যায় বিবর্তনবাদের প্রভাব
- পুনরাবৃত্তি মতবাদ
- পরিস্ফুটনগত বলবিদ্যার উৎপত্তি
- জার্মপ্লাজম মতবাদ
- মোজাইক মতবাদ
- বিপাকীয় আক্ষিক বিপাকহার মতবাদ
- সংগঠন মতবাদ
- জননাঙ্গ
- ডিম্বাশয়
- শুক্রাশয়
- জননকোষের উৎপত্তি
- ডিম্বাণু
- ডিম্বাণুর প্রকারভেদ
- শুক্রাণু
- মধ্যস্ত্বক ও সিলোম
- কলার উৎস
- পরিস্ফুটনের ধাপসমূহ
- জননকোষ সৃষ্টি
- নিষেক
- সম্ভেদ
- গ্যাস্ট্রুলেশন
- অঙ্গসৃষ্টি
- বৃদ্ধি
- বিভেদন
- ব্যক্তিজনির শেষ অংশে মরফোজেনেটিক প্রক্রিয়া
- গ্যামেটোজেনেসিস
- স্পার্মাটোজেনেসিস
- স্পার্মাটিড সৃষ্টি
- স্পার্মিওজেনেসিস বা শুক্রাণুতে রূপান্তর
- উজেনেসিস
- স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিসের তুলনা
- নিষেক
- ডিম্বাণুর অভ্যন্তরে শুক্রাণুর প্রবেশ
- পরবর্তী ধাপসমূহ
- ডিম্বাণু-বিপাকে নিষেকের প্রভাব
- শুক্রাণু পরিবহন
- নিষেকস্থলে ডিম্বাণুর পরিবহন
- নিষেকে বিশৃঙ্খলা
- বহুশুক্রাণু প্রবেশ
- বহুশুক্রাণু প্রবেশ প্রতিরোধ
- নিষেকের গুরুত্ব বা তাৎপর্য
- সম্ভেদ
- সম্ভেদ ছন্দ
- সম্ভেদ তল
- সম্ভেদ নকশা
- সম্ভেদ নকশার বিভিন্ন উপাদানের প্রভাব
- কুসুম প্রভাবিত সম্ভেদের প্রকারভেদ
- সম্ভেদকালীন রাসায়নিক পরিবর্তন
- মরুলা ও ব্লাস্টুলা
- সম্ভেদের গুরুত্ব বা তাৎপর্য
- গ্যাস্ট্রুলেশন
- গ্যাস্ট্রুলেশনের বৈশিষ্ট্য
- ভাগ্য-মানচিত্র
- ভাগ্য-মানচিত্র নির্মাণ পদ্ধতি
- গ্যাস্ট্রুলেশন পদ্ধতি
- সহায়ক পদ্ধতি
- গ্যাস্ট্রুলেশনে বিপাকের হার
- গ্যাস্ট্রুলেশনের জিনের কর্মকাণ্ড
- গ্যাস্ট্রুলেশনের গুরুত্ব বা তাৎপর্য
- আবেশক বা সংগঠন
- মুখ্য আবেশক
- স্পেম্যান-এর মুখ্য সংগঠক
- স্নায়ুবিক আবেশনের প্রকৃতি
- আবেশী পদার্থের প্রকৃতি
- মরফোজেনেটিক চলন
- এপিথেলিয়ায় মরফোজেনেটিক চলন
- মেসেনকাইমে মরফোজেনেটিক পদ্ধতি
- কোষ বিভেদন
- অঙ্গসৃষ্টি
- দেহের আকৃতি পরিবর্তিত
- দেহের দীর্ঘায়ন
- লেজ গঠন
- মাধা ও দেহকাণ্ডে বিভক্তিকরণ
- উপাঙ্গের পরিস্ফুটন
- বহিঃভ্রুণীয় অংশ থেকে মূল ভ্রূণের পৃথকীকরণ
- তথ্যপঞ্জি
- পরিভাষা
- ইংরেজী-বাংলা
- বাংলা-ইংরেজী
Visited 694 times, 1 visits today | Have any fisheries relevant question?