উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে।

আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন।

মৎস্যবিদ্যা (Ichthyology)
জীববিজ্ঞানের যে শাখায় মাছের জীবতত্ত্ব সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয় তাকে মৎস্যবিদ্যা বলে। এ শাখায় সাধারণত মাছের উৎপত্তি, বিবর্তন, শ্রেণীবিন্যাস, অঙ্গ ও অঙ্গতন্ত্র, শারীরতত্ত্ব, বাস্তুতন্ত্র ইত্যাদি নিয়ে বিজ্ঞানসম্মত পাঠ ও গবেষণা করা হয়।

মাইগ্রেশন (migration)
খাদ্য গ্রহণ, প্রজনন বা অনুকূল পরিবেশ প্রাপ্তির উদ্দেশ্যে প্রাণীর একস্থান থেকে অন্যস্থানে গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসাকে মাইগ্রেশন (Migration) বলে। ইংরেজি Migration শব্দটি ল্যাটিন শব্দ Migrare থেকে এসেছে যার আভিধানিক অর্থ to travel বা ভ্রমণ এবং পারিভাষিক শব্দ অভিপ্রয়াণ। তবে প্রাণিবিজ্ঞানে মাইগ্রেশন বলতে কেবলমাত্র এলোমেলো ভ্রমণ বা স্থান পরিবর্তনকে বোঝায় না বরং একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রাণীর একস্থান থেকে অন্যস্থানে গমন এবং উদ্দেশ্য পূরণের পর পুনরায় পূর্বের স্থানে ফিরে আসা বোঝাতে মাইগ্রেশন শব্দটি ব্যবহৃত হয়। মাছ, উভচর, সরীসৃপ, পাখী ও স্তন্যপায়ীদের মাঝে সহজাত আচরণ হিসেবে মাইগ্রেশন দেখতে পাওয়া যায়।
পুনশ্চ: মাইগ্রেশন এর বাংলা অভিপ্রয়াণ কিন্তু অনেক জীববিজ্ঞানের বই-এ অভিপ্রয়াণ শব্দটি অভিপ্রয়ান, অভিপ্রায়ন, অভিপ্রায়ণ ইত্যাদি বানানে উল্লেখ করা হয়েছে যা স্পষ্টই ভুল।

মাছ (Fish)
মাছ শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা পাখনার সাহায্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্য শ্বাস-প্রশ্বাস চালায়। যেমন- রুই, কাতলা, মৃগেল, ইলিশ ইত্যাদি। মাছের প্রতিশব্দ মৎস্য, মীন

মাৎস্যবিজ্ঞান (Fisheries Science বা Fisheries)
ফলিত জীববিজ্ঞানের এ শাখায় মাছ ও অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন অন্যান্য জলজ প্রাণীর জীবতত্ত্ব, বাস্তুতন্ত্র, আহরণ, চাষ, সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়াদি নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা তথা পাঠ ও গবেষণা করা হয়।

মেরুদণ্ডী প্রাণী
যাদের দেহের পৃষ্ঠদেশ বরাবর একাধিক কশেরুকা নির্মিত মেরুদণ্ড রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন- মাছ, পাখি, মানুষ প্রভৃতি।

 

এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়।


Visited 1,286 times, 1 visits today | Have any fisheries relevant question?
মাৎস্য শব্দকোষ: ম

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.