জীবমিতি পরিচিতি বইটির প্রচ্ছদ
জীবমিতি পরিচিতি বইটির প্রচ্ছদ

ড. মো. হাসান তারীক রানা (সহযোগী অধ্যাপক, এগ্রোনমী এ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ, রাবি) রচিত “জীবমিতি পরিচিতি” শিরোনামের বইটিতে জীবমিতির বিভিন্ন বিষয়াবলী সহজ ভাষায় অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ, কৃষি, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিদ্যাসহ জীববিজ্ঞান সংশ্লিষ্ট সকল বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের জীবমিতি বিষয়ে প্রাথমিক ধারণা ও জ্ঞানার্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা যায়। বইটির মুখবন্ধে ড. এম. সাইফুল ইসলাম (প্রফেসর, প্রাণিবিদ্যা বিভাগ, রাবি) লিখেছেন- “জীবমিতির সঠিক প্রয়োগ ছাড়া বর্তমানে জীববিজ্ঞানের অনেক গবেষণালব্ধ ফলাফলের ব্যাখ্যা দেয়া প্রায় অসম্ভব। … লেখক সাবলীল ভাষায় সহজ কিছু উদাহরণ দিয়ে অপেক্ষাকৃত জটিল ব্যাপারগুলো সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করেছেন।”

বইটিতে সংযুক্ত বিভিন্ন প্রতীক, শব্দ সংক্ষেপের পূর্ণরূপ, গ্রন্থপঞ্জী, পরিসংখ্যানিক সারণী ও বাংলা শব্দাবলীর পাশাপাশি ইংরেজি টার্মের সংযোজন বইটিকে করছে সমৃদ্ধ আর পাঠক বান্ধব যা এ বিষয়ে জ্ঞানার্জনে আগ্রহীদের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করা যায়।

জীবমিতি পরিচিতি বইটির ISBN নম্বর 984-412-276-9 এবং প্রথম প্রকাশ জুন ১৯৯৭ আর প্রথম অনন্যা প্রকাশ মে ২০০২। প্রকাশক মনিরুল হক, অনন্যা, ৩৮/২ বাংলাবাজার, ঢাকা। ১৫৪ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ৯০ মাত্র। এবং

বইটিতে আলোচিত বিষয়াবলী নিচে দেয়া হল-

  • ভূমিকা: জীবমিতি (Introduction: Biometry)
  • বৈশিষ্ট্য, সমগ্রক, নমুনা ও চলক (Character, Population, Sample and Variable)
  • তথ্য সংগ্রহ এবং উপস্থাপন (Data collection and presentation)
  • কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ (Measures of central tendency)
  • বিস্তার পরিমাপ (Measures of dispersion)
  • সম্ভাবনা (Probability)
  • তাত্ত্বিক বিন্যাসসমূহ (Theoretical distributions)
  • যথার্থতা যাচাই (Test of significance)
  • কাই-স্কয়ার পরীক্ষা, সম্বন্ধপরতা ও কন্টিনজেন্সি সারণী (Chi-square test, Association and Contingency table)
  • স্টুডেন্ট- এর ‘t’ পরীক্ষা (Student’s ‘t’ test)
  • সংশ্লেষ (Correlation)
  • নির্ভরণ (Regression)
  • ভেদাঙ্ক বিশ্লেষণ (Analysis of variance: ANOVA and LSD)
  • পরীক্ষণ পরিকল্পনা (Design of experiment)

Visited 278 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: জীবমিতি পরিচিতি

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.