রাজশাহী এলাকার (গোদাগাড়ী থেকে চারঘাট পর্যন্ত) পদ্মা নদীতে রেকর্ডকৃত মৎস্য প্রজাতির সংখ্যা ১৪১টি যার মধ্যে ১৩৬ টি দেশী মাছ এবং অবশিষ্ট ৫টি বিদেশী প্রজাতির মাছ। এত স্বল্প পরিসরে এই বিপুল সংখ্যক মৎস্য প্রজাতি প্রাপ্তির বিষয়টি আমাদেরকে উদ্বেলিত করে। বিশেষত যারা মৎস্য বা প্রাণী বৈচিত্র্য বিষয়ে আগ্রহী তাদেরকে আশাবাদীও করে তোলে। তবে আশংকার কথা হচ্ছে উল্লেখিত ১৩৬ প্রজাতির দেশী মাছের মধ্যে প্রায় ষাট প্রজাতির মাছ বর্তমানে দুষ্প্রাপ্য। অর্থাৎ পদ্মার বৈচিত্র্যময় প্রজাতির একটা বড় অংশ আজ হুমকির মুখে। রাজশাহীর গোদাগাড়ী থেকে চারঘাট পর্যন্ত এলাকার পদ্মা নদীতে ১৪১ প্রজাতির মাছ পাওয়া গেলেও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পদ্মা নদীতে মাত্র ৭২ প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে ৫৭ প্রজাতির মাছ দেশীয় ছোট মাছের অন্তর্ভুক্ত। অন্যদিকে ২০১১ সালের গবেষণায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাজলা এলাকার পদ্মা নদীতে পাওয়া যায় ৬৭ প্রজাতির মাছ যার মধ্যে ৫ টি বিদেশী প্রজাতিও রয়েছে। বিদেশী প্রজাতির মাছ গুলো হল- সিলভার কার্প, বিগহেড কার্প, স্কেল কার্প ও মিরর কার্প, গ্রাস কার্প, থাইপুঁটি এবং তেলাপিয়া (তালিকা: টেবিল-৫)। ভিন্ন পরিবেশ থেকে আসা এই মাছ আমাদের নদীর বাস্তুতন্ত্রে কী প্রভাব ফেলছে বা ফেলতে পারে তা এখন মৎস্য জীববৈচিত্র্য বিজ্ঞানীদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ত্রিশ বছরের বিভিন্ন গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পদ্মায় একদিকে দেশী মাছের প্রজাতির সংখ্যা কমছে অন্যদিকে বেড়েছে বিদেশী মাছের উপস্থিতি।
 

পদ্মা নদীতে অতি বিরল (Very rare) প্রজাতির মাছের প্রজাতির সংখ্যা বর্তমানে ৫৯ টি যা টেবিল-১ এ দেয়া হয়েছে। এই অতি বিরল প্রজাতির মধ্যে সবচেয়ে দুর্লভ অর্থাৎ অতি বিরলতম হচ্ছে- মহাশের (Tor barb, Tor tor), কসা বা কসুতি পুঁটি (Kosuati barb, Oreichthys cosuatis) এবং গুটি বা তিলক পোয়া (Tiger-toothed croaker, Otolithus argenteus)। অন্যদিকে অতি বিরলও নয় আবার সচরাচরও পাওয়া যায় না অর্থাৎ বিরল (Rare) প্রজাতির মাছের প্রজাতির সংখ্যা ১৩ টি যা টেবিল-২ এ দেয়া হয়েছে। সচরাচর (Comomon) পাওয়া যায় এমন মাছের প্রজাতির সংখ্যা ২৬ টি যা টেবিল-৩ এ দেয়া হয়েছে। সচরাচর পাওয়া যায় এমন মাছের তুলনায় তুলনামূলকভাবে বেশী পাওয়া যায় (Very comomon) এমন মাছের প্রজাতির সংখ্যা ৩৮ টি (তালিকা: টেবিল-৪)।

টেবিল-১: অতি বিরল দেশী মাছের তালিকা

বাংলা নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম
কাঁঠাল পাতা, বট পাতা, ডান চোখা সরবতি Sole fish Synaptura orientalis (Bloch and Schneider, 1801), Brachirus orientalis
সরবতি Largetooth flounder Pseudorhombus arsius (Hamilton 1822)
চাপিলা, খরচনা, পেলনা, ছোটা ইলিশ Bigeye ilisha  Ilisha megaloptera (Swainson, 1839), Ilisha motius (Hamilton)
কাশ চেলা, কাশ খয়রা, ছিপ চেলা, ডানকিন Indian glass barb Chela laubuca (Hamilton 1822)
ঘোড়া চেলা, চেলা Gora Chela Securicula gora (Hamilton 1822), Oxygaster gora (Hamilton 1822)
জয়া, তিলা Hamilton’s barila Barilius bendelisis (Hamilton 1807)
ভোলা, ভোল Trout barb Raiamas bola (Hamilton 1822), Barilius bola (Hamilton 1822)
দারকিনা, দ্রাকি Gangetic scissortail rasbora Rasbora rasbora (Hamilton 1822)
মহাশের Tor barb Tor tor (Hamilton 1822)
অঞ্জু Zebra danio Danio rerio (Hamilton 1822)
সিবলী Giant danio Devario aequipinnatus (McClelland, 1839), Danio aequipinnatus (McClelland 1839)
নাপতে Dangila danio Danio dangila (Hamilton 1822)
ফুটানি পুঁটি, ফুটুনি পুঁটি Spottedsail barb, Dwarf barb, Phutuni barb, Pygmy barb Puntius phutunio (Hamilton 1822)
কসা পুঁটি, কসুতি পুঁটি Kosuati barb Oreichthys cosuatis (Hamilton 1822), Puntius cosuatis (Hamilton 1822)
খুদি পুঁটি, গিলি পুঁটি, ডর পুঁটি Golden barb Puntius gelius (Hamilton 1822)
তেরি পুঁটি, গিলি পুঁটি Onespot barb Puntius terio (Hamilton 1822)
অ্যাংরট, খরসা Angra labeo Labeo angra (Hamilton 1822)
কুরসিয়া Kalabans Sinilabeo dero (Hamilton 1822), Bangana dero (Hamilton, 1822), Labeo dero (Hamilton, 1822)
ঘন্ন্যা, ঘনি, গনি, কুরচি, কুরিয়া Kuria labeo Labeo gonius (Hamilton 1822)
নান্দিল, নান্দিনা, নানিদ, সাদা-বাউস Nandi Labeo Labeo nandina (Hamilton 1822)
ভাঙ্গন, বোগা ভাঙ্গন, ভাঙ্গন-বাটা Boga labeo Labeo boga (Hamilton 1822)
বাইটকা, লঙউ Pangusia labeo Labeo pangusia (Hamilton 1822)
মহাশোল, মহাশের Putitor mahseer Tor putitora (Hamilton)
কালাবাটা, টাটকানি Gangetic latia Crossocheilus latius (Hamilton 1822)
রাণী, বেটি, বালা বোটিয়া, বেতাঙ্গী Hora-loach Botia dayi Hora 1932
বাঘা Reticulate-loach or Y-loach Botia lohachata Chaudhuri 1912
পাঙ্গা Coolie-loach Pangio pangia (Hamilton 1822), Acanthophthalmus pangia (Hamilton)
পুইয়া Gongota loach, Moosefaced loach, Jaguar loach Somileptes gongota (Hamilton 1822), Somileptus gongota, Canthophrys gongota
বালিচাটা, নোতোয়া, বিলতোরি Zipper loach Acanthocobitis botia  (Hamilton 1822), Nemachilus botia
মুড়ি বাচা, মোটাস Murius vacha Eutropiichthys murius (Hamilton, 1822, Clupisoma murius (Hamilton 1822)
সিং Himalayan olyra Olyra kempi Choudhuri 1912
বিল্লি, সুধল Indian torrent catfish, Biting catfish Amblyceps mangois (Hamilton 1822)
গাং টেংরা, কাওনি, কাওনিয়া, বেলান্ডা Menoda catfish Mystus menoda (Hamilton 1822)
নুনা টেংরা, গুলি টেংরা, গুলা, পঞ্চগুলা Long whiskers catfish Mystus gulio (Hamilton 1822)
গুড়া টেংরা Asian cory Chandramara chandramara (Hamilton, 1822), Leiocassis rama (Hamilton 1822), Rama chandramara (Hamilton 1822)
তিস্তা টেংরা, টেংরা Tista batasio Batasio batasio (Hamilton 1822)
আসামী টেংরা, টেংরা Assame batasio Batasio tengara (Hamilton 1822)
গাং টেংরা, হুদ্দা Gangetic gagata Gagata gagata (Hamilton 1822)
জাংলা, সেনিয়া, গাং টেংরা Indian gagata Gagata cenia (Hamilton 1822), Gagata youssoufi Rahman 1976
গাং টেংরা Kosi nangra Nangra nangra (Hamilton, 1822), Gagata nangra (Hamilton 1822)
সিসোর Rabdophorus Sisor Sisor rabdophorus Hamilton 1822, Sisor rhabdophorus Hamilton 1822
তেলি, তেলচিটা Telchitta Glyptothorax telchitta (Hamilton, 1822), Pimelodus telchitta Hamilton 1822
কুতকুতি Gangetic erethistes Erethistes pusillus Troschel and Müller 1849
চাকা, চেকা-বেকা, চাগা, ব্যাঙ-সাবা, কটকটি Squarehead catfish Chaca chaca (Hamilton 1822)
এক ঠুইটা, এক ঠোটা Congaturi halfbeak Hyporhamphus limbatus (Valenciennes 1847),  Hyporhamphus gaimardi
চার-চোখা, কানপোনা Top-minnows Aplocheilus panchax (Hamilton 1822)
কেসকি, বাটা Broad-mouthed mullet, Giantscale mullet Paramugil parmatus (Cantor 1849), Mugil oligolepis (Bleeker, 1859)
লরিয়া, ছোট-খল্লা, কুচা-খল্লা, কেসকি, বাটা Yellowtail mullet Sicamugil cascasia (Hamilton 1822)
তিলা-সোল, বাক্কা-লতি Barca snakehead Channa barca (Hamilton 1822)
কুমিরের খিল Freshwater pipefish Ichthyocampus carce (Hamilton 1822)
কুমিরের খিল Crocodile-tooth pipefish Microphis cuncalus (Hamilton, 1822), Doryichthys chokderi Rahman 1976
কুচিয়া, কুইচা, আধুয়া, কানা বামুচ, হুইচা Gangetic mudeel, Mud eel, Rice eel, Swamp eel Amphipnous cuchia (Hamilton 1822)
বানিহারা, বামোশ, বাও বায়েম, বোয়া মাছ, বোয়া বায়েম, তেলকোমা Indian mottled eel Anguilla nebulosa McClelland 1844
কামিলা Common pike conger Muraenesox bagio (Hamilton 1822)
কামিলা Indian pike conger Congresox talabonoides (Bleeker, 1853), Congresox telabonoides (Bleeker)
নাফতেনী, মধুমালা, নাপতে খয়রা, নাপতে খলিসা, নাপতানী Frail gourami Ctenops nobilis McClelland, 1845
লাল খলিশা, রাঙ্গা খলিশা, বইচা Dwarf gourami Colisa lalia (Hamilton 1822), Colisa lalius (Hamilton 1822)
পোয়া, গুটি পোয়া, তিলক পোয়া Tiger-toothed croaker Otolithus argenteus Cuvier 1830, Otolithes rubber (Schneider & Bloch 1801)
সবুজ পটকা, পটকা Green pufferfish, Estuarine blowfish Tetraodon fluviatilis Hamilton 1822, Chelonodon fluviatilis (Hamilton 1822)

 

টেবিল-২: বিরল দেশী মাছের তালিকা

বাংলা নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম
চাপিলা, খোরি Burmese river shad Gudusia variegata, Gadusia variegata (Day)
চেলা, সিপ চেলা, কাশ চেলা, পাতা চেলা Silver hatchet chela Chela cachius (Hamilton), Chela atpar (Hamilton, 1822)
এলং এটাং, সেফালিয়া Bengala barb Megarasbora elanga (Hamilton, 1822), Rasbora elanga (Hamilton 1822)
বাঁশপাতা, সিবলি, ধীবারি Dind Danio, Bengal danio Danio devario (Hamilton 1822)
কাঞ্চন পুঁটি, ময়না পুঁটি, গোবরা পুঁটি Rosy barb Puntius conchonius (Hamilton 1822)
শিলং, সিলং, সিলন্ড, ধাইন, বাচ, বাসা Silond catfish Silonia silondia (Hamilton 1822)
গোলসা, গোলসা টেংরা Day’s mystus Mystus bleekeri (Day 1877)
গজার, গজাল, গজরী Great snakehead Channa marulius (Hamilton 1822)
চ্যাং, ঘাইরা,  গাচুয়া,  রাগা,  তোলো টাকি Walking snakehead, Asiatic snakehead, Brown snakehead Channa orientalis Bloch and Schneider 1801, Channa gachua (Hamilton 1822)
চুনা, চুনা খলিশা, খলিশা, বৈচা Honey gourami Badis Trichogaster chuna (Hamilton 1822), Colisa chuna (Hamilton 1822), Colisa sota (Hamilton 1822)
কই বান্দি, নাপিত কই, কালা কই, বোট কই, নাপিত Badis Badis badis (Hamilton, 1822)
পটকা, ছোট পটকা, ফটকা, টেপা Ocellated pufferfish  Tetraodon cutcutia Hamilton 1822
সাদা পটকা, পটকা, ফটকা, বোগা, কাটা পটকা Gangetic pufferfish Chelonodon patoca (Hamilton1822), Tetraodon patoca Hammilton 1822 

 

টেবিল-৩: সচরাচর পাওয়া যায় এমন দেশী মাছের তালিকা

বাংলা নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম
শঙ্খ, শংকু, শংকর Trygon sp.
মামরি, খয়রা, চাপিলা, মুখচুক্কা Ganges river gizzard shad Gonialosa manminna (Hamilton)
তেলি ফাসা, ফাসা Scaly hairfin anchovy Setipinna taty (Valenciennes 1848)
ফাল চেলা, চেলিয়া চেলা Finescale razorbelly minnow Oxygaster phulo (Hamilton 1822), Salmostoma phulo (Hamilton 1822)
দারকিনা, দারকা, অঞ্জনি, দারিকা, দালকিনা, দধিখা Slender rasbora  Rasbora daniconius (Hamilton 1822)
ঢেলা, মওয়া, মোয়া, গুনটা, কোটি Cotio Osteobrama cotio (Hamilton 1822), Rohtee cotio (Hamilton 1822)
দারকিনা, দধিকা Flying barb Esomus danricus (Hamilton 1822)
মোহুলা, মোলা, , মোলোঙ্গি, কাগচি Indian Carplet Amblypharyngodon microlepis (Bleeker 1854)
সরপুঁটি, সরলপুঁটি, কারটি, সরনা, সর্ন, সর্নপুঁটি, শরপুঁটি Olive barb Puntius sarana (Hamilton 1822)
চেলা পুঁটি Swamp barb Puntius chola (Hamilton 1811)
মরারি Aspidoparia Aspidoparia morar (Hamilton 1822)
বাটা, ভাঙ্গন বাটা Bata labeo Labeo bata (Hamilton 1822)
পুতুল, রাণী, বউ, বেতাঙ্গী, রতি, বেটি Necktie-loach Botia Dario (1822), Botio dario (Hamilton)
পুই, গুতুম, গুন্টিয়া, পোয়া, পুইয়া Guntea Loach Lepidocephalus guntea (Hamilton 1822)
কাঁটা পাতাসি, তিনকাঁটা Indian taakree Proeutropiichthys taakree (Sykes 1839), Clupisoma taakree
বাঁশপাতা, সুতলি, কাজলি Gangetic ailia Ailia coila (Hamilton 1822)
শিং, শিংহি, জিওল Stinging catfish Heteropneustes fossilis (Bloch 1794)
মাগুর, মইগুর, মোচকুর, যাগুর Walking catfish Clarias batrachus (Linnaeus 1758)
কাবাসি টেংরা, ঘুংয়া, পাং Gangetic mystus Mystus cavasius (Hamilton 1822)
টাকি, লাটা, লাঠা, লাটি, সাইটান, গড়ই, রাকটা, সুতি Spotted snakehead  Channa punctata (Bloch 1793)
সোল, শোল, চোল, চেনা Striped snakehead,  Banded snakehead Channa striata (Bloch 1793)
কাঁটা চাঁদা, ফোফা চাঁদা, কাঁটা চান্দা, চান্দা Himalayan glassy perchlet Pseudambassis baculis (Hamilton 1822), Chanda baculis Hamilton 1822
কই Climbing perch Anabas testudineus (Bloch 1792)
খলিশা Giant gourami Colisa fasciatus (Bloch and Schneider 1801), Colisa fasciata (Schneider & Bloch 1801)
ভেদা, মেনি, রইনা Mud perch Nandus nandus (Hamilton 1822)
তারা বাইম, গুচি, কোটা বাইম Spiny eel Macrognathus aculeatus (Bloch 1786)

 

টেবিল-৪: সচরাচর পাওয়া যায় এমন মাছের তুলনায় তুলনামূলকভাবে বেশী পাওয়া যায় এমন দেশী মাছের তালিকা

বাংলা নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম
ইলিশ Hilsha Tenulosa ilisha (Hamilton)
চাপিলা, খরিয়া, গুরি, চাইপলা Indian River Shad Gudusia chapra, Gadusia chapra (Hamilton)
কাচকি, কানপোনা, সুবর্ণ-খরিকা, গুরামাছ Ganges river sprat Corica soborna Hamilton
ফলি, ফলই, ফলুই, কানলা, কান-ফলি Bronze featherback, Asian Knifefish Notopterus notopterus (Pallas, 1769)
চিতল, চিতলা Humped featherback, The Clown knife Notopterus chitala (Hamilton)
ফাসা, কাটা ফ্যাসা Gangetic hairfin anchovy Setipinna phasa (Hamilton 1822)
নারকেলী চেলা, চেলা, কাটারি, বাশপাতি Large razorbelly minnow Oxygaster bacaila (Hamilton 1822), Salmostoma bacaila (Hamilton 1822)
মলা, মোওয়া, মোলোঙ্গি, মোওচি, মোওকা, মোওরালা, মোরারু Mola carplet Amblypharyngodon mola (Hamilton 1822)
তিত পুঁটি, তিতা পুঁটি Ticto barb, Firefin barb, Tic-tac-toe barb, Two-spot barb Puntius ticto (Hamilton 1822)
জাত পুঁটি, জাতি পুঁটি, জাইত পুঁটি, ভাটি পুঁটি, দেতো পুঁটি, কারিয়া পুঁটি Pool barb, Spot-fin swamp barb Puntius sophore (Hamilton 1822), Puntius stigma (Valenciennes, 1844), Puntius chrysopterus (McClelland 1839)
পিউলি, পিয়ালি, পিয়াসী, জয়া Jaya Aspidoparia jaya (Hamilton 1822)
রুই, রুহিত Roho carp Labeo rohita (Hamilton 1822)
কালিবাউস, বাউস, কালাবাউস, কালাঘোনিয়া, কালিয়া, কালিয়ারা Kalbasu carp Labeo culbasu (Hamilton 1822)
কাতলা, কাতল Catla carp Catla catla (Hamilton 1822)
মৃগেল, মিরকা, মিরগা, মৃগেলা Mrigal Carp Cirrhinus cirrhosus (Bloch, 1795), Cirrhinus mrigala (Hamilton 1822) , Cirrhina mrigala (Hamilton 1822)
রাইকর, রাইখ, খরকি বাটা, বাটা Reba carp Cirrhinus reba (Hamilton 1822), Cirrhina reba (Day, 1878)
বোয়াল, বোল, বোয়ালি, বইয়ারি, কাইলি, পোইল Boal fish Wallago attu (Bloch 1801), Wallagonia attu
পাবদা, পাবি, পাফদা, পালদা, পাপিস Pabdah catfish Ompok pabda (Hamilton, 1822)
কানি পাবদা, বোয়ালি পাবদা, পাবদা Butter Catfish Ompoc bimaculatus (Bloch 1794)
পাঙ্গাশ, পাঙ্গুস, পাঙ্গুয়াস Pangas catfish Pangasius pangasius (Hamilton 1822)
ঘাইরা, ঘাউরা, ঘারুস Garua Bachcha Clupisoma garua (Hamilton)
পাতাসি, বাতাসি, কাঁটা পাতাসি, তিনকাঁটা, বাতাইভা, বাসপাতি, অন্যয়া Potasi Pseudeutropius atherinoides (Bloch 1794), Clupisoma atherinoides
বাচা, ভাচা Batchwa vacha Eutropiichthys vacha (Hamilton 1822)
বাঁশপাতা, কাজলি, সুতলি Jamuna ailia Ailiichthys punctata Day 1872
আইর, আউর, গুজি, গুজি আইর Long-whiskered catfish Sperata aor (Hamilton 1822), Mystus aor (Hamilton 1822)
গুইজ্জা, গুইজ্জা আইর, ঘোরো-আইর, তেলিয়া-আইর, গজ-আইর Giant river catfish Sperata seenghala (Sykes 1839), Mystus seenghala (Sykes)
টেংরা, বুজুরি Tengara mystus Mystus tengara (Hamilton 1822)
গুলশা, গুলশা টেংরা, টেংরা Striped Dwarf Catfish Mystus vittatus (Bloch 1794)
রিটা, রিডা, Rita catfish Rita rita (Hamilton 1822)
বাঘাইর, বাগার Goonch Bagarius bagarius (Hamilton 1822)
কাকিলা, কাকিয়া, কাকলে, কাখাস, গাংতুরি Freshwater Gar Xenentodon cancila (Hamilton 1822)
খরসুলা, উড়াল, খল্লা, হল্লা Corsula mullet Rhinomugil corsula (Hamilton 1822), Mugil corsula (Hamilton 1822)
চাঁদা, নামা চাঁদা, চাঁন্দা Elongate glass-perchlet Chanda nama Hamilton 1822
লাল চাঁদা, রাঙ্গা চাঁদা, চাঁদি Indian glassy fish, Indian glass-fish Chanda ranga Hamilton
বেলে, বাইলা Tank goby Glossogobius giuris (Hamilton 1822)
ভোলা, পোয়া, পামা, কই ভোলা Pama croaker Otolithoides pama (Hamilton 1822), Pama pama (Hamilton 1822)
বাইম, বাম, বানোস, বামসি, গোতি Tire track eel Mastacembelus armatus (Lacepède 1800)
গুচি, গুচি বাইম, পাকোল, তুরি Striped Spiny Eel Mastacembelus pancalus (Hamilton 1822)

 

টেবিল-৫: রাজশাহী এলাকার পদ্মা নদীতে প্রাপ্ত বিদেশী মাছের তালিকা

বাংলা নাম ইংরেজি নাম বৈজ্ঞানিক নাম
বিগহেড কার্প Bighead carp Aristichthys nobilis (Richardson 1845), Hypophthalmichthys nobilis (Richardson 1845)
স্কেল কার্প, কমন কার্প এবং মিরর কার্প Scale Carp, Common Carp and Mirror carp Cyprinus carpio var. communis এবং  Cyprinus carpio var. specularis
সিলভার কার্প, রুপালী রুই, পুকুরের ইলিশ Silver Carp Hypophthalmichthys molitrix
থাই পুঁটি, থাই সরপুঁটি, সরপুঁটি, থাই রাজপুঁটি, রাজপুঁটি Silver Barb, Java Barb Barbonymus gonionotusi, Puntius gonionotus
তেলাপিয়া Tilapia, Mozambique Tilapia Oriochoromis mosambicus

 

রাজশাহী এলাকার পদ্মা নদীতে মাস-ভিত্তিক মৎস্য প্রাচুর্যতা
রাজশাহী এলাকার পদ্মা নদীতে মাস-ভিত্তিক মৎস্য প্রাচুর্যতা

রাজশাহী এলাকার পদ্মা নদীতে মাস-ভিত্তিক মৎস্য প্রাচুর্যতা:
রাজশাহী এলাকা পদ্মা নদীর পানির গতি-প্রকৃতি প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রিত হবার পরিবর্তে বর্তমানে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত হচ্ছে ভারত কর্তৃক নির্মিত ফারাক্কা বাঁধের মাধ্যমে। এর ফলশ্রুতিতে সারা বছর পদ্মার পানি প্রবাহ ঢিমেতালে চললেও মে মাসে শেষদিকে পানি বাড়তে থাকে (বৃষ্টির পানি থেকে) তবে জুনের শেষে হঠাৎ করে পানি বেড়ে (ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায়) সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মাত্র এক মাসের কম সময় এ অবস্থা বিরাজ করে  মধ্য জুলাই এ হঠাৎ করে পানি কমে (ফারাক্কা বাঁধের গেট বন্ধ করে দেয়ায়) পূর্বের অবস্থায় ফিরে যায়। এর প্রভাব দেখতে পাওয়া যায় জেলেদের জালে মাছ ধরার গতি-প্রকৃতির উপর। পদ্মায় সবচেয়ে কম মাছ ধরা পড়ে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত (পানি কম থাকার জন্য) আর সবচেয়ে বেশী মাছ ধরা পড়ে জুন (নতুন পানি প্রবাহ শুরু হওয়ায়) মাসে। জুলাই মাসে মাছ ধরার পরিমাণ হঠাৎ করে কমে এলেও (মাত্রারিক্ত পানিতে মাছ ধরা পড়ে না বলে) পরের মাস থেকে ধীরে ধীরে তা বাড়তে থাকে এবং নভেম্বর-ডিসেম্বরে তা বেড়ে প্রায় জুনের কাছাকাছি পর্যায়ে পৌঁছায় (পানি কমে যাবার সাথে সাথে মাছ ধরা পড়ার পরিমাণ বাড়তে থাকে বিধায়)।
 

সংক্ষেপে বাংলাদেশের স্বাদুপানির ও পদ্মা নদীর মাছের তুলনামূলক বিবরণ নিচে দেয়া হল-

  • পদ্মা নদীতে কন্ড্রিকথিস (Chondrichthyes) শ্রেণীর একমাত্র মাছ হচ্ছে শঙ্খ মাছ (Trygon sp.)। এই শ্রেণীর মাছ কোমলাস্থি (cartilage) বিশিষ্ট, মুখছিদ্র অঙ্কীয় দিকে অবস্থিত এবং ফুলকাছিদ্রের সংখ্যা চারের অধিক যা অস্টিকথিস শ্রেণীর মাছ থেকে এদের আলাদা করেছে। এদের আবাসস্থল বঙ্গোপসাগর হলেও পদ্মা নদীতে অভিপ্রয়াণ করার সময় এরা জেলেদের জালে ধরা পড়ে। উপর-নীচে অতি চ্যাপ্টা বিশালাকৃতি শাপলা পাতার মতো দেখতে এই মাছ ২০০-২৫০ কেজি পর্যন্ত হতে পারে।
  • এ নদীতে সোল-ফিসের ((Sole fish) দুটি প্রজাতি পাওয়া যায় যথা- এক. কাঁঠাল পাতা যা বট পাতা বা ডান চোখা সরবতি নামেও পরিচিত এবং দুই. সরবতি। সাধারণ মাছের দুটি চোখ দেহের দুই পাশে অবস্থান করে কিন্তু কাঁঠাল পাতা মাছের উভয় চোখ ডানপাশে অবস্থান করে অন্যদিকে সরবতিতে উভয় চোখ বাঁপাশে অবস্থান করে। এই বৈশিষ্ট্যই মাছদ্বয়কে অন্যান্য মাছ থেকে আলাদা করেছে। Sole fish এর আবাস উপকূলীয় এলাকা হলেও রাজশাহী এলাকার পদ্মা ও এর শাখা নদীতে এই মাছ কদাচিৎ দেখতে পাওয়া যায়। উল্লেখ্য যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাত প্রজাতির Sole fish পাওয়া যায়।
  • বাংলাদেশের স্বাদুপানিতে প্রাপ্ত চার প্রজাতির পাইপ-ফিসের (Pipe fish) মধ্যে দু’টি প্রজাতি পদ্মায় কদাচিৎ পাওয়া যায়। যথা- Freshwater pipefish ও Crocodile-tooth pipefish, উভয় মাছই বাংলায় কুমিরের খিল নামে পরিচিত।
  • বাংলাদেশের স্বাদুপানিতে নয় প্রজাতির ইল (Eel) মাছ দেখতে পাওয়া যায় যার মধ্যে পদ্মায় পাওয়া যায় মাত্র চার প্রজাতি যার সবগুলোই অতি বিরল। এর মধ্যে দুটি প্রজাতির কামিলা অতি বিরলতম, অন্য দুই প্রজাতি (বামশ ও কুচিয়া) কদাচিৎ দেখতে পাওয়া যায়। এছাড়াও স্বাদুপানির তিন প্রজাতির স্পাইনি ইল (Spiny eel) মাছের সবগুলোই পদ্মায় পাওয়া যায়।
  • স্বাদুপানির তিন প্রজাতির পটকা মাছের  (Pufferfish) সবগুলোই পদ্মায় পাওয়া যায় এর মধ্যে সবুজ পটকা (Tetraodon fluviatilis) অতি বিরল হলেও অন্য দুটি পদ্মায় কদাচিৎ পাওয়া যায়।
  • পাঁচ প্রজাতির Gars বা কাঁকিলা জাতীয় মাছের মধ্যে মাত্র দু’টি প্রজাতি পদ্মায় পাওয়া যায়। কাঁকিলা (Xenentodon cancila) সচরাচর পাওয়া গেলেও এক থুইট্টা মাছটি অতি বিরল প্রজাতির অন্তর্ভুক্ত।
  • দুই প্রজাতির মিনোস (Top-minnows) এর মধ্যে পদ্মায় পাওয়া যায় একটি যথা- চারচোখা বা কানপোনা (Aplocheilus panchax)।
  • পাঁচ প্রজাতির স্নেকহেড এর (Snakehead) সবগুলো পদ্মায় পাওয়া গেলেও সবচেয়ে বেশী পাওয়া যায় টাকি ও সোল। এছাড়া গজার ও চ্যাং বিরল হলেও কদাচিৎ পাওয়া যায় কিন্তু তিলা-সোল (Channa barca) অতি বিরল প্রকৃতির।
  • স্বাদুপানির মিনোস (Minnows) ও রুই জাতীয় মাছ (Carps) রয়েছে ৪৭ প্রজাতির যার মধ্যে পদ্মায় পাওয়া যায় ৩৫ টি প্রজাতি। এর মধ্যে মহাশের, মহাশোল, জয়া, ভোলা, নাপতে, কুরসিয়া, কাশ চেলা, দারকিনা, ঘন্ন্যা, নান্দিল, বাইটকা, কালাবাটা, অঞ্জু, সিবলী, বোগা ভাঙ্গন, অ্যাংরট ও ঘোড়া চেলা অতি বিরল। অতি বিরলের মধ্যে মহাশের অতি বিরলতম এবং  মহাশোল, জয়া, ভোলা, নাপতে, কুরসিয়া অতি বিরলতর।
  • দশ প্রজাতির পুঁটির (Barbs) মধ্যে মলা পুঁটি (Puntius guganio) ছাড়া বাকী নয় প্রজাতির পুঁটিই এ নদীতে দেখতে পাওয়া যায়। এর মধ্যে কসা পুঁটি, তেরি পুঁটি, খুদি পুঁটি ও ফুটানি পুঁটি অতি বিরল। অতি বিরলের মধ্যে কসা পুঁটি অতি বিরলতম।
  • স্বাদুপানির লোচ (Loaches) রয়েছে ১৮ প্রজাতির যার মধ্যে পদ্মায় পাওয়া যায় ৭ টি প্রজাতি। প্রাপ্ত লোচের মধ্যে  বাঘা, পাঙ্গা, বালিচাটা, রাণী (হরা-লোচ) ও পুঁইয়া অতি বিরল হলেও বাঘা, পঙ্গা ও বালিচাটা অতি বিরলতর।
  • স্বাদু পানিতে বিড়াল-মাছ বা Cat-fish [যাদের মুখের নিকটে বিড়ালের মতো গোঁফ (Barbels) বর্তমান এবং দেহ আঁইশ দ্বারা আবৃত নয়] রয়েছে  ৫৫ প্রজাতির যার মধ্যে পদ্মায় পাওয়া যায় ৩৬ প্রজাতি। ক্যাট-ফিসের মধ্যে সিং (Olyra kempi), বিল্লি (Amblyceps mangois), টেংরা (Batasio batasio, Batasio tengara, Assame batasio, ), তেলি (Glyptothorax telchitta), মুড়ি বাচা (Eutropiichthys murius), গাং টেংরা (Nangra nangra, Gagata gagata, Mystus menoda), চাকা, জাংলা (Gagata cenia), নুনা টেংরা, গুড়া টেংরা, সিসোর ও কুতকুতি (Erethistes pusillus) অতি বিরল।
  • স্বাদুপানিতে ক্লুপিফরমিস (Clupeiformes) বর্গের ১৮ প্রজাতির মাছ পাওয়া যায় যার মধ্যে পদ্মায় পাওয়া যায় ১০টি প্রজাতি। এর মধ্যে ছোটা-ইলিশ (Ilisha megaloptera) অতি বিরল।
  • স্বাদুপানির পাঁচ প্রজাতির মুলেট এর মধ্যে পদ্মায় পাওয়া যায় তিনটি প্রজাতি। তার মধ্যে দুটি প্রজাতি যথা কেসকি (Paramugil parmatus) ও লরিয়া (Sicamugil cascasia) অতি বিরল।
  • এক প্রজাতির ক্লাম্বিং পার্চ (Climbing perch) ও চার প্রজাতির গোরামি (Gourami) বা খলিশা পদ্মায় পাওয়া যায় এর মধ্যে লাল খলিশা ও নাফতেনী গোরামি অতি বিরল।
  • দুই প্রজাতির মাড-পার্চ (Mud perch) পদ্মায় পাওয়া গেলেও কই বান্দি (Badis badis) বিরল তবে ভেদা (Nandus nandus) সচরাচর পাওয়া যায়।
  • দুই প্রজাতির ক্রোকার (Croaker fish) এর মধ্যে পামা পোয়া (Otolithoides pama) সর্বদাই পাওয়া গেলেও গুটি বা তিলক পোয়া (Otolithus argenteus) পদ্মার অতি বিরলতম মাছের একটি।
  • তিন প্রজাতির চাঁদা মাছের মধ্যে নামা চাঁদা ও লাল চাঁদা প্রচুর পরিমাণে পাওয়া গেলেও কাঁটা চাঁদা (Pseudambassis baculis) তুলনামূলক কম পাওয়া যায়।
  • আইইউসিএন (বাংলাদেশ) কর্তৃক তালিকাভূক্ত ৫৪ প্রজাতির হুমকিগ্রস্ত মাছের (Threatened fishes) মধ্যে পদ্মায় পাওয়া যায় ৪৬ প্রজাতির মাছ।

 

View Larger Map
গুগল ম্যাপে রাজশাহী এলাকার পদ্মা নদী দেখানো হয়েছে।
 

তথ্যসূত্র:

  • Bhuiyan S.S., Joadder M.A.R. and Bhuiyan A.S. 2008.  Occurrence of fishes and non-fin fishes of the river Padma near Rajshahi, Bangladesh. University Journal of Zoology. University of Rajshahi. Vol. 27, pp. 99-100.
  • Haque MM. 2011. Seasonal abundance of fishes in the river Padma at Rajshahi City Corporation Area. Submited to the Department of Fisheries, University of Rajshahi, Bangladesh.
  • Hossain M.A. and Haque M.A. 2005 Fish Species Composition in the river Padma near Rajshahi. Journal of Life Earth Science, Vol. 1(1). pp. 35-42.
  • Islam M.S. and Hossain M.A. 1983. An account of the fishes of the Padma near Rajshahi. Rajshahi Fisheries Bulletin, Vol. 1(2). pp. 01-31.
  • IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000.
  • Samad MA, Asaduzzaman M, Galib SM, Kamal MM and Haque MR (2010) Availability and Consumer Preference of Small Indigenous Species (SIS) of the River Padma at Rajshahi, Bangladesh, International Journal of BioResearch, 1(5): 27-31.
  • Shafi M and Quddus MMA (2001) Bangladesher Matsho Shampad (Fisheries of Bangladesh) (in Bengali), Kabir publication. Dhaka, Bangladesh. p. 287
  • Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 2, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta.

 


Visited 2,923 times, 2 visits today | Have any fisheries relevant question?
রাজশাহী এলাকার পদ্মা নদীর মৎস্য জীববৈচিত্র্য: অতীত, বর্তমান ও ভবিষ্যত

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.