টেলিতথ্যের প্রথম পাতা
টেলিতথ্যের প্রথম পাতা

ডি.নেট হেল্পলাইন থেকে প্রদত্ত সেবার মধ্যে মৎস্য সম্পদ বিষয়ক সেবা অন্যতম। টেলিতথ্যের ওয়েবসাইটের মৎস্যসম্পদ বিভাগের ভূমিকায় বলা হয়েছে-
প্রাকৃতিকভাবে বাংলাদেশে প্রচুর জলাশয়, খাল বিল, হাওড় বাওড়, নদীনালা বিদ্যমান যেখান থেকে আমরা প্রায় সারা বৎসর পর্যাপ্ত পরিমাণ মাছ পেয়ে আসছি এবং যা আমাদের প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমাদের দেশের দ্রুত বর্ধণশীল জনসংখ্যার প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছের বর্তমান উৎপাদনকে আরো অনেক বৃদ্ধি করতে হবে। এর জন্য প্রয়োজন ছোট বড়, মজা-উর্বর, পতিত সব জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছ চাষের আওতায় আনা। অথচ শুধুমাত্র সচেতনতার অভাবে কিংবা উপযুক্ত জ্ঞান, দক্ষতা, তথ্য ও প্রযুক্তির অভাবে আমাদের সব জলাশয়কে মাছ চাষের আওতায় আনা যাচ্ছে না। আবার চাষের পুকুরে যথাযথ ব্যবস্থাপনা ও দক্ষতার অভাবে এবং আহরণ পরবর্তী ব্যবস্থাপনার দূর্বলতার কারণে খামারীরা প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মৎস্য চাষের বিভিন্ন ধাপে আমাদের দেশের খামারীরা সচরাচর যেসব সমস্যার সম্মুখীন হয় অথবা যেসব ক্ষেত্রে খামারীদের প্রযুক্তি ও তথ্য সেবা প্রদানের মাধ্যমে আরও সংগঠিত করা যায় সে চেষ্টাই মূলত ডি.নেট করে থাকে। ডি.নেট হেল্প লাইনে একজন প্রশ্নকারী মাছ চাষ, বিপণন, স¤প্রসারণ বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকে, হেল্পলাইন থেকে সরাসরি মোবাইল ফোনে/ই-মেইলে/ভিডিও চ্যাটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতে পারেন।

টেলিতথ্য হেল্পলাইন থেকে সরাসরি সেবা পেতে আপনার সুবিধামত নিচের যে কোন একটি মাধ্যেমে যোগাযোগ করতে পারেন আপনারা।

মোবাইল বা ফিক্সড ফোন থেকে নিচের নম্বরগুলোর যেকোন নম্বরে ফোন করে-
0172-7407978, 0172-7407979, 0191-6967531, 0191-6967532, 0181-3591641, 011-99807334

অনলাইন থেকে স্কাইপি ব্যবহার করে সেবা পেতে পারেন-
Skype Id :
Agriculture : agriculture.11
Dairy&Poultry: dairy.poultry.12
Fisheries : fisheries.13
Health : health.14
Education : education.15
Law and Human Rights: law.human.rights.16
Non-Farm : non.farm.17
Government Services: government.services.18
Helpline Coordinator: helpline.coordinator

ইমেলের মধ্যমে সেবা পেতে ইমেল করতে পারেন এই ইমেল ঠিকানায়-
helpline@pallitathya.org.bd

টেলিতথ্যে ওয়েবসাইটের মৎস্যসম্পদ বিভাগে রয়েছে মৎস্য বিষয়ক সমস্যাবলী প্রশ্নাকারে উপস্থাপন করার এবং তার উত্তর পাবার ব্যবস্থা। আপনার সমস্যা নিয়ে প্রশ্ন করার জন্য যেতে পারেন টেলিতথ্যের এই পাতায়। প্রশ্ন করার নিয়মাবলী ও উদাহরণ জানতে ঘুরে আসুন এখান থেকে।

সবকিছু মিলিয়ে বলা যায় টেলিতথ্যের মৎস্যসম্পদ বিভাগঃ মৎস্য সম্পদ বিষয়ক সেবার একটি চমৎকার উদাহরণ। তাদের সাথে যোগাযোগের ঠিকানা-
ডি.নেট
৬/৮, হুমায়ুন রোড,
ব্লক – বি, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭, বাংলাদেশ

বিস্তারিত জানতে ঘুরে আসুন টেলিতথ্যে ওয়েবসাইট থেকে যার ঠিকানা- http://www.teletathya.com  ।


Visited 537 times, 1 visits today | Have any fisheries relevant question?
টেলিতথ্যের মৎস্যসম্পদ বিভাগঃ মৎস্য সম্পদ বিষয়ক সেবার একটি চমৎকার উদাহরণ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.