ঘোড়া চেলা

ঘোড়া চেলা চলন বিল এলাকায় বড় চেলা বা শুধুমাত্র চেলা নামেও পরিচিত। এ মাছের বৈজ্ঞানিক নাম Securicula gora। চ্যাপ্টা ও লম্বাটে দেহবিশিষ্ট এ মাছটির দেহের বর্ণ উজ্জ্বল রূপালী। এর মুখ কিছুটা ঊর্ধ্বমুখী এবং নিম্নচোয়াল উপরের চোয়াল হতে কিছুটা লম্বা। আকারে এ প্রজাতির চেলা মাছ প্রায় ২৫ সে.মি. পর্যন্ত হতে পারে।

ঘোড়া চেলা মাছ নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড়সহ বিভিন্ন ধরনের স্বাদুপানির জলাশয়ে বাস করে। পরিষ্কার পানিতে ঘোড়া চেলা মাছ দল বেধে চলাচল করে। এরা জলাশয়ে পানির উপরের স্তরে বাস করে এবং এ স্তর হতেই খাদ্য গ্রহণ করে থাকে। এ মাছ সাধারণত পোকামাকড় ও তাদের শূককীট, ক্রাস্টেসিয়া জাতীয় প্রাণী ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। বর্ষাকালে প্লাবিত ধানক্ষেতে বা পাটক্ষেতে পোকামাকড় খাবার উদ্দেশ্যে এদের বিচরন করতে দেখো যায়।

ঘোড়া চেলা সাধারণত বর্ষাকালে প্রজনন করে থাকে এবং এ সময়ই চলন বিলে এদের উপস্থিতি লক্ষণীয়। এ সময় জেলেদের জালে অন্যান্য মাছের সাথে অতি অল্প পরিমাণে ঘোড়া চেলা মাছ ধরা পড়ে। ২০০৭ সালে এক গবেষণায় চলন বিলের সিংড়া, আত্রাই, ও তাড়াশ এলাকার বিভিন্ন মাছের বাজার ও আড়তে খুবই অল্প পরিমাণে এদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য চেলা মাছের মত ঘোড়া চেলাও খেতে বেশ সুস্বাদু এবং উচ্চ বাজারমূল্য ও চাহিদা বর্তমান।

বাসস্থান কমে যাওয়া, ক্ষুদ্র ফাঁসের জাল ব্যবহার করে অতিরিক্ত আহরণ, ডিমওয়ালা মাছ ধরা ইত্যাদি কারণে অন্যান্য দেশী ছোট মাছের মত ঘোড়া চেলা মাছেরও সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমে গেছে। বাংলাদেশের বিলুপ্তপ্রায় মাছের তালিকায় এখনও এই মাছটির নাম না থাকলেও দিন দিন যেভাবে এর সংখ্যা কমে যাচ্ছে তাতে অচিরেই এই মাছটিও সেই তালিকায় অন্তর্ভুক্ত হবে। এজন্য সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার অন্যান্য দেশী মাছের সাথে সাথে এদেরও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ উদ্দেশ্যে জেলে জনগোষ্ঠীর মধ্যে সচেতনতামূলক প্রচার, অভয়াশ্রম সৃষ্টি, প্রজনন মৌসুমে মাছ ধরা হতে বিরত থাকা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।

তথ্যসূত্রঃ
শফি, মো. এবং কুদ্দুস, মি. মু. আ.; ১৯৮২। বাংলাদেশের মাৎস্য সম্পদ। ১ম সংস্করণ। বাংলা একাডেমী, ঢাকা, বাংলাদেশ। মো. পৃ. xii+৪৪৪।

Rahman, A K M; 2005. Freshwater Fishes of Bangladesh, 2nd Edition. Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka, Bangladesh, XVIII+394 pp.

Talwar, P.K. and A.G. Jhingran; 1991. Inland Fishes of India and Adjacent Countries. Oxford and IBH Publishing Co. Pvt. Ltd., New Delhi, India. LIV + 1158 pp.

www.fishbase.org


Visited 993 times, 1 visits today | Have any fisheries relevant question?
ঘোড়া চেলা

Visitors' Opinion

শামস মুহাম্মদ গালিব

প্রভাষক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ। প্রাক্তন শিক্ষার্থী, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ইমেল: thegalib@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.