উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে।

আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন।

এক্টোথার্মিক প্রাণী (Poikilothermic animal, Cold-blooded animal or Ectothermic animal)
শীতল-রক্ত বিশিষ্ট (Ectothermic বা Cold-blooded) প্রাণী বলতে সেসব প্রাণীদের বোঝায় যাদের দেহের তাপমাত্রা শরীরবৃত্তীয়ভাবে নিয়ন্ত্রিত না হয়ে বাহ্যিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অর্থাৎ দেহের তাপমাত্রা সুনির্দিষ্ট নয়, পরিবেশের তাপমাত্রা বাড়লে দেহের তাপমাত্রা বাড়ে আবার পরিবেশের তাপমাত্রা কমলে দেহের তাপমাত্রা কমে। যেমন- মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি।

এপিডার্মিস (Epidermis)
এপিডার্মিস হচ্ছে প্রাণীদেহের ত্বকের সবচেয়ে বাহিরের আবরণ যা একাধিক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম (Epithelium) কোষ নিয়ে গঠিত এবং ভ্রূণীয় এক্টোডার্ম (Ectoderm) থেকে উৎপন্ন। এপিডার্মিসের প্রধান স্তর দুটি যথা- সবচেয়ে ভিতরের স্তরটি হচ্ছে স্ট্রাটাম জার্মিনেটিভাম (Stratum germinativum) বা স্ট্রাটাম ম্যালপিজি (Stratum malpighi) আর সবচেয়ে বাহিরের স্তরটি হচ্ছে স্ট্রাটাম কর্ণিয়াম (Stratum cornium)। উভয় স্তরের মাঝে আরও দুটি স্তর বর্তমান যথা- স্ট্রাটাম গ্রানুলোসাম (Stratum granulosum) এবং স্ট্রাটাম লুসিডাম (Stratum lucidum)।
এপিডার্মিস থেকেই এপিডার্মাল গ্রন্থি, এবং শক্ত গঠন যেমন- এপিডার্মাল আঁইশ (ইঁদুর, বনরুই ইত্যাদি স্তন্যপায়ীদের আঁইশ), স্কিউট, চঞ্চু, শিং, নখ, নখর, ক্ষুর, পালক, লোম ইত্যাদি উদ্ভূত হয়। শক্ত গঠন তৈরিতে কেরাটিন (Keratin) নামক প্রোটিন বিশেষ ভূমিকা রাখে।

এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়।


Visited 1,186 times, 1 visits today | Have any fisheries relevant question?
মাৎস্য শব্দকোষ: এ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.