উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
গ্রাহক অঙ্গ (Receptor organ or Sense organ)
প্রাণী যেসব অঙ্গের মাধ্যমে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শ, স্বাদ ইত্যাদি সংবেদন পেয়ে থাকে সেসব অঙ্গকে গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর অর্গান বা সেন্স অর্গান বা ইন্দ্রিয় বলে। বেশীর ভাগ উন্নত প্রাণীদের চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা ইত্যাদি ইন্দ্রিয় বর্তমান। অনেক প্রাণীতে এগুলোর কোন কোনটি যেমন অনুপস্থিত থাকে তেমন অনেক প্রাণীতে এছাড়াও আরও বিশেষায়িত ইন্দ্রিয় উপস্থিত। যেমন- মাছের পার্শ্বরেখা অঙ্গ।
গ্রীষ্মনিদ্রা (Aestivation)
গ্রীষ্মকালে অর্থাৎ উষ্ণ পরিবেশে শীতল-রক্ত বিশিষ্ট (Poikilothermic বা Ectothermic বা Cold-blooded) প্রাণীরা নিষ্ক্রিয় জীবন যাপন করে থাকে যাকে গ্রীষ্মনিদ্রা বা এস্টিভেশন (Aestivation) বলে। গ্রীষ্মনিদ্রায় যাওয়া প্রাণীদের বিপাকক্রিয়া, শ্বসন ও রক্তসঞ্চালন অত্যন্ত ধীরগতির তথা সর্ব নিম্নপর্যায়ে থাকে, খাদ্য গ্রহণ না করায় প্রয়োজনীয় শক্তি সঞ্চিত স্নেহপদার্থ (Fat) থেকে পেয়ে থাকে। শীতল-রক্ত বিশিষ্ট প্রাণীদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার উপর নির্ভর করে বিধায় পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে তাদের ঐ স্থান হতে তুলনামূলক শীতলস্থানে যেতে হয় নতুবা নিষ্ক্রিয় জীবন যাপন করতে হয়। আমাদের দেশে শিং, মাগুর, তারা বাইম ইত্যাদি মাছ প্রতি গ্রীষ্মে গ্রীষ্মনিদ্রায়।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 254 times, 1 visits today | Have any fisheries relevant question?