উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
ডার্মিস (Dermis)
প্রাণীদেহের ত্বকের সবচেয়ে বাহিরে স্তর হচ্ছে এপিডার্মিস আর এর নিচেই অবস্থিত ডার্মিস বা করিয়াম (Corium)। এটি এপিডার্মিসের চেয়ে পুরু, শক্ত তবে নমনীয় ও স্থিতিস্থাপক এবং ভ্রূণীয় মেসোডার্ম (Embryonic mesoderm) থেকে বিকশিত।। ডার্মিসে স্ট্রাটাম স্পঞ্জিওসাম (Stratum spongiosum) ও স্ট্রাটাম কমপ্যাক্টাম (Stratum compactum) নামক দুটি স্তর দেখতে পাওয়া যায়। ডার্মিসে সংযোজক কলা, তন্তু, রক্ত বাহিকা, স্নায়ু, গ্রন্থি, রঞ্জক কোষ ইত্যাদি বর্তমান। ডার্মিস থেকে ডার্মাল স্কেল (যেমন- মাছের আঁইশ), প্লেট, স্কিউট, পাখনা-রশ্মি ইত্যাদি উদ্ভূত হয়।
ডিফিসার্ক্যাল বা প্রোটেসার্ক্যার পুচ্ছ পাখনা (Diphycercal or Protocercal caudal fin)
ডিফিসার্ক্যাল বা প্রোটেসার্ক্যার পুচ্ছ পাখনার শেষ প্রান্ত বিস্তৃত হয়ে সাধারণত দুটি সম খণ্ডে (lobe) বিভক্ত হয়। অর্থাৎ এর পৃষ্ঠ খণ্ড (Dorsal বা Epichordal lobe) ও অঙ্কীয় খণ্ড (Ventral বা Hypochordal lobe) সমান হয়ে থাকে এবং উভয় খণ্ডের মাঝ বরাবর মেরুদণ্ড অবস্থান করে যা পাখনার শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়ে থাকে। অর্থাৎ এদের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্ত (ইউরোস্টাইল, Urostyle) উপরের বা নীচের দিকে বেঁকে যায় না।
ডিফিসার্ক্যাল পুচ্ছ পাখনা আবার কয়েক ধরনের হয়ে থাকে। যেমন- Moderated diphycercal: এ ধরনের ডিফিসার্ক্যাল পুচ্ছ পাখনায় পৃষ্ঠীয় ও অঙ্কীয় খণ্ড ছাড়াও আর একটি খণ্ড পাখনার শেষ প্রান্তে মাঝ বরাবর অবস্থান করে যা Latimeria তে দেখতে পাওয়া যায়। আইসোসার্ক্যাল (Isocercal) পুচ্ছ পাখনা: এ ধরনের পুচ্ছ পাখনায় পৃষ্ঠীয় ও অঙ্কীয় খণ্ড প্রসারিত হয়ে বেশ লম্বা হয়ে থাকে এবং উভয় খণ্ড মাঝ বরাবর অবস্থিত মেরুদণ্ড পাখনার শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত হয়।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 521 times, 1 visits today | Have any fisheries relevant question?