উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
ফুলকা (Gill or Branchiae)
মাছ ও উভচরের জলজ শ্বসন অঙ্গ যা পানিস্থ দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করতে এবং রক্তস্থ কার্বন ডাই অক্সাইড প্রদান করতে সক্ষম। একটি আদর্শ ফুলকা দুই সারিতে (Raw) বিন্যস্ত অসংখ্য ফিলামেন্ট (Filament) নিয়ে গঠিত যার এক প্রান্ত গিল আর্চের (Gill arch) সাথে সংযুক্ত থাকে। এদেরকে হলোব্রাঙ্ক (Holobranch) ফুলকাও বলা হয়। অন্যদিকে এক সারি ফিলামেন্ট নিয়ে গঠিত ফুলকাকে হেমিব্রাঙ্ক বা ডেমিব্রাঙ্ক বলা হয়।
ফিলামেন্ট উভয় সারির মাঝে ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম (Interbranchial septum) থাকে। ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম এলাসমোব্রাঙ্কদের (Elasmobranch) ক্ষেত্রে গিল ফিলামেন্টের চেয়ে লম্বা, কাইমেরার (Chimaera) ক্ষেত্রে খাটো হয়ে থাকে এবং টেলিওস্টদের (Teleost) ক্ষেত্রে এটি অবলুপ্ত প্রায়। রুই জাতীয় মাছে ফুলকার সংখ্যা ৪ জোড়া। হাঙ্গরজাতীয় মাছে এর সংখ্যা ৫-৭ জোড়া। সাইক্লোস্টোমাটায় ৬-১৪ জোড়া।
ফুলকা-ছিদ্র বা ফুলকা-রন্ধ্র (Gill slits)
কর্ডেটের গলবিল অঞ্চলের উভয় পাশের দেহ-প্রাচীরে অবস্থিত যেসব ছিদ্র বা রন্ধ্র গলবিলের অভ্যন্তরীণ ও বাহিরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে সেসব ছিদ্র বা রন্ধ্র ফুলকা-ছিদ্র বা ফুলকা-রন্ধ্র নামে পরিচিত। রুইজাতীয় মাছে এর সংখ্যা এক জোড়া হলেও হাঙ্গরজাতীয় মাছে এর সংখ্যা ৫-৭ জোড়া। সাইক্লোস্টোমাটায় ১-১৫ জোড়া পর্যন্ত ফুলকা-ছিদ্র থাকতে পারে।
সকল কর্ডেটের ভ্রূণীয় দশায় ফুলকা-ছিদ্র দেখতে পাওয়া যায় যা শ্বাসক্রিয়া ছাড়াও খাদ্যগ্রহণে সাহায্য করে। ফুলকাধারী কর্ডেটের সারাজীবন ফুলকা-রন্ধ্র দেখতে পাওয়া গেলেও ফুসফুসধারী কর্ডেটের পরিস্ফুরণ বা রূপান্তর পরবর্তী বৃদ্ধিকালে এগুলো বিলুপ্ত হয়ে যায়।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 541 times, 1 visits today | Have any fisheries relevant question?