উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
উভচর (Amphibia)
যাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য লার্ভা দশা পানিতে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে কাটায় তাদেরকে উভচর (Amphibia) বলে। দুটি গ্রিক শব্দ যথা amphi অর্থাৎ দুই ধরণের এবং bios অর্থাৎ জীবন নিয়ে Amphibia শব্দটি এসেছে। এছাড়াও উভচরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা হিমশোণিত অর্থাৎ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী (Cold-blooded), এদের ত্বক আর্দ্র, পিচ্ছিল এবং নগ্ন অর্থাৎ স্কেল দ্বারা আবৃত নয়, লার্ভা দশায় ফুলকা এবং পূর্ণাঙ্গ দশায় ফুসফুস ও ত্বকের মাধ্যমে পরিবেশের সাথে অক্সিজেন ও কার্বনডাই-অক্সাইড আদান-প্রদান করে। উদাহরণ- বিভিন্ন ধরণের ব্যাঙ, সাইরেন বা মাড-ইল ইত্যাদি
উদ্দীপক (Stimulus, বহুবচনে Stimuli)
উদ্দীপক পরিবেশের এমন পরিবর্তন যা প্রাণীর ইন্দ্রিয় কর্তৃক সনাক্ত হবার পর সংবেদী বা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় এবং ফলাফল হিসেবে প্রতিক্রিয়া প্রকাশ পায়। প্রাণী দেহের অভ্যন্তরীণ পরিবেশের পরিবর্তন (যেমন-পাকস্থলীর পেশীর সংকোচন) উদ্দীপক হিসেবে কাজ করলে তাকে অভ্যন্তরীণ উদ্দীপক এবং প্রাণীদেহের বাহ্যিক পরিবেশের পরিবর্তন (যেমন-তাপমাত্রা বাড়া, বাতাসের প্রবাহ বাড়া ইত্যাদি) উদ্দীপক হিসেবে কাজ করলে তাকে বাহ্যিক উদ্দীপক বলা হয়। এখানে বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে, পরিবেশের যে কোন পরিবর্তনই উদ্দীপক নয় (যদি না তা ইন্দ্রিয় কর্তৃক সনাক্ত হতে পারে) আবার পরিবেশের একই ধরণের পরিবর্তন সবার জন্য উদ্দীপক নাও হতে পারে। যেমন- বধির ব্যক্তির ক্ষেত্রে তীব্র শব্দের উপস্থিতি কোন উদ্দীপক নয়।
উষ্ণশোণিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী (Warm-blooded animal, Hot-blooded animal, Endothermic or homeothermic/homoiothermic animal)
যেসব প্রাণীরা দেহের তাপমাত্রা আভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করতে পারে ফলে এদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত না হয়ে একটি সুনির্দিষ্ট মাত্রায় অবস্থান করে তাদেরকে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলে। যেমন- মানুষ, বাঘ, পাখি ইত্যাদি।
সাধারণত শীতল পরিবেশে এরা দেহাভ্যন্তরে গৃহীত খাদ্য থেকে বাড়তি তাপ উৎপাদন করতে পারে আবার এদের দেহস্থ সঞ্চিত ফ্যাট অথবা লোম বা পালকের মত অঙ্গ দেহস্থ তাপ হারাতে বাঁধা দেয়। অন্যদিকে উষ্ণ পরিবেশে তাদের দেহ উপরিস্থ জলীয় উপাদান (moisture) বাষ্পীভবনের (evaporation) মাধ্যমে শরীরকে শীতল রাখতে সহায়তা করে।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়। |
Visited 174 times, 1 visits today | Have any fisheries relevant question?